![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন থাকে দেশের শীর্ষস্থানীয় কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। আবার কেউ কেউ কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন সেটাকে গুরুত্ব না দিয়ে নিজেদের পছন্দমাফিক বিষয় যেমন মার্কেটিং, কম্পিউটার সায়েন্স, টেলিকমিউনিকেশনস, ডেইরি সায়েন্স, বায়োক্যামিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, ফিজিক্স, নিউট্রিশন অ্যান্ড ফুড, অ্যাকাউন্টিং, ব্যাংকিং, জার্নালিজম, পলিটিক্যাল সায়েন্স, আর্কিটেকচারে উচ্চশিক্ষা নিতে চায়। এক্ষেত্রে কেউ ভর্তি হতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কেউ বুয়েটে, কেউ রুয়েটে বা কুয়েটে। এখন চলছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মৌসুম। শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। ফলাফল কি হয় এ নিয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে অনেকেই। এরই মধ্যে অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে কাঙ্খিত বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ করে নিয়েছে। কিন্তু ভালো সাবজেক্ট না ভালো বিশ্ববিদ্যালয় কোনটি বেছে নিবেন এ নিয়ে পরীক্ষার্থীসহ অভিভাবকদের অনেকেই দ্বিধায় আছেন। তবে সময়ের বিবেচনায় ভাবতে হবে কোনটির গুরুত্ব বেশি। ভালো বিশ্ববিদ্যালয়ের মানে কি বিশাল জায়গার আড্ডামুখর ক্যাম্পাস, নাকি সমৃদ্ধ লাইব্রেরি, নাকি উন্নত ল্যাবরেটরি, নাকি চমৎকার আবাসন ব্যবস্থা, নাকি বিশাল একাডেমিক ভবন, নাকি পড়াশোনার চমৎকার পরিবেশ? এর অর্থ খুঁজতে এই দিকগুলোর প্রতি আলোকপাত করতে হবে। আর ভালো বিষয়ের মানে কি বিষয়টির প্রতি নিজের ভালোবাসা, নাকি উক্ত বিষয়ে ভালো চাকরির সুযোগ রয়েছে নাকি বিষয়টির ক্যারিয়ার সম্ভাবনা কতটুকু? View this link
©somewhere in net ltd.