নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

asthetic scenes

I am practical

শিকদার ০০৮

আমি সাহসী

শিকদার ০০৮ › বিস্তারিত পোস্টঃ

মাদ্রাসার ছাত্র কমানোর আন্দোলন শুরু করে দিয়েছি: জয়

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

ঢাকা: পঁচাত্তরের পর দেশে স্কুল তৈরি বন্ধ করে দেয়া হয়েছিল বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।



তিনি বলেন, ‘স্কুল বন্ধ করে দেয়ায় প্রতি তিনজন স্কুলছাত্রের বিপরীতে এখন একজন মাদ্রাসাছাত্র তৈরি হয়েছে। এটা কমিয়ে দিতে আমরা ইতোমধ্যে আন্দোলন শুরু করে দিয়েছি।’



শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সুচিন্তা ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন আয়োজিত ‘রূপকল্প-২০২১: গত ৫ বছরের অর্জন এবং আগামী ৫ বছরের অঙ্গীকার’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি একথা বলেন।



জয় দাবি করে বলেন, ‘গত সাড়ে চার বছরে বাংলাদেশে যতো উন্নয়ন হয়েছে, স্বাধীনতার পর কোনো সরকারের আমলে এতো উন্নয়ন হয়নি। কেবল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল বলেই বিদ্যুত সমস্যা সমাধান সম্ভব হয়েছে।’



তিনি বলেন, ‘সব সময় শোনা যায়- দুই নেত্রী, দুই নেত্রী। দুই দলই তো ক্ষমতায় এসেছে। তুলনা করে দেখুন- কে দেশকে এগিয়ে নিয়েছে, আর কে দেশকে পিছিয়ে দিয়েছে।’



প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বলেন, ‘বিএনপির আমলে দেশের ১৬ জেলায় একযোগে বোমা হামলার ঘটনা ঘটেছিল। দেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে জঙ্গিবাদী দেশ হিসেবে পরিচিতি দিয়েছিল। আমরা জঙ্গিবাদ দমন করেছি। এখন প্রায় প্রতি সপ্তাহেই আমরা জঙ্গি ধরছি।’



বর্তমান সরকারের আমলে ‘মারাত্মক উন্নতি’ হয়েছে দাবি করে তিনি বলেন, ‘গত সাড়ে চার বছরে মাথাপিছু আয় দ্বিগুণ হয়ে এক হাজার ডলার ছাড়িয়ে গেছে। মানুষের জীবন মান উন্নয়ন হয়েছে।’



দুর্নীতি দমনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অর্জন তুলে ধরে জয় বলেন, ‘দুর্নীতিতে আমরা কোথায় ছিলাম, এখনো কোথায় এসেছি। বিএনপি সরকারের আমলে দেশ দুর্নীতিতে বাংলাদেশ শীর্ষ ছিল, এখন সে অবস্থান ৪৪তম। এটা মারাত্মক উন্নতি’

Click This Link



মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

জহির উদদীন বলেছেন:

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

মোমেরমানুষ৭১ বলেছেন: জয় ভাই আগুন নিয়ে খেলা করতাছে মনে হয়। তার আম্মাজানও এটা বলার সাহস পায়নি আর তিনি এটা বলে ফেললেন। সবই বয়সের দোষ, অসময়ে ক্ষমতা পেয়ে গেছেন আর কি....।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

খাটাস বলেছেন: আমাদের মাদ্রাসা গুলো অনেক সনাতন এটা সত্যি। ধর্মীয় শিক্ষা কে মুছে ফেলে নয়, মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা কে প্রধান রেখে যুগোপযোগী শিক্ষার বেবস্থা করা উচিত ছিল।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৪

পিচ্চি হুজুর বলেছেন: মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা কে প্রধান রেখে যুগোপযোগী শিক্ষার বেবস্থা করা উচিত ছিল। এই কথা খালি কওমীওয়ালাদের বইলা দেখান আপনারে ইহুদী নাসারাদের এজেন্ট এবং পরিশেষে নাস্তিক উপাধি দিয়া জুতা পেটা করবে। আমি নিজেও টুকটাক কথা বলার ট্রাই করতাম জীবনে। কোন লাভ হয় নাই, এত গুলা পোলারে পুরা শূন্যের উপর ছাইড়া দিতাছে। এই সহজ সরল পোলাপাইন গুলা যখন এক সময় দেখব বেচে থাকার জন্য নূন্যতম জীবিকা অর্জনের পথ হিসেবে ওই মাদ্রাসা আর মসজিদের গন্ডীর বাইরে তাদের আর কিছুই করার নাই, তখন ওদের কি অবস্থা হইব আমি মাঝে মাঝে এইটা চিন্তা করি। আমি এইটাই বুঝি না দুনিয়াতে এদের চলার উপযুক্ত করে বড় না কইরা তুইলা, কেন এদেরকে কঠিন পরীক্ষার মধ্যে নিজেরাই ঠেইলা দিতাছে, এর উত্তর আমি এখনও পাই নাই। আর কিছু কইলেই ওই এক কথা আল্লাহ খাওয়াইব এই সব নিয়া পেচাল পাইড়া লাভ নাই খাটাস ভাই।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ঘটনা যে কি বুঝি না কিছুই...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.