![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘এখন মইরাও শান্তি’।কথাগুলো বললেন নব্য স্বাধীনতার স্বাদ পাওয়া ছিটমহলবাসীরা।।
ঈদে ছিটমহলবাসীদের চোখে-মুখে আনন্দের দ্যুতি!
পরিবারের সঙ্গে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর গোতামারি ১৩৫ / ১ নম্বর ছিটমহলের বাসিন্দা মহির আলী।লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় উত্তর গোতামারি ১৩৫ / ১ নম্বর ছিটমহলের বাসিন্দা মহির আলী (৪০)। বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির পর প্রথমবারের মতো ঈদ করলেন আজ শনিবার। তাঁর চোখে-মুখে যেন আনন্দের দ্যুতি! বলছিলেন, ‘এত দিন মানুষ কইতো ছিটের লোক। ঈদ করছি ছিটে। এইবার নিজের দেশে নিজের মাটিতে ঈদ করলাম, এর চায়া আলন্দের (আনন্দের) আর কী হইতে পারে! কী যে শান্তি লাগতেছে তা খালি আমি বুজি’। মহির আলীর স্ত্রী আয়েশা বেগম বলেন, ‘আমরা গরিব মানুষ, আনন্দ আর কী করমো? এরপরও কলিজার মধ্যে শান্তি লাগতেছে যে, হামার দেশের মাটিতেই ঈদ করবার পাইলাম।’
উত্তর গোতামারি ছিটমহলটি ভারতের কোচবিহার জেলার শিতলকুচি থানার পাশাপাশি একটি গ্রাম। এখানের দুটি ছিটমহলে মোট প্রায় ১১১টি পরিবারের বসবাস। মহির আলীর পরিবারের মতো এখানকার অন্য পরিবারগুলোর মধ্যেও যেন একটু অন্য মাত্রায় ছড়িয়ে গেছে এবারের ঈদের আনন্দ। এবারই তাঁরা প্রথম পেলেন দেশের মাটিতে ঈদ উদ্যাপনের স্বাদ।
।।পত্রিকার পাতা থেকেে নিয়েছি।।
২১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০০
বাংলাপ্রতিদিন বলেছেন: ঢাকাবাসী ধন্যবাদ।দারুন বলেছেন
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৫ রাত ৮:০৯
ঢাকাবাসী বলেছেন: ছিটমহল ভারত বা বাংলাদেশের অন্তর্ভুক্ত হলে কি ওদের চারটে হাত পা গজিয়েছে না দুবেলা মাগনা ভাত আসবে?