![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে ঈশ্বর
বাবুল আবদুল গফুর
হে ঈশ্বর! তুমি সত্যি কতদূরে থাকো-
না-কি সুন্দরের মতো তুমিও কেবল ফাঁকি-
কখনও ফিরে আসি, মনে হয়, নেই-
কখনও চেতনায় উড়ে ঝাঁক ঝাঁক পাখি!
আমি তো এতোটা নিষ্প্রাণ নই, নই ক্লান্ত-
আমার চারপাশে যা কিছু প্রকাশ্যে সত্য-
তারচেয়ে কঠিন এই জগতের এতো সব-
মেনে নেবো সহজে?যার নেই কোন তথ্য!
আঁধারে জেগে থাকে চর, মাটি, মাঠ-
আমারও ঘুম পায়, যখন শেষ হয় হাট!
©somewhere in net ltd.