![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে বর্তমানে ১১ হাজার ৯২৫ জন বিদেশী নাগরিক কাজ করছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি।যদি তাই হয় তবে -ভারতের এই তথ্যটির যারা বাংলাদেশে কাজ করছেন,তারা কি সরকারের ভাশুর যে নাম মুখে আনলে পাপ হবে !?এছারাও অবৈধ ভারতীয় আছে এর অনেক বেশি।
২০১৪ তারিখের প্রতিবেদন অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবছরে দেশটি আয় করে ৭০ বিলিয়ন ডলার, যা ভারতের ইতিহাসে সর্বোচ্চ। এই আয়ের পেছনে যে দেশগুলোর অবদান সর্বোচ্চ, তার মাঝে বাংলাদেশ পঞ্চম।
যে পনেরটি দেশ থেকে ভারত সর্বোচ্চ রেমিটেন্স আয় করে সেগুলো হল- সংযুক্ত আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব, যুক্তরাজ্য, বাংলাদেশ, কানাডা, নেপাল, ওমান, কাতার, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, বাহরাইন, ইতালি এবং মালয়েশিয়া।
১. সংযুক্ত আরব আমিরাত (১৪ বিলিয়ন)
২. মার্কিন যুক্তরাষ্ট্র (১১ বিলিয়ন)
৩. সৌদি আরব (৮ বিলিয়ন)
ভারত বছরে প্রায় ৮ বিলিয়ন মার্কিন ডলার আয় করে এই দেশে অবস্থানকারী ভারতীয়দের কল্যাণে।
৪. যুক্তরাজ্য (৪ বিলিয়ন)
বাংলাদেশ থেকে ভারতের বাৎসরিক রেমিটেন্স আয় ৪ বিলিয়ন মার্কিন ডলার।
৫. বাংলাদেশ (প্রায় ৪ বিলিয়ন)
গত কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে ভারতের বাৎসরিক রেমিটেন্স আয় প্রায় ৪ বিলিয়ন ডলার। এদেশে প্রায় ৫ লাখ ভারতীয় বাস করছেন। বিভিন্ন এনজিও, গার্মেন্ট এবং টেক্সটাইল প্রতিষ্ঠানে এইসব ভারতীয় কর্মরত আছেন।
এছাড়া সরকারি হিসাবের বাইরেও পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা এবং মিজোরাম থেকে অবৈধভাবে জীবনের সন্ধানে প্রতিবছরই প্রবেশ করছে অনেক ভারতীয়।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান -
বাংলাদেশে বর্তমানে ভারতের ৪ হাজার ৪৬ জন, চীনের ১ হাজার ৪৮২, শ্রীলংকার ১ হাজার ৩৭৩, পাকিস্তানের ৭১২ জন, ইংল্যান্ডের ৬১৯, ফিলিপাইনের ৫২৩, আমেরিকার ৩৩৮, দক্ষিণ কোরিয়ার ৩৩৪, থাইল্যান্ডের ২৭৫, জাপানের ২৩৫, তুরস্কের ১৭০, ইন্দোনেশিয়ার ১৪৩, ফ্রান্সের ১৩৩, অস্ট্রেলিয়ার ১১২, কানাডার ১০৯, জার্মানীর ৮৩, নেদারল্যান্ডের ৮২, ইতালির ৮০, ইউক্রেনের ৭৮, সুইডেনের ৫৩, স্পেনের ৬৬, মিশরের ৪২, মরিশাসের ৩৯, উজবেকিস্তানের ৩৭, নিউজিল্যান্ডের ২৫, ভুটানের ২৪ ও অন্যান্য দেশের ৭১২ জন রয়েছেন
০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪২
বাংলাপ্রতিদিন বলেছেন: ঢাকাবাসী ধন্যবাদ।ঠিক..
২| ০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫৩
প্রামানিক বলেছেন: ভয়াবহ খবর।
০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২১
বাংলাপ্রতিদিন বলেছেন: প্রামািনক ধন্যবাদ।...ভয়াবহ
৩| ০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০৮
হাসান বিন নজরুল বলেছেন: আমরা বেকার থেকে ওদের আকার দিচ্ছি এটা হাস্যকর বটে।
০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২৩
বাংলাপ্রতিদিন বলেছেন: হাসান বিন নজরুল ধন্যবাদ।নিরাকার কে করবে...
৪| ০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: শুধু সরকারের এই পরিসংখ্যান নিয়ে গলা ফাটিয়ে কি লাভ হবে? দোষতো আমাদের জনগণের !
আমরা হিনমন্যতায় ভুগছি, আমরা মনে করছি, আমাদের দেশে দক্ষ জনবল নাই ! আমরা চাইও না যে আমার দেশের ছেলেটা অভিজ্ঞ হোক ! যে পয়সা দিয়ে একটা ভারতীয় পালছি তার ১০ ভাগ খরচ করলে এই ছেলেটাকে বিদেশ থেকে ট্রেনিং দিয়ে আনা যায় ! সেটা না করে আমরা ভারতীয় আর শ্রীলংকানদের নিয়োগ দিয়েছি !
দোষটাতো আমাদেরই দেখি আমি ! অথচ ২০০৯ সালে আমি ভারতীয় দূতাবাসে জব ভিসা ইন্টারভিউর জন্য গেলে আমাকে মুখের উপর বলে দিল, আমরা মনে করি ভারতে যথেষ্ট কারগরি জ্ঞান সম্পন্ন জনবল আছে, তাই আমরা বাংলাদেশীদের জব ভিসা দেই না ! (শুধু মাত্র কোম্পানি টু কোম্পানি ট্রান্সফারের ক্ষেত্রে দেয়, যেমন ইউনিলিভার বাংলাদেশ থেকে ইউনিলিভার ভারত)
০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫০
বাংলাপ্রতিদিন বলেছেন: মুহাম্মদ জহিরুল ইসলাম ঠিক বলেছেন ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৩২
ঢাকাবাসী বলেছেন: ভাশুর না দুলাভাই, না না বাপ~!