![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল কিছু করার আগে ভাল চিন্তা প্রথমেই করতে হয়।
দুনিয়ায় সভ্যতার চর্চা বহুদিনের পরনো, প্রয়োজন মানুষকে তা করতে বাধ্য করেছে। অসভ্যতার চর্চাও মানুষেরই দ্বারা হয়ে এসেছে স্বার্থসিদ্ধির নানা বাহনে করে- কখনও বিনোদন, বাণিজ্যিক স্বার্থ , লালসা, অথবা ধর্মের অন্ধকারের আবর্তে, সাংস্কৃতিক বিকারগ্রস্থতায় ইত্যাদি নান পথে নানা কারণে। যে সময়ে বা যে দিক বা যার দ্বারাই এসে থাকুক না কেন তার চর্চা ও লালন হয়েছে জুলুম দ্বারা। আজকের রেসলিং বা মারতে মারতে ধরাশায়ি করার যে তামাশা মানব সভ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে তা অবচেতন মনে বা স্বার্থের খাতিরে আমারা কেউ চুখ বন্ধ করে আছি। আর কেউবা নিরব দর্শক। যাই করি না কেন তার সবটাই আত্ম প্রবঞ্চনার সংজ্ঞায় পরে।