নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

undefined

জাহাজী পোলা

বন্দর থেকে বন্দরে.. দেশ হতে দেশে... আমি ছুটে বেড়াই.........

জাহাজী পোলা › বিস্তারিত পোস্টঃ

রসু খাঁর কঙ্কাল ( আজ মির্জা ভাইয়ের জন্মদিন ছিল, তাই লেখাটি ওনাকে উৎসর্গ করা হল)

০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:২১





রসু খাঁর ফাঁসি-

রাত ১২ টা বেজে ৫ মিনিট। কুমিল্লা জেল।

জেলের মধ্যে আজ অনেক মানুষের কোলাহল একটু পরে একটা ফাঁসি হবে। আসামির নাম রসু খাঁ। সেই বিখ্যাত সিরিয়াল কিলার। যে কিনা ১১ টি নিরাপরাধ তরুণীকে ধর্ষণের পর হত্যা করেছে।

রসু খাঁর খুনের স্টাইল খুবই বীভৎস। রাতের আঁধারে নির্জন মাঠে ধর্ষণের পর ধারালো দা দিয়ে কুপিয়ে কুপিয়ে মারত। আদালতের রায়ে তার ফাঁসির আদেশ হয়েছে। রাত ৩ টা ১ মিনিটে সেই ফাঁসি দেওয়া হবে।



কুমিল্লা জেলের সেকেন্ড অফিসার মিলন সাহেব একটু পর পর ঘেমে উঠছেন। তার চাকরি জীবনে অনেক ফাঁসি দেখেছেন তবু কেন আজ এত ভয় লাগছে তিনি জানেন না। জেলার সাহেব একটু পর আসামির প্রিজনে যাবেন। সাথে তাকেও যেতে হবে। এই ভয়ে তিনি অস্থির কিনা কে জানে।

মিলন সাহেব এক গ্লাস ঠাণ্ডা পানি খেলেন। ঠোঁট হাতের উল্টা পিঠ দিয়ে মুছতে মুছতে মনে পড়লো রসু খাঁর কোন আত্তিয় কিনবা তার বউ তাকে শেষ দেখা দেখতে আসেনি। ফাঁসির তারিখ ঠিক হবার পর রসু খাঁর বাড়িতে চিঠি পাঠানো হয়েছে কিন্তু কোন জবাব না পেয়ে থানার একজন জুনিয়র অফিসারকে রসু খাঁর বাড়ি পাঠানো হয়েছে। সে ফিরে এসে জানিয়েছে রসু খাঁর বাড়ি পুর খালি। বাড়িতে কেউ থাকেনা। আশেপাশে খোঁজ নিয়ে জানতে পারলো রসু খাঁর বউ বাচ্চা ঢাকায় থাকে কিন্তু কই থাকে তা কেউ বলতে পারলো না।



এ কথা রসু খাকে জানানো হয়েছে, কিন্তু রসু খাঁ খুব স্বাভাবিক ভাবেই নিয়েছে ব্যাপারটা।

রসু খাঁ কথা কম বলে। কুমিল্লা জেলে রসু খাঁ মিলন সাহেবের তত্ত্বাবধানে ছিল। মিলন সাহেব অনেক চেষ্টা করেছেন তার সাথে কথা বলার। কিন্তু রসু খাঁ ফাঁসির কথা শুনার পরি কেমন চুপচাপ থাকা শুরু করে। তবে যখন তার বিড়ি শেষ হয়ে যায় তখন- খুব করুন সুরে মিলনকে বলতো- সার, এক প্যাকেট বিড়ি এনে দেন না। কদিন পরে তো মরেই যাব জাহান্নামে বিড়ি আছে কিন তা তো জানি না। বলে মিলনের দিকে তাকিয়ে তাকিয়ে নিশব্দে হাসত। রসু খাঁর দাড়ি গোঁফের মধ্যে হলুদ দাঁতের সেই নিশব্দ হাসি দেখে মিলন সাহেবের অন্তর কেঁপে উঠত। এরকম বীভৎস হাসি মিলন সাহেব কখনো দেখেননি।



জেলার সাহেবের ডাকে মিলন সাহবের চিন্তার সূত্রে বাধা পড়লো। জেলার সাহেব এখন আসামির সাথে দেখা করবেন। তারপর ইমাম সাহেব আসামিকে তওবা পড়াবেন।

জেল খানার এক নির্জন সেলে রসু খাঁকে রাখা হয়েছে। কেমন স্যাঁতস্যাঁতে জায়গা। সেলের ভিতর।

৬০ ওয়াটের একটা বাতি মিটমিট করে জ্বলছে। মিলন সাহব জেলার সাহেবের পিছপিছ সেলের ভিতর ঢুকলেন। রসু খাঁ সেলের এক কোনে কুণ্ডলী পাকিয়ে বসে আছে। কোন সাড়া শব্দ নেই।



জেলার সাহেব জিজ্ঞাস করলেন- “রসু খাঁ, কেমন আছ?

রসু খাঁ কোন জবাব দিল না। শুধু মুখ তুলে একবার জেলারের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেলল। মিলন সাহেব অবাক করে তাকিয়ে দেখলেন রসু খাঁর চোখে কোন ভয় নাই। তার অভিজ্ঞতায় তিনি জানেন এই সময়ে ফাঁসির আসামির অনেক হেলুসিনেশন হয়। তারা ফাঁসির কাষ্ঠে যাওয়ার এক মিনিট আগেও ভাবে কোন এক দৈব শক্তি তাকে রক্ষা করবে। কিন্তু যখন আসামিকে ফাঁসির কাষ্ঠে উঠানো হয় তখন আসামি একদম শান্ত হয়ে যায়। যেন সে তার মৃত্যুকে সে ইতিমধ্যে গ্রহন করে ফেলেছে।

রসু খাঁ কোন জবাব দিল না। সে আবার তার চোখ নামিয়ে ফেলল।



জেলার সাহেব আবার জিজ্ঞাস করলেন- তোমার বউ কিনবা সন্তান তো এল না, তাদের কিছু বলতে হবে?

রসু খাঁ এইবার বলল- আমি জানি তারা আমার মরার পরও আমার লাশ নিতে আসবে না। তাদের কিছু বলার দরকার নেই।

জেলার সাহেব বললেন- ঠিক আছে, সে দেখা যাবে। একটু পর একজন তোমাকে গোসল করাতে নিতে আসবে, গোসল শেষে ইমাম সাহেব এসে তোমাকে তওবা পড়াবেন। তুমি তওবা পড়ে নিও।

রসু খাঁ বলল- তওবা পরতে হবে না। আপনি আমার জন্য একটু বিড়ির বেবস্থা করেন।

জেলার সাহেব রসু খাঁর জন্য বিড়ি পাঠিয়ে দিলেন।

মিলন সাহেব ভেবেছিলেন রসু খাঁ মুখে বললেও সে তওবা পড়বে। কিন্তু মিলন সাহেবের ধারনা মিথ্যা করে রসু খাঁ তওবা পড়লো না।

রাত ৩ টা ১ মিনিতে রসু খাঁর ফাঁসি হয়ে গেল।





কিন্তু মিলন সাহেবকে অবাক করে দিয়ে ফাঁসির ঠিক আগ মুহূর্তে রসু খাঁ – মা, মাগো বলে চিৎকার করে কেঁদে দিল। ফাঁসির পাটাতন সরে যাওয়ার আগ মুহুতেও রসু খাঁ কাদছিল।



এক বছর পর-

মিনু একটা লক্ষ্মী মেয়ে। সদা হাস্য মিষ্টি চেহারার মেয়েটা ছাত্রি হিসাবেও অনেক ভাল। এইবার সে কুমিল্লা সরকারি মেডিক্যালে ভর্তি হয়েছে। হোস্টেলে এখনো সিট পায়নি সে, তাই তারা ৩ জন বান্ধবি মিলে কুমিল্লার ঠাকুর পাড়ায় একটা বাসা নিয়েছে। বুয়া এসে রান্না করে দেয়। বাসা থেকে কলেজ মাত্র ১০ টাকার রিক্সা ভাড়া। যেতে আসতে কোন সমস্যা হয় না।

ক্লাস শুরু হয়েছে প্রায় ১ মাস হয়ে গেল। নতুন জীবনে মিনু অভ্যস্ত হয়ে গেল খুব তাড়াতাড়ি।



মেডিক্যাল কলেজ ৩ দিনের বন্ধ পড়েছে। মিনুর অন্য ২ বান্ধবি দুপুরেই বাড়ি চলে গেছে। মিনু যেতে পারেনি অন্য কারনে।

কারন হল মিনু তার ক্লাসের জন্য এখনও কঙ্কাল কিনতে পারেনি। নতুন কিনতে চাইলে কিনতে পারত, দাম পড়ত ১০ হাজার টাকা কিন্তু মিনুর এক বান্ধবি বলল- নতুন কিনে ফায়দা কম, তার চেয়ে সিনিয়র ব্যাচের কোন আপুর থেকে কিনে নে, কম দামে পাবি। টাকা বাঁচবে।

মিনুও তাই ভাবল। সুধু সুধু এত টাকা দিয়ে নতুন না কিনে পুরান কিনবে যে টাকা বাঁচবে সে টাকা দিয়ে ছোট ভাইটার জন্য গল্পের বই কিনবে।



অনেক খোঁজ করেও যখন পুরানো কঙ্কাল পাওয়ার আশা ছেড়ে দিল তখন আজ সকালেই কলেজের একজন পিওন বলল তার কাছে একটা পুরানো কঙ্কাল আছে তবে বেশি ব্যাবহার করা হয়নি। আজ সন্ধায় ছুটির পরই পিওন কঙ্কাল দিতে পারবে।

সেই জন্য মিনু বাড়ি যেতে পারেনি। সে আজ কঙ্কালটা আজ পেলে কাল বাড়ি যাবে।

ঠিক সন্ধ্যা ৭ টায় পিওন মিনুর বাসায় কঙ্কাল দিয়ে টাকা নিয়ে চলে গেল।

কিন্তু পিওন মিনুকে একটা তথ্য বলল না যে- এই কঙ্কালের আগের মালিক যে মেয়েটি ছিল সে খুন হয়েছে এক মাঠের মাঝে ধর্ষিত অবস্থায়।







রাত ১১ টা। মিনু ভাত খেয়ে কঙ্কালটা নিয়ে বসল। হুম। খারাপ না। নতুনের মতই আছে। এত নতুন কঙ্কাল মাত্র ৩ হাজার টাকায় পেয়ে মিনু খুব খুসি। অনেক টাকা বেচে গেল। এই টাকা দিয়ে অনেক মজা করা যাবে।

মিনু এরই মধ্যে কয়েকটা এনাটমি ক্লাস করেছে, বান্ধবিদের কঙ্কাল গুল দেখেছে। তাই তার কঙ্কাল নিয়ে বিশেষ কোন ভয় নেই। একটা কঙ্কাল জাস্ট একটা সাবজেক্ট, এর বেশি কিছু নয়।

তবে মিনু একটু খেয়াল করে দেখল- কঙ্কালটির হনুর হাড়টি যেন একটু উঁচু। এটা মনে হল কোন পুরুষ মানুষের কঙ্কাল।

রাত ১১৩০ এ মিনু ঘুমাতে গেল লাইট বন্ধ করে।



এই ঠাকুর পাড়া এলাকাটি একটু নির্জন টাইপের পাড়া। পুরা এলাকা যেন থ মেরে আছে। তার উপরে কারেন্ট চলে গেছে। মিনু খোলা জানালা দিয়ে দেখল পূর্ণিমার চাঁদ ঢেকে গেছে কাল মেঘে।

এই দৃশ্য দেখতে দেখতে মিনু এক সময় ঘুমিয়ে পড়লো।



হতাথ মিনুর ঘুম ভেঙ্গে গেল। সে নিজেকে আবিস্কার করল স্যাঁতস্যাঁতে এক মাঠে! মাটির সোঁদা গন্ধ নাকে লাগছে ।

যাহ্‌! আমি স্বপ্ন দেখছি। আমিতো আমার বাসায় শুয়ে আছি।

এ ভেবে যখন মিনু পাস ফিরতে যাবে তখন সে চাঁদের আবছা আলোয় দেখতে পেল একটা বিশাল দেহি পুরুষ একটু দূরে একটা বড় দায়ে শান দিচ্ছে। চাঁদের আলো পড়ে দায়ের বুক চকচক করছে। চাঁদের আলোয় মানুষটিকে আবছা ভাবে দেখা যাচ্ছে। মুখ ভর্তি দাড়ি মোচ, গালের দুপাশে হনুর হাড় একটু উঁচু।

মিনু আবার নিজেকে সান্ত্বনা দিল- আমি স্বপ্ন দেখছি। এ সত্যি হতে পারেনা।



এক পশলা হিমেল হাওয়া মিনুর শরির যখন ছুয়ে গেল তখন মিনু বুঝতে পারলো তার পুরো শরির ঘাম দিয়ে গেছে।

চাঁদের উপর থেকে কাল মেঘের ভেলা যখন সরে গেল তখন পূর্ণিমার আলোয় দেখতে পেল কোন এক নির্জন মাঠের মাঝখানে শুয়ে আছে মিনু। মিনু উঠে বসতে গেল কিন্তু তার পুরো শরিরে কোন শক্তি পেল না। অসহায় হয়ে সেই লোকটির দিকে তাকিয়ে রইল।



চাঁদের আলোয় দেখতে পেল লোকটি দায়ের সাদা বুকে আঙ্গুল দিয়ে ধার পরিক্ষা করে সন্তুষ্ট হয়ে মিনুর দিকে ফিরল। মিনুর কাছে এসে দাঁড়ালো বিশাল ছায়া মূর্তিটি। মিনুর মনে হল এই লোকটিকে সে চিনে এবং অনেক ভাল করেই চিনে।

মিনু ভয়ে অস্থির হয়ে গেল। সে ভয়ে এপাস ওপাশ করতে লাগলো।

ছায়ামূর্তিটি শান্ত ভঙ্গিতে মিনুর শরীরের উপর নিজের শরীর চাপিয়ে দিয়ে ফিসফিস করে বলল- আমি রসু খাঁ, আমি সেই খুনি রসু খাঁ!





পরদিন-

পরদিন মিনুর লাশ পাওয়া গেল ঠাকুর পাড়া থেকে ৭ মাইল দুরের এক নির্জন ক্ষেতে। ধর্ষিত এবং ক্ষতবিক্ষত অবস্থায়। কে যেন নির্মম আক্রশে কুপিয়ে মেরে ফেলেছে নিস্পাপ মেয়েটিকে। মিনুর পাশে পাওয়া গেল গতকাল কেনা হনুর হাড় উঁচু কঙ্কালটি।



মিনু হত্যার রহস্য আর উন্মোচিত হল না। পিয়ন মতিন পুলিশকে বলল- মিনু তার কাছ থেকে কঙ্কালটি কিনেছে কিন্তু মিনু বলেছিল টাকা পরে দেবে তাই পুলিশ পিয়ন মতিনকে কঙ্কালটি দিয়ে দিল।





মিনুর মৃত্যুর এক বছর পর-



মতিন চায়ের সকাল ১০ টায় দোকানে বসে চা খাচ্ছিল। মাথায় উস্কু খুস্কু চুল। গালে দাড়ি মোচের ঘন জঙ্গল। যেন তার মাথায় অনেক দুশ্চিন্তা।



নতুন ব্যাচের একটা মেয়ে মতিনকে এসে বলল- মতিন ভাই, একটা কঙ্কাল জোগাড় করে দেননা। টাকার সমস্যা তাই নতুন কিনতে পারব না।

মতিন বলল- আফা, কোন ছিন্তা কইরেন না। আমার কাছে একটা আছে। এক আপা পাস করে যাওয়ার সময় আমাকে দিয়ে গেছে। আপনের বাসার ঠিকানা দিয়ে যান আমি সন্ধায় ডিউটি শেষ করে দিয়ে আসবো।



মেয়েটি সরল মনে ঠিকানা দিয়ে হাসি মুখে চলে যাচ্ছে। কিন্তু মেয়েটি যদি একটু পিছনে ফিরে তাকাত দেখতে পেত মতিনের মুখে ক্রুর হাসি, হাসির দমকে মতিনের হনুর হাড় দুপাশে ফুলে উঠেছে। অস্বাভাবিক ভাবে।



=================================



আজ আমার প্রিয় ব্লগার ছোট মির্জা ভাইয়ের জন্মদিন, তাই আমি আমার লেখা প্রথম ভৌতিক গল্পটি তাকে উৎসর্গ করলাম।











মন্তব্য ১৭৭ টি রেটিং +৪৪/-২

মন্তব্য (১৭৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:২৮

বাদ দেন বলেছেন: ধারাবাহিক?

+++++++++

০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:৩০

জাহাজী পোলা বলেছেন:
ছোট গল্পের সঙ্গা জানেন তো?

শেষে হইয়াও হইলনা শেষ


বাকিটুকু পাঠকের কল্পনার উপর ছেড়ে দিলাম । ;)

২| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:৩২

রাতুল রেজা বলেছেন: ভালো হয়েছে, সত্য এবং কল্পনার সংমিশ্রনের সুন্দর একটু উপস্থাপন

০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৪

জাহাজী পোলা বলেছেন:
থেঙ্কু :|

৩| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:৩২

জেরী বলেছেন: কেমন জানি লেখাটা.....রাতে না ঘুমানো পর্যন্ত মাথায় এই গল্প থেকে যাবে আর আমি ভয়ে কাঁপতে কাঁপতে শেষ হবো :((

০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৬

জাহাজী পোলা বলেছেন:
যাক, আমার লেখা তাইলে সার্থক !! B-)


এত হরর মুভি দেখছে মানুষ- এত সহজে ভয় পায়না আজ কাল ! :(

৪| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৫

ভাঙ্গন বলেছেন: গল্পটা ভাল লেগেছে।


..........
ছোটমির্জাকে জন্মদিনের শুভেচ্ছা।

০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৮

জাহাজী পোলা বলেছেন:

থেঙ্কু ভাই B-)



ছোটমির্জাকে ভাইকে জন্মদিনের শুভেচ্ছা। !:#P

৫| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৮

জেরী বলেছেন: ছবিগুলা সরান ভাই।

আমি হরর মুভু দেখিনা।ভয়ে রাতে ঘুম না হলে এমনিতেই আমার মনে হয় ভূতে আমার খাট ধরে ঝাকুনি দিতেছে :((

০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:৪৪

জাহাজী পোলা বলেছেন:
অই, আপ্নে তো পইরা ফেলচেন, আর কি? X(



যান গিয়া ঘুমায়া পরেন। ভয় লাগ্লে আর পইরেন না B-)

৬| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৯

সাইফ বাঙ্‌গালী বলেছেন: লা জওয়াব..
অসাধারন...

০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:৪৫

জাহাজী পোলা বলেছেন:

থেঙ্কু :#>

৭| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৯

নষ্ট কবি বলেছেন: জটিল হয়েছে

০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:৪৬

জাহাজী পোলা বলেছেন: থেঙ্কু :#>

৮| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৯

নীল ভোমরা বলেছেন:
একটানে পড়লাম। বর্ণনা সুন্দর। আপনার লেখা এরইমধ্যে অনেক শাণিত ও স্বাবলিল হয়েছে। পাঠককে শেষ পর্যন্ত টেনে নিতে পেরেছেন সহজেই! টানটান ভাব আছে। আমার কাছে এটাই ছোটগল্পের মূলমন্ত্র। ভাল লাগলো। প্লাস।

০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:৪৮

জাহাজী পোলা বলেছেন:
থেঙ্কু :#>


দোয়া করবেন যেন নিয়মিত লিখে যেতে পারি ।

৯| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:৪২

অন্ধ তীরোন্দাজ বলেছেন: সুন্দর....কিন্তু স্টাইলটা যেন কার...ধরতে পার্চিনা...

০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:৫০

জাহাজী পোলা বলেছেন:
হা হা হা, তাই?

আমিও বুঝতে পারি না আমি কাকে অনুকরন করি। ধরতে পারলে জানায়েন। উপকৃত হব :#>

১০| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:৪২

স্পেলবাইন্ডার বলেছেন: চমৎকার। তবে মনে হয় আরেকটু ধীরে এগোনো যেত। :)

০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:৫২

জাহাজী পোলা বলেছেন:
এটা তো চুডু গল্প

আস্তে আগাইলেত উপন্যাস হইয়া যাইব :(

১১| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:৪৫

প্রলাপ বলেছেন: গল্প ভালৈসে। প্লাস

০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:৫২

জাহাজী পোলা বলেছেন:
থেঙ্কু প্রলাপ ভাই B-)

১২| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:৪৭

হিরম্ময় কারিগর বলেছেন: ভালো হয়েছে গল্প, তবে গল্পের প্রথম অংশটা ভৌতিক গল্পের মতো মনে হয়নি। এই অংশ গল্পের মধ্যে কিংবা শেষে চমক হিসেবে ঢুকালে আরো বেশী আকর্ষনীয় হতো বলে বিশ্বাস।

+++++

০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:৫৫

জাহাজী পোলা বলেছেন:
ও তাই?

আমি আসলে গল্পের প্লটটা নিয়ে প্রায় ২ মাস ভেবেছি। হুট করে আমি কোন লেখাই লিখি না।


কি জানি, হত হয়ত ।

১৩| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:৪৭

হাসান যোবায়ের বলেছেন: চরম লাগছে।
+++++++++++++

০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:৫৬

জাহাজী পোলা বলেছেন:
থেঙ্কু জিনিয়াস B-)

১৪| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:৪৯

গ্যাঁড়াকল বলেছেন: মতিন্যারে ভাল করে পিডানি দিলে ওর ঘাড় থাইক্কা ভূত নাইম্মা যাইত। X(

০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:৫৭

জাহাজী পোলা বলেছেন:

খেক খেক =p~


কুমিল্লা তো কাছেই আছে। চলেন গিয়া হালারে পিডা দিয়া আসি ;)

১৫| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:৪৯

সাইফ বাঙ্‌গালী বলেছেন: ব্লগে কাছের মানুষের মধ্যে ছোট মির্জা একজন। আমার সাথে মতের দারুন মিল।
তার জন্য অনেক শুভকামনা রইলো।

০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:৫৯

জাহাজী পোলা বলেছেন:

ছোট মির্জা ভাইয়ের জন্য অনেক শুভ কামনা !:#P

১৬| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:৫৮

হার্ট লকার বলেছেন: অসাধারণ জাহাজী ভাই.... অসাধারণ। :-*


আপনার ভিতর সাহিত্য আছে... আমি গল্প লিখতে চেষ্টা করেছি অনেক। কিন্তু আসে না। :|

রাতে এলকা এলকা থাকি... ডরাই যুদি :P

০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১১:০১

জাহাজী পোলা বলেছেন:
খেক খেক B-)

আপ্নেরে ধইন্না B-)


এক কাম করেন, বান্ধুবিরে আজকে বাসায় নিয়া আসেন :P

১৭| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১১:০০

হার্ট লকার বলেছেন: শুভ জন্মদিন ছোট মির্জা ভাই। !:#P !:#P !:#P

০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১১:০২

জাহাজী পোলা বলেছেন: শুভ জন্মদিন ছোট মির্জা ভাই। !:#P

১৮| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১১:০৩

জামান হেপি বলেছেন: এই কঙ্কাল টা যে কিনে তার একই পরিনিতি।

০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১১:০৮

জাহাজী পোলা বলেছেন:

ঠিক ধরেছেন ;)

১৯| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১১:১২

সায়েম মুন বলেছেন: ভয় ডর না পাইয়া তরতর করে একটানে পড়ে গেলাম। প্রথম অংশ মনে করেছিলাম সত্যি। পরে টের পাওয়া গেল গল্প। গল্পটা সার্থক বলা চলে।

০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১১:২১

জাহাজী পোলা বলেছেন:

আপ্নেরে অনেক ধন্যবাদ সায়েম ভাই :#>

২০| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১১:২২

হিরম্ময় কারিগর বলেছেন: হুট করে আপনি কোন কিছু লিখেন না জেনে ভালো লাগলো। যদিও আমি কখনো বলিনি গল্পটা আপনি হুট করে লিখেছেন। যা বলেছি সেটা পাঠক হিসেবে একান্ত ব্যাক্তিগত মতামত। তবে প্লট নিয়ে ভাবার পাশাপাশি গল্পের চরিত্র এবং ঘটনার বিশ্বাসযোগ্যতা নিয়েও অল্প ভাবলে ভালো হয়। যেমন ... কারাগারে সেকেন্ড অফিসার নামে কোন পদবী নেই। জেলার অধস্তন কর্মকর্তা হলেন ডেপুটি জেলার। অন্যদিকে কারাগারে ফাঁসি কার্যকর করা হয়েছে এরুপ কোন ব্যাক্তির মৃতদেহ বা কন্কাল বাইরে যাওয়ার কোন সুযোগই নেই এমনকি তার কোন আত্মীয় স্বজন না থাকলেও। সেক্ষেত্রে কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে সরকারী খরচেই তার দাফন-কাফন সম্পন্ন করা হয়।

আশাকরি পাঠকের মন্তব্যকে ব্যাক্তিগত হিসেবে নেবেন না। চমৎকার
গল্পটার জন্য আবারো ধন্যবাদ।

০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১১:৩১

জাহাজী পোলা বলেছেন: আরে ভাই, আপ্নে দেখি রেগে গেলেন :((


আমি বলতে ছাইচিলাম যে এর চেয়ে ভাল আইডিয়া আমার মাথায় আসে নাই :(


আর আমি যতটুকু জানি বেওয়ারিস লাস অনেক সময় মেডিক্যালে ফরেন্সিক বিভাগে দেওয়া হয় ।

লাশটা সেভাবে ঘুরে আসতে পারে না?

যদি না হয় তাহলে সেটা আমার জ্ঞানের স্বল্পতা।


আমার কথায় কষ্ট পেলে দুক্ষিত

২১| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৪

জাওয়াদ হাসান বলেছেন: বেশি জোশ, কিন্তু একটা কথা এই গল্পের সিক্যুয়েল চাই। প্লিজ ভাই আমার অনুরোধটা রাইখেন, চিন্তা কইরেন না সিক্যুয়েল সবসময় সুপারহিট হয়, যেমন ধুম ২, গোলমাল ৩।

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১২:১৮

জাহাজী পোলা বলেছেন:

কি জানি, আরও ছিন্তা করতে হইবেক :-< |-)

২২| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৫

পাহাড়ের কান্না বলেছেন: চমৎকার লাগলো।

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১২:২০

জাহাজী পোলা বলেছেন: থেঙ্কু থেঙ্কু B-)

২৩| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৭

টানজিমা বলেছেন: নো রেটিং। গল্পটা আমার কাছে পরিচিত মনে হইল। (কিন্চিৎ চেন্জ)...:(

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১২:২২

জাহাজী পোলা বলেছেন:
কউ কি? হাচা নি? B:-)

আত্ত কষ্ট কইরা লিখলাম- তবে এটা সিউর থাকতে পার ভ্রাত- লেখাটা আমি কপি করি নাই। :|

প্রেমান দেখাইতে পারেলে মিষ্টি খাওয়ামু /:)

২৪| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১১:৪০

অরক্ষিত মাহফুজ বলেছেন: কাজ কাম আর পান্না??? রাইত বারোডা বাজে।। ঘুমামু কেম্নে হা??? গোডা পড়বার পারলামনা।। প্রিয়তে রাক্লাম।।কাল দিনের আলোতে পড়ুম।। 8-| 8-| 8-| গল্পডারে পিলাচ,কিন্তুক রাইতে ভয় দেহনের লাইগা আফনেরে মাইনাচ -----------------------------

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১২:২৪

জাহাজী পোলা বলেছেন:
কঙ্কি?


রাইতের জিনিস রাইতেই পড়ন ভালা। দিনে পরলেত হাসি আইপ আপ্নের :(

২৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১২:০৭

হিরম্ময় কারিগর বলেছেন: সরি ভ্রাতা, নো হার্ড ফিলিংস। (বুকে আয় বাবুল টাইপ ইমো হবে :) )


কারাগারে মৃত কিংবা ফাসিঁ কার্যকর করা কারো লাশ বেওয়ারিশ লাশ হওয়ার কোন সুযোগ নেই। এর সব দায়িত্ব কারা কর্তৃপক্ষের।


আবারো বলছি .. আপনার গল্পটা যথার্থই ভালো লেগেছে।

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১২:২৬

জাহাজী পোলা বলেছেন: তাইলে ধরেন যে আমাগ মইত্তা কবর থেইক্কা তুইল্লা নিয়ে আসছে। B-)


আসেন বুকে আসেন, :#>



এইবার শান্তি ;)

২৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১২:১১

দু-পেয়ে গাধ বলেছেন: কঙ্কালডা আমারে দেওন যায় না?

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১২:৩৪

জাহাজী পোলা বলেছেন:

কুমিল্লা গিয়া মইত্তার লগে যোগাযোগ করেন ;)

২৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১২:২৭

মোঃ গোলাম কিবরিয়া বলেছেন: [img|http://farm3.sta

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১২:৩৯

জাহাজী পোলা বলেছেন: :((

২৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১২:৩০

মোঃ গোলাম কিবরিয়া বলেছেন: াই ভুলে মাইনাস এর পিক দিয়া দিছি.।আসলে কইস্যা পেলাস.।।

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১২:৪১

জাহাজী পোলা বলেছেন:
টিকাচে :|

২৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১২:৩০

মোঃ গোলাম কিবরিয়া বলেছেন: াই ভুলে মাইনাস এর পিক দিয়া দিছি.।আসলে কইস্যা পেলাস.।।

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১২:৫৪

জাহাজী পোলা বলেছেন: এক, দুই, তিন.।.।.।।।

ধুর ভাই, আপ্নের পেলাচ লড়ে কেন?


গন্তে পারি না কেন? X(

৩০| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১২:৩১

সুস্ময় পাল বলেছেন: ধুর,চ্যাটের সময় হাওয়া হয়ে যান কেন?

ভালো হয়েছে ভাইয়া।সত্যিই চমৎকার হয়েছে।

তবে একটা কথা।মতিনই তাহলে ধর্ষণ করে বা মার্ডার করে?

আমার কাছে এমন মনে হচ্ছে।

জানি না ঠিক নাকি ভুল।

আপনি গল্পকার,আপনিই ভালো বলতে পারবেন।

চলি।ভালো থাকবেন।

রসু খাঁর আসলে খবর কি?তার ফাঁসি হয়ে গেছে নাকি?

কমেন্ট দুইবার হলে একটা কেটে দিয়েন।

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১:৪৪

জাহাজী পোলা বলেছেন:
আরে ভাই, নেটে প্রব্লেম আছিল।

আমি গপ্প লেখচি বাকিটা তুমি নিজে অনুমান কইরা লেও।

আর টাইম থাকলে আগেরটার মত এইটারও এন্ড দেও।
পারবানা?

৩১| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১২:৪৬

স্বপ্নডানা বলেছেন: আপনার গল্পটা ভাল লেগেছে। তবে মিনুর ধর্ষণের ব্যাপারটা মেনে নিতে পারছি না। এটা যদি শুধু একটা গল্প হয় তাহলে সমস্যা নাই। কিন্তু এটা যেন সত্যের থেকেও নির্মম ঠেকল।

কোন মেয়ে যেন ধর্ষণের শিকার না হয়। এটা আমার অধীর উচ্চারণ। একটা মেয়ে অনেক কষ্টে নিজেকে লালিত করে আমাদের সমাজে। সেই লালিত করার মাঝে লুকিয়ে থাকে হাজারো স্বপ্ন যা গরাদের দেয়ালে দেয়ালে শেষ পর্যন্ত একটা তলানিতে গিয়ে ঠেকে।

আমার অনুভূতিটা অনেক মিশ্র। জানিনা আপনাকে বোঝাতে পারলাম কি না।

ভালো থাকবেন!

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১:৪৭

জাহাজী পোলা বলেছেন: এটা জাস্ট একটা গল্প ! এর বেশি কিছু নয়।

একজন সাইকো কে ছিত্রিত করার জন্য ঘটনাটা না দেখালে মনে হয় চলত না ।

আপনের অনুভুতি আমি ধরতে পেরেছি মনে হয়। ছিন্তার কিছু নেই ভাই। এটা জাস্ট একটা গল্প ;

ধন্যবাদ

৩২| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১:০৬

হুপফূলফরইভার বলেছেন: জাহাজী ভাই
জাহাজে বইসা বইসা এইসব কি উত্পাদন করেন?
মাইনষে ডরাইবু তো~ ;) B-) B-)


তবে ছাইপাশ আমিউ একবার বাকা হাতে লেকবার চাইছিলাম~

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১:৪৮

জাহাজী পোলা বলেছেন: আরে ভাই, আমার উর্বর মস্তিস্কের ফসল :P



আপনের টাও পরছি। ভাল লাগছে :|

৩৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১:৫৪

মিরাজ is বলেছেন: রসু খা দের আবর্তনের গল্প ভাল হয়েছে ।


ছোট সাহেবকে জন্মদিনের শুভেচ্ছা ।

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ২:০৫

জাহাজী পোলা বলেছেন:
ঠিক তাই, এভাবেই বৃত্তাকারে ঘুরতে থাকে সাইকোরা।



ধন্যবাদ আপনাকে।


৩৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১:৫৯

মুনলাইট বলেছেন: বাহ দারুন হয়েছে, একেবারে ভুতিক।
অনেক ভুই পাইছি।
++

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ২:০৯

জাহাজী পোলা বলেছেন:
লেক্তে লেক্তে আমিও ভুই পাইচি :|

৩৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ২:১৭

পারাবত বলেছেন: মিসির আলি বলেছেনঃ তবে একটা কথা।মতিনই তাহলে ধর্ষণ করে বা মার্ডার করে।

+

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ২:৩৪

জাহাজী পোলা বলেছেন:
মিসির আলি ধরতারচে ;)

৩৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ৩:০২

স্বপ্ন ও সমুদ্র বলেছেন: গল্প ভাল হইসে জাহাজী ভাই।

কিছু বানানে ভুল আছে। অসতর্ক হয়ে টাইপিং করার কারণে হয়তো।

বানানগুলো ঠিক করে নিলে ভালো হয়।

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ৩:৩২

জাহাজী পোলা বলেছেন: আমিও খেয়াল করছি।

আইজকা টায়ার্ড।

কাইল্কা দিমু নে ।


ধন্যবাদ আপনাকে।

৩৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ৩:৪৩

টানজিমা বলেছেন: পার্তাম্না।..X(

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ৩:৫০

জাহাজী পোলা বলেছেন: যান, তাইলে মিষ্টি এক্লা খামু আপ্নেরে খাবাইতাম না /:)

৩৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ ভোর ৪:২১

টানজিমা বলেছেন: জান, স্বজনপ্রিতি পেলাচ দিলাম। এইবার তো তাইলে মিষ্টি খাওয়াবেন? X((

০৪ ঠা জানুয়ারি, ২০১১ ভোর ৪:২৬

জাহাজী পোলা বলেছেন: এটা কি যান হবে নাকি জান :#>

০৪ ঠা জানুয়ারি, ২০১১ ভোর ৪:৩১

জাহাজী পোলা বলেছেন: সরি, মিষ্টি তো সেস বন্ধু, নেও কেলা খাও :|


৩৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ ভোর ৪:২২

এলোমেলো রকস বলেছেন: শেষটা দারুন হইছে, একেবারে এক্স ফাইল

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:২৩

জাহাজী পোলা বলেছেন: থেঙ্কু ভাই।


আ্নের আগের প্রফাইল পিক টা সন্দর আছিল, ঐটা লাগান যদি পারেন :|

৪০| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ৭:১৫

রফিক মাহমুদ বলেছেন:
সুনির্মিত

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:২৭

জাহাজী পোলা বলেছেন:
সুচিন্তিত মতামত ;)

৪১| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১০:১০

ছোটমির্জা বলেছেন:
আমার জন্মদিনে জাহাজীপোলার উৎসর্গ উপহার!!!!
:-B :-B :-B :-B
এত খুশি ছোটমির্জা কৈ রাখপে, জাহাজী ভাই।
ভালবাসায় চোখ বুজে গেল (ভিজেও গেল কি!) ।
নিরন্তর ভাল থাকবেন।

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:৩১

জাহাজী পোলা বলেছেন:
অনেক অনেক দূরে আছি ভাই, আপনার জন্মদিনে সুভেচ্ছা ছাড়া এই হতভাগার আর কিছু দেবার নাই।


আমার এ অভিনব উপহার যদি আপনার মনে সামান্য আনন্দের কারন হয় তাহলে আমার এ লিখা সার্থক ।


অনেক ভাল থাকবেন ভাই ...।

৪২| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১০:১২

পাখা বলেছেন: ভালো হইছে
+++

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:৩২

জাহাজী পোলা বলেছেন:
থেঙ্কু B-)

৪৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১০:২৯

রেজোওয়ানা বলেছেন: গল্পতো দারুন হয়েছে, কেমন এক্স ফাইল এক্স ফাইল এর মতো লাগছে।


ছোট মির্জা ভাইকে জন্মদিনের শুভেচ্ছা......

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৩

জাহাজী পোলা বলেছেন: অনেক ধন্যবাদ আপু B-)



ছোট মির্জা ভাইকে জন্মদিনের শুভেচ্ছা. !:#P

৪৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১১:১১

ছোটমির্জা বলেছেন:
জাহাজী ও কমেন্ট করা প্রিয় ব্লগারবর্গ,

সবাইকে শুভেচ্ছা যারা আমাকে উইশ করেছেন,
কর্বেন, কর্তে চেয়েছেন।

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৪

জাহাজী পোলা বলেছেন: ছোট মির্জা ভাইকে জন্মদিনের শুভেচ্ছা. !:#P

৪৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১১:৩৮

স্পেলবাইন্ডার বলেছেন:

হিরন্ময় কারিগর ছাগলা এই গল্পে লজিক খুঁজতাছে!

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৬

জাহাজী পোলা বলেছেন: :((

৪৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১১:৫৯

সমুদ্রচারী বলেছেন: মোটামুটি....... আসলে আমি প্রচুর বই পড়িতো...একারণে তেমন ভ্য় পাই নাই..।তবে এটা ঠিক নতুন হিসেবে আপনি চমৎকার লেখেন....। আমারও লেখার ইচ্ছা আছে..দোয়া রাখবেন...।শুভ কামনা রইলো..।

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৭

জাহাজী পোলা বলেছেন: আপনার লেখা পড়ার অপেক্ষায়



শুভ কামনা রইলো আপনার জন্য

৪৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ১:২৭

ছোটমির্জা বলেছেন: মতিরে তো বয় পায়া গেলাম জাহাজী, হেতারে কেমতে চেনা যায়?
চেননের দর্কার আছে কিন্ত্তুক।

অবলা মেয়েরা, ইস!! আহা!!
তাগোতো কুন দোষ নাই।
-------------------------------
লেখার হাত ভাল, প্রসংগিক মেলা জিনিস এনেছেন।
বিড়ির ব্যাপারটা ভাল লেগেছে।

আরও ভাল লেগেছে যে মেয়েগুলা জেলার বা মিলন সাহেবের কেও না।
বেশীরভাগ লেখক এই নাটকীয়তা দেখায়।

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:৪০

জাহাজী পোলা বলেছেন:
হা হা হা B-)

আপ্নের শুছিন্তিত মতামত পেয়ে ভাল লাগছে ভাই


মইত্তারে দেখতে হইলে কুমিল্লায় যেতে হপে .।

যাবেন নাকি? ;)

৪৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ১:৩০

ছোটমির্জা বলেছেন: জেলার সাহেবের ডাকে মিলন সাহবের ছিন্তার সূত্রে

সুধু মুখ তুলে একবার জেলারের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেলল

-----------
এডিট দর্কার, এই কমেন্ট মোঝনের ও।

০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০১

জাহাজী পোলা বলেছেন: এডিট করে দিচ্ছি !


ধইন্না আপ্নেরে :#P

৪৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ২:১০

শিপু ভাই বলেছেন: অসাধারণ লিখেছেন ভাই।
আতমখে আমার হাত পাও........... :( :|| :-0 :-< |-) /:) :#) B-)) B:-) B:-/ :-&

এ ধরনের লেখা চলুক। আপ্নের লেখার হাত ভাল। লিখতে লিখতে আরো ভাল হইব।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
শুভকামনা সব সময়।

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৯

জাহাজী পোলা বলেছেন: ভাবি বাসায় আসছেন? না আস্লে তো আপ্নের খবর আছে :||





দোয়া করবেন যেন থাক্তে পারি আপনাদের পাশে সারাজীবন

৫০| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৫

মাহী ফ্লোরা বলেছেন: অসাধারন বললে কম বলা হয়।আমি এত আগ্রহ নিয়ে পড়েছি।বিশ্বাস করুন এখনো ধ্বকধ্বক করছে ভেতর!
আপনি লিখতে থাকুন।শুভকামনা.....

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৬

জাহাজী পোলা বলেছেন: সত্যি !!!

আপনাদের ভয় পাওয়ানের জন্নইত এত কষ্ট করে লেখা :|


শিতের রাতে ভূতের গল্প পড়তে অনেক মজা !:#P

৫১| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৪২

মাহী ফ্লোরা বলেছেন: ও হ্যা ছুটু মির্জারে জন্মদিনের শুভেচ্ছা...... :)

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:৫১

জাহাজী পোলা বলেছেন: শুভ জন্মদিন ছোটমির্জ ভাই !:#P

৫২| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২৮

রাফিউর রাব্বি বলেছেন: খুব ভালো লাগলো পড়ে। চালিয়ে যান ভাই।

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:৫০

জাহাজী পোলা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ৮:২৫

মাইশাআক্তার বলেছেন: আপনার শুধু কমেন্ট পড়েছি এতদিন, আজ লেখা পড়লাম। ভাল লেগেছে।

শুভ জন্মদিন ছোটমির্জা।

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৯

জাহাজী পোলা বলেছেন:
ধন্যবাদ আপনাকে।

শুভ জন্মদিন ছোটমির্জ ভাই !:#P

৫৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ৯:০৪

আরিফ বল্গ বলেছেন: রসু খাঁর কি ফাসি হয়ে গেছে ? পিলাচ

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৮

জাহাজী পোলা বলেছেন:
আমি তো ঠিক জানি না। :(

৫৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ৯:২৭

অ্যামাটার বলেছেন: হরর হিসেবে ভালই। তবে, বারে বারে ঘটনা প্রবাহ কেমন যেন দু'য়ে দু'য়ে চার হয়ে যাবার একটা প্রবণতা আছে। আরেকটু সাসপেন্স রাখা উচিৎ ছিল।

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৮

জাহাজী পোলা বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

কি জানি, আমার মাথায় তো এর চেয়ে বেশি কিছু আসেনি ।
আচ্ছা আরেকটু ভেবে দেখি ।

৫৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:০৪

শ্যাওলা ধরা উঠান বলেছেন: এক একদমে পড়ে গেলাম। আপনি ভাল লেখেন।

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:৪১

জাহাজী পোলা বলেছেন: ধইন্না B-)

৫৭| ০৫ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:২৩

তাহমিদ হাসান চৌধুরী বলেছেন:

০৫ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:৪১

জাহাজী পোলা বলেছেন: :#>

৫৮| ০৫ ই জানুয়ারি, ২০১১ ভোর ৫:৫৫

মাশফিক হক বলেছেন: প্লাস!

ভালো ভয় দেখাইসেন মিয়া! (ঝুলানোর ছবিটা দেখে হার্টবিট মিস করছিলো হঠাৎ)। গল্প ভালো হইছে।

আপনি কেমন আছেন? মালেশিয়াতেই এখনো?

০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:০২

জাহাজী পোলা বলেছেন: গল্পের সাথে মিল রেখেই ছবি দিয়েছি। তাতে মনে হল পাঠক গল্পের ভেতর ঢুকতে পারবে ভাল করে।



এখনো মালায়সিয়া তে আছি ভাল নাই রে ভাই :((

৫৯| ০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:১৯

ছোটমির্জা বলেছেন:
ওয়ানস এগেইন জাহাজী।
ভাল থাইকেন।

০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:০৫

জাহাজী পোলা বলেছেন: অনেক শুভ কামনা ভাই।


যেখানে থাকুন ভাল থাকুন - এই কামনা শুধু !:#P

৬০| ০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:২৯

চে গুয়েভারা ২ বলেছেন: এইটা তো ভুতের গল্প না এইটা ত জামতি গো গল্প হইয়া গেলো মিন তাদের চরিতের সাথে মিইল্লা গেল।

০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:০৫

জাহাজী পোলা বলেছেন: কস্কি মমিন ?? হাচা নি?? :-< |-)

৬১| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০৪

নষ্টছেলে বলেছেন: জাহাজী ভাই আমি ভূতের মুভি দেখি না :|| :|| :|| :||

তই তুমার লেখা তাই পড়লাম,তাছাড়া আজকে দোস্তদের সাথে আছি তাই আজকে সেইফ :) :) :)

গুড ট্রাই B-) B-)

০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১৭

জাহাজী পোলা বলেছেন: থেঙ্কু ব্রাদার।

সে জন্নইত কই, তাড়াতাড়ি বিয়ে কইরে ফালান।

ভাবির সাথে একসাথে ভূতের মুভি দেইক্ষে মজা পাইবেন ;)

৬২| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১২

মাশফিক হক বলেছেন: কেন ক্যাচাল ছুডে নাই মালেশিয়ায়? অাইজো ঝুলা?

০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১৯

জাহাজী পোলা বলেছেন: আইজও ঝুলা :((


তবে একটা মজার নিউজ হইল- এই জানুয়ারির শেষে দেশে আসার সম্ভবনা আছে :|

৬৩| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১:০০

চে গুয়েভারা ২ বলেছেন: ক্য দেখেন না সাকায় তার সে* পাওয়ার খোয়ানোর পর লারকি দেখলে টাস্কি খায়া পইরা যায়?

০৬ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:৫২

জাহাজী পোলা বলেছেন: তাই?

ভাইরে বাংলাদেশের রাজনীতি অনেক খারাপ রে ভাই।

বাইচ্ছা থাতে চাই সব বিপদ আপদ থাইক্কা /:)

৬৪| ০৬ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:২৭

মো: মাসুদুর রাহ্‌মান বলেছেন: ছবিগুলা দেইখা ভয় পাইছি :((

০৬ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:৫৪

জাহাজী পোলা বলেছেন: আমিও :((

৬৫| ০৬ ই জানুয়ারি, ২০১১ ভোর ৫:১৪

মাশফিক হক বলেছেন: ঘুইরা আহেন দেশ থেইকা! দেশের মত শান্তি কুনুহানে নাই রে ভাই

০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১:১৮

জাহাজী পোলা বলেছেন: ঠিক বলেছেন রে ভাই :((

৬৬| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৪

সত্যবাক বলেছেন: গল্প খারাপ হয় নাই। চালায়া যান।
তবে আপনার থেকে আমরা ভুতের গল্প না, সাগরের গল্প শুনতাম চাই। নীলের গল্প।

০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১:২০

জাহাজী পোলা বলেছেন:
ভিডিও টি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।


আশা করি লিখতে পারব ভাই।


ভাল থাকুন

৬৭| ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:৩৪

সুপান্থ সুরাহী বলেছেন:
চমৎকার ...

জমাট কাহিনী...

ভাললাগল...



অ.ট.
পরীক্ষার জন্য দেরি হল...

০৮ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:২৭

জাহাজী পোলা বলেছেন: আপ্নেরে ধইন্না B-)



পরিক্ষা ক্যামন হইচে???

৬৮| ০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৩০

ছোটমির্জা বলেছেন: এই জানুয়ারির শেষে দেশে আসার সম্ভবনা আছে :!!!


ইয়া আল্লাহ মাবুদ।
রহম কর।

০৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:১৮

জাহাজী পোলা বলেছেন: ইয়া আল্লাহ মাবুদ।
রহম কর। :(( :((

৬৯| ১০ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:৪৯

জাকিয়া তানজিম বলেছেন: বাপরে ! কি ভয়ানক !!
প্রথম আপনার লেখা পড়লাম। খুউব ভাল লাগলো।
দারুন লেখেন আপনি।

১০ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:৫৩

জাহাজী পোলা বলেছেন:

আপু যে কি বলেন না :#>

৭০| ১০ ই জানুয়ারি, ২০১১ ভোর ৫:৩৪

কামরুল হাসান শািহ বলেছেন: গল্পটা ভাল লেগেছে

১০ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৪২

জাহাজী পোলা বলেছেন: আপ্নেরে ধইন্না :-B

৭১| ১১ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:০৯

ছোটমির্জা বলেছেন:
নয়া পোস্ট কৈ, হেই জাহাজী?

১১ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৩১

জাহাজী পোলা বলেছেন: লেখার এনার্জি পাইনা জানি ক্যান, ভাই। :(

৭২| ১১ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:১৭

আমি তুমি আমরা বলেছেন: হুম্ম

১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৪৬

জাহাজী পোলা বলেছেন: হুম্ম ?? :((

৭৩| ১২ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২৯

ছোটমির্জা বলেছেন:
লাস্টের আগের ওয়ার্নিং দিলাম জাহাজী!!!
নয়া পোস্ট চাই।
আমার মন কিছুটা খারাপাছে।
মেল দিমুনে।
তয় নয়া পোস্ট কাল্কের মাঝেই চাই।
নৈলে........................................
:-& :-& :-&

১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৫২

জাহাজী পোলা বলেছেন:
একটু টেনশনে আছি !! :(


টেনশন কমুক, তখন লিখব।
আমারও মন মেজাজ ভাল না রে ভাই। :(

সরি :((

৭৪| ১৩ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:০৫

মোতাব্বির কাগু বলেছেন: Click This Link

০১ লা এপ্রিল, ২০১১ ভোর ৬:১৯

জাহাজী পোলা বলেছেন: |-) |-) |-)

৭৫| ১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১:২৩

জয়িতা বলেছেন: জাহাজী ভাইয়া........ভয় পাইছি.... :( ..

১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১:৩৪

জাহাজী পোলা বলেছেন:
অক্কে ভইন, আমি দোয়া ইউনুস পইড়া তুমার প্র পিকে ফু দিয়া দিলাম। :|



একন ভয় কমচে?? :|

৭৬| ১৪ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৫১

জয়িতা বলেছেন: কমচে....... :P

১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৫৪

জাহাজী পোলা বলেছেন: :-B

৭৭| ১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:০৩

আমি তুমি আমরা বলেছেন: নটবর ভাদার নতুন কাম দেখছেন??? এইবারতো তার ধুতি ধইরা টান দিতে হয় X(( X(( X((

১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:১০

জাহাজী পোলা বলেছেন:

পুষ্ট ত মুইচ্ছা দিছে :((

৭৮| ১৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৭

আরিফ্ ৯১ বলেছেন: চরম লাগল। খালি পড়েই গেলাম। প্রতি মুহূর্তে ১টা আকর্ষণ অনুভব করলাম। ;)

++++++++

১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:১৩

জাহাজী পোলা বলেছেন:
ধইন্না আপ্নেরে B-)

৭৯| ১৫ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২৪

ছোটমির্জা বলেছেন:
আর কমুনা জাহাজী।
ভাল থাকবেন।

১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:১৮

জাহাজী পোলা বলেছেন:

উপ্রে উপ্রে অনেক ভাল আছি, ভিত্রে ভিত্রে জ্বলে অঙ্গার হয়ে জাচ্ছি ভাই :((

৮০| ১৬ ই জানুয়ারি, ২০১১ ভোর ৫:১৮

নাআমি বলেছেন: কি দারুন ভৌতিক গল্প! বুক কেপে কেপে উঠে!

"আমি আসলে গল্পের প্লটটা নিয়ে প্রায় ২ মাস ভেবেছি। হুট করে আমি কোন লেখাই লিখি না।"।এটা আপনার লেখা পড়লেই বোঝা যায়....সবগুলি লেখা ব্যাতিক্রমধর্মী..।

কিন্তু আপনি কি জাহাজে করে আসছেন আমার ব্লগে? ১ মাস হয় আসি বলে আজও খবর নাই!

ভাল থাকেন..........।+++

১৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:১১

জাহাজী পোলা বলেছেন: আইজকা ফ্রি আছি ।


একুনি আস্তাসি B-)

৮১| ১৭ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৫৬

antaramitu বলেছেন:
জাহাজী ভাইজান, আমি হার্ট এটাক এ মরলে আফনের নামে মামলা করুম....... প্রথমবার পড়লাম, একটু আউলা লাগলো, দ্বিতীয়বার পড়লাম, তখন বুঝলাম এবং ভয়ে কম্পিত হইলাম, ভয় কাটানোর জন্য তৃতীয়বার পড়লাম আর বুঝলাম , ধরা খাইসি, আজ রাইতে খবর আছে...... :( :( :(

ষড়যন্ত্রকারী ঘুমহত্যাকারী কোথাকার ...!!!!!!!!!!!!

১৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:১৫

জাহাজী পোলা বলেছেন: আপ্নেরে দেখেই বুঝতে পারছি আপ্নে একটা ভিতু মেয়ে B-) (ব্লগ দিবসের ফডুকে) :-B







শুনেন, ঘুমানর আগে সুরা ইয়াসিন পইড়া বুকে ফু দিয়া ঘুমায়েন,।

আর না হইলে আমারে বইলেন আমি সুরা পইড়া আপ্নের প্র পিকে ফু দিয়া দিমুনে (কমেন্ট নং ৭৫ এবং ৭৬ দ্রষ্টব্য!) :D

৮২| ১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৪৮

আলিম আল রাজি বলেছেন: অসাধারণ লিখেছেন জাহাজী ভাই। মুগ্ধ।

১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৪৪

জাহাজী পোলা বলেছেন: থেঙ্কু। B-)

৮৩| ০৩ রা মার্চ, ২০১১ দুপুর ২:০০

কাকপাখি ২ বলেছেন: খ্রাপ হয় নাই
এই লন প্লাস +

০৩ রা মার্চ, ২০১১ দুপুর ২:৪২

জাহাজী পোলা বলেছেন:

থেঙ্কু ভাই :D :D

৮৪| ০৬ ই মার্চ, ২০১১ দুপুর ১:৪১

আধাঁরি অপ্সরা বলেছেন: গ্যাঁড়াকল বলেছেন: মতিন্যারে ভাল করে পিডানি দিলে ওর ঘাড় থাইক্কা ভূত নাইম্মা যাইত। X(( X((


অনেক অনেক ভালো!! #:-S
এত সুন্দর গল্প একটা লেইখা বয়া রৈছস জাহাজী!!! X(( X(( X((
তুই পোলা ভালা না!! :-P :-P :-P :-P

০৭ ই মার্চ, ২০১১ রাত ১২:১১

জাহাজী পোলা বলেছেন: তুই কি আইজকা আমার বেবাক লেখা পরতাসস রে আন্ধারি :-B :-B B-) B-)



তরে থেঙ্কু B-) B-)

৮৫| ০৬ ই মার্চ, ২০১১ দুপুর ১:৫৬

ভুতের আড্ডা বলেছেন: দারুন!! অনেক ভালো লাগলো। একটানে পড়লাম।

আপনার অসাধারণ গল্পটা পড়ে হাত নিশপিশ করছে।

ভালো থাকবেন, সময় হলে আমার ব্লগে একবার ঢু মেরে যাবেন।

অনেক অনেক শুভ কামনা।

০৭ ই মার্চ, ২০১১ রাত ১২:১৩

জাহাজী পোলা বলেছেন:

হাত নিশপিশ করতেসে ক্যান???? B:-) B:-)



থেঙ্কু ভাই :D

৮৬| ০২ রা এপ্রিল, ২০১১ রাত ২:১১

বড় বিলাই বলেছেন: হরর তো ভালোই লিখলেন। পড়লামও গভীর রাতে। আজকে রাতের স্বপ্নটা লিখা রাখাটা জরুরী। ;)

০২ রা এপ্রিল, ২০১১ রাত ৩:১৮

জাহাজী পোলা বলেছেন:


হি হি হি লিখে রাখ আপু ;)



আর আমি তুমার অনেক অনেক ছুট হব, তুমি করে বললে খুশি হৈব :D :D

৮৭| ০২ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:০৮

বড় বিলাই বলেছেন: নাহ, যা ভাবিলাম তার কিছুই দেখলাম না। অন্য একটা টেনশন মাথায় ছিল, ঐ নিয়াই দেখছি। তাই আর লিখতে ইচ্ছা করল না। আহারে একটা হরর স্বপ্ন এমনে মিস হইল। :(

৮৮| ৩০ শে জুলাই, ২০১১ বিকাল ৪:৪০

সরলতা বলেছেন: আবার পড়লাম। আগে পড়েছিলাম ব্লগে একাউন্ট না থাকা অবস্থায়। তখন মনে হয় তেমন ভয় লাগেনি।

কিন্তু আসলেই ভয়াবহ!

৮৯| ০৪ ঠা আগস্ট, ২০১১ বিকাল ৩:৪৭

রাষ্ট্রপ্রধান বলেছেন: :(

৯০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩৫

অধরা নীল বলেছেন: একটা ভাল গল্প পড়ার পর বুকের মাঝে নাকি ফাঁকা ফাঁকা অনুভব হয়। আমার এখন ঠিক তেমনটাই হচ্ছে।
অসাধারন.............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.