নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য, সুন্দর কথা যা নিজে জানি তা অন্যকে জানাতে আমি উৎসুক ।।

মুহফত বৈশাখ

আমি একজন সাধারণ মানুষ । মহান কোনো ব্যাক্তিত্ত নই । নিজের সাধারণ কথাগুলো সবার কাছে তুলে ধরতে চাই ।

মুহফত বৈশাখ › বিস্তারিত পোস্টঃ

নিউটনের ধর্ম নিয়ে গবেষণা

২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩০

নিউটন একজন বিশ্ব সেরা scientist. কারো কারো মতে সে সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানি। মজার বেপার হলো সে তার বিজ্ঞান চর্চার চেয়ে ধর্মতত্ত্ব নিয়ে বেশিরভাগ সময় কাটিয়েছেন। সৃষ্টিকর্তা সম্পর্কে তার একটা বানী হলো ---
.
"অভিকর্ষ, গ্রহসমূহের গতির
বিষয়টি ব্যাখ্যা করে,
কিন্তু
এটি ব্যাখ্যা করতে পারেনা
, কে গ্রহগুলোকে গতিশীল
হিসেবে নির্দিষ্ট
স্থানে স্থাপন করে দিলে।
ঈশ্বর সকল কিছু নিয়ন্ত্রণ
করেন এবং যা কিছু
ঘটছে বা যা কিছু ঘটা সম্ভব
তার সবই তিনি জানেন।"
সূত্র -উকিপিডিয়া

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৪

কাহাফ বলেছেন: ধন্যবাদ শেয়ার করায়............

২| ২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫২

কলাবাগান১ বলেছেন: নিউটন যদি জানত যে মহাবিশ্বে ২০০,০০০,০০০,০০০ টাইমস ১০০,০০০,০০০,০০০ টা সূর্যের মত তারা আছে এবং আমাদের সূর্যের মতই হয়ত প্রত্যেকটা সূর্যের গ্রহ উপগ্রহ আছে, তাহলে তিনবার চিন্তা করতে......

আমরা কি এতই স্পেশাল যার জন্য এত ট্রিলিয়ন জিলিয়ন সূর্য (তারা) বানানো হয়েছে।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৫

জ্যানাস বলেছেন: নিউটন কে দির্ঘদিন নাস্তিক্যবাদের জনক দাবি করা হচ্ছিল। কিন্তু সম্প্রতি দেখি তার বিরুদ্ধে বিভিন্ন প্রচারনা শুরু হয়েছে!

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫১

মুহফত বৈশাখ বলেছেন: নিউটন কিন্তু চিন্তা ভাবনা না করে তার তত্ত্ব দেয় নাই।
আর আমরা আসলেই স্পেশাল। মানুষ আসলেই স্পেশাল। যদি আপনি আপনাকে স্পেশাল না ভাবেন তাহলে সেটা আপনার সমস্যা । আমাদের না ।
আল্লাহ আমাদের স্পেশাল করেই পৃথিবীতে পাঠিয়েছেন। সৃষ্টির সেরা জীব আমরাই।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৮

মুহফত বৈশাখ বলেছেন: জ্যানাস আমি কিন্তু লেখার শেষে বলেছি সূত্রটা কিন্তু উইকিপিডিয়া থেকে নেওয়া। বিশ্বের এতোবড় ওয়েবসাইট, যেখানে না রেফারেন্স দেওয়া থাকে সেখানে হয়তো কারো বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা প্রচারনা হচ্ছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.