![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারণ মানুষ । মহান কোনো ব্যাক্তিত্ত নই । নিজের সাধারণ কথাগুলো সবার কাছে তুলে ধরতে চাই ।
কোনো কথাই থাকেনা গোপন তোমার কাছে,
সব লুকানো কথা, লুকানো অনুভূতি, লুকানো চিন্তা ভাবনা তোমার কাছে এসে ধরা খায়।
কি আছে তোমার কাছে????
আমার প্রতিটি অনুভূতি, আমার চাওয়া পাওয়া গুলো তুমি কিভাবে বোঝ???
.
যে ছেলেটা তোমায় এতো জ্বালাতন করে তাকে তুমি কেমনে সামলাও???
প্রতিটা দিন কতো তোমায় কষ্ট দেই, তাও তোমার কেন বিরক্ত আসে না???
যত কিছুই করি না কেন তোমার কোলে মাথা রেখে তুমি আমায় ঠিকই ঘুমাতে দেও।
.
প্রতিটা দিন আমার মোবাইল টিপার জন্য বকা দেও,
আমায় খাবার খাওয়ার জন্য হাজারটা বার ডেকে ডেকে ক্লান্ত হও,
বাহিরে থেকে যখন আসি পেন্টের ভিতর বালি থাকে, রুমে ঢোকার সময় সম্পূর্ণ রুম বালিতে ভরে যায়, এই জন্য কত্ত বকা দাও, তারপরও একদিনও তোমার কথা শুনি না।
মাছ- মাংস খেতে ভালো লাগেনা বলে কত্তো বকা দাও,
তারপরও তুমি তোমার এই ছেলেকে কিভাবে বুকে টেনে নাও????
প্রতিদিন সকাল 10 টায় যখন ঘুম থেকে উঠি, তখন ঠিকই খাবার সামনে পেয়ে যাই, মাঝে মাঝে বলো ডিম ভেজে দিবো???
আচ্ছা মা, তুমি এতটা জ্বালাতন কিভাবে সহ্য করো???
এটাই কি মায়ের ভালোবাসা???
যেদিন কোনো কারনে সকালে উঠতে হয় ওই দিন তোমাকে বলি মা, কাল সকালে ডাক দিও, যেদিন কোনো কারনে বাসায় না থাকো ওই দিন রাতে আর ঘুম আসে না। ভরসা পাইনা যদি সময়মতো ঘুম থেকে উঠতে না পারি,
কিন্তু তুমি থাকলে ভরসা পাই যে মা তো আছে, ঠিকই ডাক দিয়ে তোলে দিবে।
.
আমি কখন কি খেতে পছন্দ করি তা তুমি ঠিকই বোঝে ফেলো,
.
মা, তোমার এই ভালবাসা সারা জীবন পেতে
চাই, অন্য সবকিছুর বিনিময়ে হলেও তোমায় সবসময় চাই, তুমি আমায় অন্যদের মতো কখনো একটুও কষ্ট দেওনা। তোমায় আমি আমার কাছ থেকে হারাতে দিবো না।।। যেখানেই যাও না কেন আমিও তোমার সাথে যাবো।।। আমায় ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না। তোমার শাড়ির আচল যে আমি শক্ত করে ধরে রেখেছি।।।
©somewhere in net ltd.