নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাশ্বত রাত্রির বুকে অনন্ত সূর্যোদয়

বলাক০৪

ঐ আসনতলে মাটির পরে লুটিয়ে রবো...তোমার চরণ ধুলায় ধুলায় ধুসর হবো..

বলাক০৪ › বিস্তারিত পোস্টঃ

আমার যে সন্তানেরা এবার এইচ এস সি পাশ করত পারেনি

০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৮

হ্যাঁ, আমার প্রায় তিন লাখ সন্তান এবার এইচ এস সি পাশ করতে পারে নি। তারা ব্যর্থ! এভাবেই আপনি তাদের মূল্যায়ন করতে চান তো? স্যরি স্যার। এতো সোজা না। ওরা কেউ পড়েনি এটাই বলতে চান তো । স্যরি এটাও ঠিক নয়। আপনি কি ওদের মস্তিস্কগুলো ঘেঁটে দেখেছেন? আপনি কি জানেন, হয়তো উপযুক্ত সহায়তা বা পরিবেশের কারণে ওরা ভালো করতে পারেনি, তার অর্থ এই নয় ওরা বাতিল, ওরা ফালতু। প্রশ্নবিদ্ধ শিক্ষার এই যে ব্যবস্থা সেটা হয়ত ওরা পার হতে পারেনি (আইনস্টাইন নাকি স্কুল পরীক্ষায় ফেল করতেন) তার মানেই ওরা কিছুনা, এটা মানতে তো আমি পারছিনা। ওরা হয়ত আইনস্টাইন নয়, কিন্তু ওরাও বুদ্ধিমান, ওদেরও দারুণ কিছু করার মত ক্ষমতা আছে। কিন্তু ওদের অনেকেই এই মূহূর্তে বিপর্যস্ত, জীবনও রাখতে চায়না অনেক বোকাগুলো। ওদেরকে কিভাবে এই শিক্ষা ব্যবস্থা সাহায্য করবে, না কি করবে না। আমরা বাবা মায়েরা কি ওদের সাহায্য করব নাকি করব না।



আমি নিজে একবার অষ্টম শ্রেনীতে ফেল করেছিলাম। বাবা মা ব্যস্ত থাকতেন। আমার লেখাপড়া নিজে করতাম। ভালো করতে পারিনি।



আমি জানিনা, জামাত কি বিএনপি, কার দোষ। কিন্তু কালকে ছোট মেয়ের ভালো রেজাল্ট উৎসব করতে পারিনি, মিষ্টি বিতরণ করতে পারিনি ওদের কথা ভেবে। আমিই হয়তো বোকা।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: দেশে যদি এমন বোকার সংখ্যা বাড়ত.. দেশটা উপকৃত হত!


আপনার মেয়েকে শুভেচ্ছা।

আর সরকারের কোটি কোটি সন্তানকে গিনিপিগ বানানো শীক্ষা নীতির তীব্র প্রতিবাদ।

অবাক হয়ে যাই- যেই সৃজনশীলতা মূখস্ত পাশ শিক্ষকরাই বোঝেন না- তা একসাথে সকল বিষয়ে কোমলমতিতের উপর চাপিয়ে দিয়ে-
শতাব্দির সেরা কমেডি করছেন সব দোষ বিরোধীদলের উপর চাপিয়ে!!!!!!

বলি সত্যিই দেশটা মগের মুল্লুক... না না থুরি.. হাসিনার মুল্লুক হয়ে গেল!!!!!!

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:১৯

বলাক০৪ বলেছেন: মেনি থ্যাংকস। ওদের আত্মবিশ্বাসকে নিয়ে খেলা করাটাকে একদমই ক্ষমা করা যায়না।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৪

অর্থনীতিবিদ বলেছেন: সৃজনশীল প্রশ্ন ছাত্র ছাত্রীদের জন্য একটি বোঝা ছাড়া আর কিছুই নয়। এদেশের শিক্ষা ব্যবস্থার সাথে এ প্রশ্ন পদ্ধতি এখনো অসামঞ্জস্যপূর্ণ। যারা ফেল করেছে বা প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট করতে পারেনি তাদের কষ্ট দেখলে নিজেকে অনেক ক্ষুদ্র মনে হয়। একজন শিক্ষক হিসেবে এ ব্যর্থতার দায়ভার আমার নিজের উপরও বর্তায়। দুঃখ ভারাক্রান্ত ছাত্রছাত্রীদের অশ্রুপূর্ণ চাহনি দেখে আমি কিছু বলার ভাষা খুজে পাইনা।

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:২০

বলাক০৪ বলেছেন: আপনার মত শিক্ষক আরো থাকলে এ সমস্যা হতই না। আপনার মন্তব্যটি মুগ্ধ করার মত।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৭

মুর্তজা হাসান খালিদ বলেছেন: ছোট বোনটা ভালো করতে না পারার কষ্ট খুউব খোঁচায়

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:২১

বলাক০৪ বলেছেন: এই ব্যথা শুধু ভাইয়ের নয়, এই ব্যথা সবার।

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৩

শায়মা বলেছেন: তোমার মেয়ের জন্য শুভকামনা ভাইয়া। আর যারা ভালো করতে পারেনি তাদের জন্যও দোয়া যেন যার যার সঠিক পথ খুঁজে পা. শিক্ষাব্যাবস্থায় ত্রুটি আছে বটে তবুও প্রতিটা শিশু পাক তার পরিবারের সহায়তা যেখানে তার পরিবার তাকে বুঝতে পারে।

শান্তি সুখে বড় হতে পারুক সকল শিশুকিশোর এই পৃথিবীতে।

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৪

শায়মা বলেছেন: পায়*

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.