![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঐ আসনতলে মাটির পরে লুটিয়ে রবো...তোমার চরণ ধুলায় ধুলায় ধুসর হবো..
একাত্তরের কষ্ট পাওয়া মেয়েরা যারা পরে মা হয়েও ঠিক মা হবার সৌভাগ্য পাননি, তাদের ত্যাগ পর্যন্ত তাদেরকে লুকিয়ে রাখতে হয়েছিল, তাদের কথা মাঝে মাঝে শুনতে পেলেও তাদের ত্যাগ আমরা মনেও রাখিনি, মাথাও ঘামাইনি। এই বইটা তাদের একজন সম্পর্কে বেশ জীবন ঘনিষ্ঠ একটি ছবি। এসব কঠিন কথা লিখলাম কারণ এটাই রেওয়াজ। সত্যি কথা হলো বইটা শুরু করলে থামা যায় না এবং চোখের পানিও ধরে রাখা যায় না। বই যারা পড়েন তারা পড়তে পারেন। বইমেলায় আছে কিনা বলতে পারছিনা।
২| ১২ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৮
চাঁদগাজী বলেছেন:
ছোটখাট পটভুমি দিলে, বা রিভিউ দিলে ভালো হতো
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৭ দুপুর ১:২৮
ওমেরা বলেছেন: ধন্যবাদ