![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারণ মানুষ আমি। হাসতে ভাল লাগে, হাসাতে ভাল লাগে। কেউ খুব ভাল আছে দেখতে সবচেয়ে বেশি ভাল লাগে।
হেল্পান প্লিজ ....কমলাপুর রেলস্টেশন এর নাম্বার দিতে পারবেন কেউ ?...অথবা বগুরা যাওয়ার কোন ট্রেন আছে কিনা কয়টার সময় কেউ বলতে পারেন ?
২| ১১ ই জুলাই, ২০১১ রাত ১০:৩৮
অনন্ত জীবন বলেছেন: রিফাত ভাইয়ের লিংক থেকে টাইম টা দেখে নিতে পারেন। দিনাজপুর, সৈয়দপুরের যেকোন আন্তঃনগর ট্রেনে সান্তাহার পর্যন্ত যেতে পারেন। লালমনি এক্সপ্রেস এ বগুড়া পর্যন্ত যেতে পারবেন। লালমনি এক্সপ্রেস কমলাপুর থেকে রাত ১০ঃ১৫(১২টা বাজতে পারে) এ ছাড়ে। সন্ধ্যা ৭ঃ৩০ এ পাবেন দ্রুতযান(আসলে কিন্তু দ্রুত না)। সকাল ৯ এ পাবেন একতা। ভাল হয় নীলসাগর। নীলসাগর সকাল ৭ঃ২০ এ ছাড়ে ক্যান্টনমেন্ট থেকে। মনে রাখবেন লালমনি এক্সপ্রেস ছাড়া অন্য কোনটাতে গেলে আপনাকে নামতে হবে সান্তাহার।
ভ্রমন শুভ হোক।
১৩ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৫০
বাকি বিল্লাহ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৪৭
রাসেল মাহদুদ বলেছেন: রেলওয়ের সাইটে সবই আছে। বাংলাদেশের মোটামুটি সরকারী সবা অফিসের নম্বরই নেটে পাওয়া যায়। এ্কটু খুজে নিন সাহায্য চাওয়ার আগে।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১১ রাত ১০:২৩
বিপুল কুমার বিশ্বাস বলেছেন: http://www.railway.gov.bd এই ঠিকানায় খুজে দেখতে পারেন । বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট ।