নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাশ্বত রাত্রির বুকে অনন্ত সূর্যোদয়

বলাক০৪

ঐ আসনতলে মাটির পরে লুটিয়ে রবো...তোমার চরণ ধুলায় ধুলায় ধুসর হবো..

বলাক০৪ › বিস্তারিত পোস্টঃ

কাল থেকে ছোট মেয়ের এইচ এস সি পরীক্ষা, কি যে হবে

৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৯

কাল থেকে ওর পরীক্ষা, একশ বার প্রশ্ন করছে হরতালের কোন খবর জানি কি না। ছুটি নিলাম ওকে কেন্দ্রে পৌঁছে দিতে। কিন্তু এই প্রশ্নের জবাব আমি জানিনা।



আমার মেয়েই শুধু নয় সব পরীক্ষার্থীর কথাই ভাবছি। এত কষ্ট করে ওরা তৈরি হয়েছে, ওদের স্পিরিট বা উদ্যমটা যেন নষ্ট না হয়। কোন দলাদলি না করেও বলা যায় প্লিজ ওদের পরীক্ষাটা শুধু ওদেরই নয় বাংলাদেশের জন্যও যে জরুরি, এটা যেন আমরা ভুলে না যাই।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩১

জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন: আমিও আপনার মতো চিন্তায় আছি ছেলেকে নিয়ে।

০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

বলাক০৪ বলেছেন: আশা করি ওর পরীক্ষা ভালো হয়েছে।

২| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:০২

এই আমি সেই আমি বলেছেন: চিন্তার কিছু নাই এটাতো হল সামান্য পরীক্ষা , লাশ পড়বে এই সংবিধিবদ্ব সতর্কীকরণ বিজ্ঞপ্তি তো আগেই দেয়া হয়েছে ।

এটাতো সামান্য ক্ষতি , দেশপ্রেমিক রাজাকার বাচাতে এইটুকু সেক্রিফাইস করতে হবে ।

০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

বলাক০৪ বলেছেন: সংবিধিবদ্ব সতর্কীকরণ, ভালোই বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.