নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"গন্তব্যহীন ভেসে চলা এক নাবিক\"

বাংলার পাসওয়ার্ড

গন্তব্যহীন চলছে জীবন

বাংলার পাসওয়ার্ড › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নহীন এ জীবন

০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫১

সূচনা হয়ে ছিল কোন এক কুড়ে ঘরে। সেই থেকে শুরু আজও চলছে তার সাথে বসবাস।
এই ছোট্ট জীবনে কত মানুষের পদচারণা হয়েছে। কত পরিচিত মুখ সবাই একদিন সময়ের বির্বতনে হারিয়ে
গেছে আবার কড়ানেরেছে নতুন কোন মুখ।
জন্ম থেকে শুরু করে আজ ২৪ টি বছর চলে গেছে সে আমাকে এক মুহূর্তের জন্যও পর করেনি।
আমার এই লক্ষহীন জীবনে আজও আছে সে ছায়াসাথী হয়ে।।।।
সে আমার জনম সাথী দুঃখ।। তাই এখন দুঃখই আমার সবচেয়ে আপন।।
মাঝে মাঝে খুব ঘৃণা লাগে এই পৃথিবীটা কে।। খুব নিঃস্ব লাগে নিজেকে। মনে হয় অজানা কোথাও হারিয়ে যায়।
মানুষ বলে..... স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। কিন্ত আমার যে স্বপ্ন দেখতে ভয় হয়। কারন আমার জীবনে কোন স্বপ্ন সত্যি হয়নি,,,,,হয়নি কোন স্বপ্ন পূরণ।।
তাই এখন আমার জীবন শুধুই স্বপ্নহীন ধু-ধু মরুভূমি।।

এভাবে আর কতদিন, কতমাস, কতবছর চলবে জানিনা।।
আমি আজ বড ক্লান্ত।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.