নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য, সুন্দর কথা যা নিজে জানি তা অন্যকে জানাতে আমি উৎসুক ।।

মুহফত বৈশাখ

আমি একজন সাধারণ মানুষ । মহান কোনো ব্যাক্তিত্ত নই । নিজের সাধারণ কথাগুলো সবার কাছে তুলে ধরতে চাই ।

মুহফত বৈশাখ › বিস্তারিত পোস্টঃ

যুবসমাজের কাছে বাংলাদেশের রাজনীতি

২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৪

ইদানিং সবাই নিজের ইচ্ছা, দাবি-দাওয়া, নিজে কেমন তার প্রকাশ ঘটায় ফেসবুকের মাধ্যমে । ফেসবুকে তাদের কথাগুলো সবার সাথে শেয়ার করে।
ফেসবুক ইউজারদের মধ্যে বেশীর ভাগই ইয়ং জেনারেশন পুলাপাইন। তাদের প্রফাইল যদি একটু চেক করা যায় তাহলে দেখা যাবে যে, সবার পলিটিকাল ভিউ-তে লিখা – “we hate politics, Fuck politics, Don’t like politics, এইটা আবার কি?” এসব নানা কথা পাওয়া যায়।
আচ্ছা এখন যারা দেশে রাজনীতি করেন, দেশের দায়িত্ব পালন করেন, দেশের সবার প্রতিনিধি হয়ে দেশকে সামনের দিকে নিয়ে যান, তারা যখন মৃত্যবরণ করবে তখন আমাদের দেশের হালটা কে ধরবে??????????
যে যুব সমাজ we hate politics, Fuck Politics বলে বেড়ায় তারাই কি দেশে ভবিষতে হাল ধরবে????????
নাকি মিডিয়া জগতের কেও, যাদের জন্মের পর থেকেই চিন্তা চেতনা শুধু মিডিয়াকে নিয়েই ??????????
নাকি বাংলা ছবি, নাটকের নায়ক নায়িকারা?????????????
আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলতে চাই যে, বর্তমানের যুব সমাজকে দেশের ভবিষতের জন্য তাদের সামনে এগিয়ে আসতে হবে। রাজনীতির ময়দানে পা রাখতে হবে। রাজনীতি কি বুঝতে হবে। যুবক বয়স থেকে রাজনীতিতে ভূমিকা রাখলে ভবিষতে দেশকে সামনে এগিয়ে নিতে সুবিধা হবে।
হে, অনেক যুবকেরা আমায় এখন বলতে পারে, বাংলাদেশে এখন নোংরা রাজনীতি চলে, মারামারি, হানাহানি, খুন, রাহাজানি, ধর্ষণ, জমি-জমা লুট আরও কতো কিছু। এইসব নোংরা রাজনীতিতে যাওয়া মানে নিজেকে শেষ করে দেওয়া। ভালো ছেলেরা বাংলাদেশের মতো দেশে রাজনীতি করে না। রাজনীতি করলে সমাজের মানুষ আজ খারাপ চোখে দেখে। সমাজ তাকে কখনও ভালো চোখে দেখে না।
এখন এদের কথার উত্তর দিতে গেলে আমি জাস্ট ২ টা কথা বলবো।
১। রাজনীতি তুমি তোমার জন্য করছো না। শুধু দেশের জন্য করছো। তোমার লাভ শুধু এতটুকুই যে আমার বাংলাদেশ সামনে এগিয়ে গেলে সবাই বলবে যে, তোমার হাত ধরেই বাংলাদেশের অগ্রযাত্রা।
২। বাংলাদেশের রাজনীতি খারাপ তো কি হইছে????? তোমরা তো এখনই ফোকাসিং-এ আসছো না। বর্তমানের রাজনীতিবিদরা না হয় খারাপ, যদিও সবাই না, তারা যখন রাজনীতি থেকে চলে যাবে, তখন না হয় তোমরা রাজনীতিকে সুন্দর করো।
আমাদের মতো যুব সমাজের হাতেই তো ভবিষতের দেশ। আমরা কেন পারবো না ভবিষতের রাজনীতির সংজ্ঞাটা বদলে দিতে???????????? তখন যেনো যুবক, বৃদ্ধরা রাজনীতি বলতে নোংরা রাজনীতি না বোঝে......।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৭

আমি তুমি আমরা বলেছেন: আপনার ব্লগে প্রথম প্লাসপ্রথম মন্তব্য দিয়ে ইতিহাসের পাতায় অমর হয়ে থাকলাম।

সামুর আঙ্গিনায় স্বাগতম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.