![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কল-কাকলি আর জোসনা সজল চোখের মায়া,\nসপ্ন বিলাসী অভিমান অকারনে ডাকে মেঘর বান,\nঅন্ধকারে একলা সপ্ন স্নান, \nবুকে আছে ক্যাকটাস এর পূর্ণ বাগন।
ঢাকা থেকে গ্রীন লাইন এ বেনাপোল ১০৫০ টাকা, এরপর ৩০০ টাকা টেরাভেল ট্যাক্স, এম্বারগেশন ফর্ম পুরন করে লাইনে দারান, ইমিগেরেশন অফিসার আপনার পাসপোর্ট এ সিল দেবার পর বেগ হাতে নিয়ে বাংলাদেশ ভারত সীমান্ত অতিক্রম করুন।
আবার একই ভাবে ইন্দিয়ান এম্বারগেশন ফর্ম পুরুন করুন, লাইনে দাঁড়ান ( এর আগে আপনার বেগ চেক হবে)।
পাসপোর্ট এ সিল পরার পর আপনি আপনার বাংলাদেশী টাকায় রুপি কিনে নিন। ১০০-৫০০-১০০০ রুপি এর বেশি কিনবেন না। আর আপনার সাথে তো ১৫০ ডলার আছেই।
এর পর অটো রিক্সা করে যাবেন বনগাঁ রেল এস্তেসন, কারন বাস এ গেলে আপনার লাগবে ৩ ঘণ্টা আর ট্রেন এ ২ ঘণ্টা।
অটো তে সেয়ারে গেলে ২০ রুপি জন প্রতি আর ফুল রিজার্ভ ১০০/১২০ রুপি
এবার বনগাঁ এস্তেসন থেকে ২০ রুপি দিয়ে কেটে নিন সিয়ালদা এর টিকেট। (সিয়াল দা পূর্ব রেল এর বড় জংশন)
সিয়ালদা থেকে আপনি যেকোনো যায়গায় যেতে পারবেন খুব সহজে, কারন সিয়ালদা থেকে বাস পাওয়া যায় সব জায়গা যাবার। আপনি ট্যাক্সি নিতে পারেন কিন্তু গুনতে হবে মিটার এর আড়াই গুন ।
এর পর খুজে নিন হোটেল ৫০০ রুপি থেকে শুরু হবে ভাড়া, আর চেক আউট এর টাইম জেনে নিন।
আর হোটেল এ ব্যাগ রেখে আপনি একটা সিম কার্ড কিনে নিন ,
সিম এর জন্য পাসপোর্ট আর ছবি নিয়ে চলে যান VODA Phone , Airtel , IDEA, Virgin যে কোন কাস্তমার কেয়ারে,
বিঃ দ্রঃ দিল্লি ও আগ্রা আর কলকাতা ভিন্ন ভিন্ন প্রদেশ তাই আপনাকে আপনার সিম এ রোমিং চালু করে নিতে হবে।
এবার আপনি চলে যান Fairly Place বিবাদিবাগ (RBI - রিজার্ভ ব্যাংক অফ ইন্দিয়া এর পাসেই ) এ এখানে আপনি আপনার পাসপোর্ট দেখিয়ে বিদেশি কোঠায় ট্রেন এর টিকেট কাটুন ( রাত এর ট্রেন এ টিকেট নিবেন)
কলকাতা থেকে আগ্রা নন এসি ৬০০ রুপি আর এসি তে আপনার ১২০০ থেকে ১৫০০ রুপি পরবে।
এখান থেকে আপনি ঘুরে আসুন রানী ভিক্টোরিয়ার প্যালেস, ইডেন গার্ডেন, বিরালা প্লানেতরিয়াম, শান্তি নিকেতন।
জন প্রতি খাবার খরচ পরবে প্রতি বেলা ৫০-১০০ রুপি
এই পোস্ট এর ছবি দেখতে এই লিঙ্ক এ ঢুকুন
এই পোস্ট পরবর্তী অংশ এখানে
বিঃদ্রঃ ইন্টারনেট এ গোলযোগ এর জন্য ছবি পোস্ট এর সাথে আপলোড করতেপারিনি , লিঙ্ক এ কিলিক করুন ছবি দেখার জন্য
২| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২
জনাব মাহাবুব বলেছেন: কলকাতার যাওয়ার ইচ্ছা আছে
২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭
িজৎ বলেছেন: অনলাইন এ আবেদন করার দের মাস পর আবেদন জমার ডেট দেয় আর ভাল ভাবে ঘুরে আসুন, শুভকামনা রইল।
৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯
সেমিবস বলেছেন: কলকাতা-দিল্লী-আগ্রা দেখা হয়েছে ২০০৭ সালে, ২০০৮ এ আরেকবার কলকাতা.......................রেল পরিবহনে অভাবনীয় উন্নতি ভারতের
২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১১
িজৎ বলেছেন: হুম নন এসি তে খরচ কম, কিন্তু নোংরা না। আর রাজধানী তে ভাড়া একটু বেশি কিন্তু খারাব ফ্রী পাবেন
( টিকেট এই খাবার এর টাকা নিয়ে নেয়)
৪| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮
সেমিবস বলেছেন: এসিতেই গিয়েছিলাম, কম্বল-বালিশ-খাবার (ভেজ-ননভেজ)-চা-বিস্কুট.......জামাই আদরের মত,,,,,,,,,,,শেষে আবার ২০ রুপি বখশিশও দিলাম
২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩
িজৎ বলেছেন: খুব ভাল খুব ভাল
''শেষে আবার ২০ রুপি বখশিশও দিলাম''
৫| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৮
বাবু বিসি বলেছেন: যেতে ইচ্ছা করছে!
২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৭
িজৎ বলেছেন: ঘুরে আসুন
৬| ২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
পাস্ট পারফেক্ট বলেছেন: কলকাতা থেকে লাখনৌ যাবার টিকিট কি ঐখানেই পাওয়া যাবে?
২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১৭
িজৎ বলেছেন: হুম এইখানে কলকাতা থেকে যে সকল প্রদেশ এর সাথে রেল যোগাযোগ আছে, সব জায়গার টিকেট পাবেন, এমনকি সরকারি বন্ধের দিন ও
৭| ২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
চানাচুর বলেছেন: সুন্দর পোস্ট!
অ.ট.আপনি কি ইন্ডিয়ান?
২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১৮
িজৎ বলেছেন: জি না, আমি ১০০% বাংলাদেশী
৮| ২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২২
ভোরের সূর্য বলেছেন: ভাই ধন্যবাদ অল্প টাকায় দিল্লী,আগ্রা আর কলকাতা ঘুরে আসার তথ্য শেয়ার করার জন্য।তবে ভাই প্রচুর বানান ভুল।ভুল বানানের জন্য অনেক ভাল লেখাও তার আবেদন হারায়।প্লিজ দয়া করে বানানগুলো ঠিক করে দিন।
আপনার প্রোফাইলে সপ্ন-স্বপ্ন, বিলশী-বিলাসী,বাগন-বাগান। ঠিক করে নিন।
ক্যাকটাস এর পূরন বাগন।- এটা কি ক্যাকটাসে পূর্ণ বাগান এরকম কিছু মিন করেছেন নাকি ক্যাকটাস এর পূর্ণ বাগান এটা মিন করেছেন।আমার ভুল হয়ে থাকলে ক্ষমা প্রার্থী।
২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২১
িজৎ বলেছেন: ভাই আমি অভ্র দিয়া লিখি , তাই বানান ভুল হওয়ায় আমি ও দুঃখিত।
ভুল ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ
৯| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৯
মহিসন খান বলেছেন: কলকাতা থেকে ১পিস কাপড় যদি কেউ এনে দিত
(on payment basis)
২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৫
িজৎ বলেছেন: ভাই কি কাপড় ? শাড়ী না লুঙ্গি নাকি অন্য কিছু?
১০| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৮
আকাশদেখি বলেছেন: মহিসন খান বলেছেন: কলকাতা থেকে ১পিস কাপড় যদি কেউ এনে দিত
( (on payment basis)
আমিও হের দলে.।
২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৭
িজৎ বলেছেন: ভাই কি কাপড় ? শাড়ী না লুঙ্গি নাকি অন্য কিছু
ভাল শাড়ী কম দামে পাবেন গড়িয়া হাট
আর ভাল জুতা পাবেন কম দামে শ্রী লেদার নিউ মার্কেট।
১১| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ২:০৮
ভোরের সূর্য বলেছেন: এটা এর আগেও একজন বলেছিল অভ্র দিয়ে লেখে তাই বানান ভুল হয় কিন্তু আমিও আপনাকে অভ্র দিয়ে রিপলাই দিয়েছি কিন্তু আমারতো বানান ভুল হয়না।আসলে সমস্যাটা কোথায়।যাইহোক বানানের বিষয়ে সচেতন হবেন আশাকরি।
২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯
িজৎ বলেছেন: আপনার উপদেশ এর জন্য ধন্যবাদ, চেষ্টা করব ভুল না করার জন্য।
আসলে ভুল ঠিক করা টা হল, লেখা টা আমি কত টাইম নিয়ে লিখছি । হাতে সময় থাকেলে তখন লেখাটায় বানান এর দিক খেয়াল রাখা যায়।
আবার ও ধন্যবাদ
১২| ৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৭
সুমন কর বলেছেন: অনেককিছু জানতে পারলঅম। প্রিয়তে রাখি, যদি পরে কাজে আসে!!
১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০২
িজৎ বলেছেন: ধন্যবাদ সাথে থাকুন
১৩| ৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১০
রাজীব বলেছেন: ভালো লাগলো।
১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০১
িজৎ বলেছেন: ধন্যবাদ সাথে থাকুন
১৪| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৫
েবনিটগ বলেছেন: visa নেয়ার অভিজ্ঞতা share করলেন না?
১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১২
িজৎ বলেছেন: ভিসা পেতে খুব কষ্ট হয়নি
প্রথমতঃ অনলাইনে ফর্ম পুরন করুন এবং সিরিয়াল নিন।
দিতিয়তঃ সব পেপার গুল ( পাসপোর্ট , ছবি, ব্যাংক এস্টেটমেন্ত / ডলার কিনুন ব্যাংক থেকে, ছুটির এপ্লিকেশন করুন লেটার হেড প্যাড এ, বিদ্যুৎ+ মোবাইল বিল/ গ্যাস বিল এর মেইন এবং জেরক্স কপি দিন ) নিয়ে ৪০০ টাকা জমা দিন।
বিদ্রঃ এম্বেসির ভিতরে কোন ব্যাগ নিতে দেয় না, তাই কাগজের খাম এ নিন সব পেপার।
তৃতীয়তঃ যে দিন ভিসা দেবার ডেট থাকবে সেদিন একটু লেট করলেও ৫ টার আগেই যাবেন। সময় নিয়ে অপেক্ষা করুন।
১৫| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২
ভিটামিন সি বলেছেন: পাসপোর্ট, ছবি না হয় দিলাম। ব্যাংক স্টেটম্যান্ট সম্পর্কে আমার ধারণা নেই। এটা কি আমার গত ৩ মাসের ব্যাংক ব্যালেন্সের অবস্থা চিত্রসহ হাল কন্ডিশন? বিদ্যুত বিল তো আসে বাপের নামে; মোবাইল চালাই প্রিপেইড, গ্যাস সংযোগ তো বাড়িতে নেই।। আমার কি হপে?? বেটার আমি সিংগাপুর থেকেই এপ্লাই করি। এতো কিছু লাগতো না।
১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩
িজৎ বলেছেন: ব্যাংক এসটেতমেনট না দিলে আপনি ব্যাংক থেকে ১৫০ ডলার কিনে পাসপোর্ট এ এন্দস করান এবং আপনি ব্যাংক থেকে একটা সার্টিফিকেট চেয়ে নিন।
আপনি ফর্ম পুরন করেছেন যে ঠিকানায় সেই বাসার গাস/বিদ্দুত/ পানি / টেলিফোন / যে কোন বিলের কপি।
( যার নাম এ থাক কোন প্রবলেম নেই)
আর এই সব দকুমেন্তস সবার জন্য এবং প্রায় সব দেশের ই ভিসা পেতে লাগে।
অর্থাৎ আপনার ঠিকানা যাচাই করা হয় এই সব বিল এর কপি দিয়া।
১৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪
জাতীয়বার্তা বলেছেন: ভা্ই কিভাবে ১৫০ ডলার পূরো ভ্রমন শেষ করলেন তাতো বুঝলাম না
২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১১
িজৎ বলেছেন: কলকাতা তে আপনি ১৫০*৬০=৯০০০ রুপি
কলকাতা তে ৫০০-১০০০ রুপি তে হোটেল ভাড়া, আর কলকাতা আগ্রা ও দিল্লি - কলকাতা ১৫০০ রুপি তে ট্রেন এর আপ- ডাউন , আর দিল্লি তে পাহার গঞ্জ এ আপনি ৭০০/৮০০ রুপি তে ভাল হোটেল পাবেন। আবার আগ্রা তে ও পাবেন ৭০০/৮০০ রুপি তে।
এবার একটু হিসাব করে নিন।
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১
দুর্বার বলেছেন: ইন্ডিয়ার ভিসার জন্য গত বছর একবার লাইনে দারিয়েছিলাম আমি ইলেকট্রিক বিলের কাগজ নেইনি বলে তারা আমার ভিসা ফরম জমাই নেইনি। অবশ্য তার ৩ দিন পরেই সিঙ্গাপুর জব নিয়ে চলে আসি আকস্মিক ভাবে। ভালোই হয়েছে আমার পাসপোর্ট জমা নিলে খবর ছিল। সে যাই হোক, এখনো কোনো এক ফাকে ভারত ভ্রমনের ইচ্ছে রাখি, যদ্ওি তখন রাগের মাথায় সেই ফরম টি তাদের সামনেই টুকরো টুকরো করে এসেছিলাম।