![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের প্রথম ও পূর্ণাঙ্গ কবিতার ওয়েবপোর্টাল |
আনন্দের সাথে জানাচ্ছি যে, দেশের প্রথম ও পূর্ণাঙ্গ কবিতার ওয়েবপোর্টাল "বাংলার কবিতা'র" প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি ই-বুক প্রকাশ হতে যাচ্ছে। আর সেখানে থাকবে শুধুমাত্র বাংলার কবিতা'র লেখক/লেখিকাদের লেখা।
নিচে বিস্তারিত দেয়া হলো;
ই-বই প্রকাশঃ
বাংলার কবিতা'র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী এবং পহেলা বৈশাখ অর্থাৎ ১৪ই এপ্রিল, ২০১৪ তারিখে আমাদের ই-বইটি প্রকাশ হবে।
কবিতার সংখ্যাঃ
ই-বইতে মোট কবিতা থাকবেঃ ৬০টি
ই-বইয়ের নামঃ
ই-বুকটির নাম হবে; ময়ূখ যার আভিধানিক অর্থ; কিরণ, রশ্মি বা জ্যোতি।
কারা কবিতা দিতে পারবেনঃ
শুধুমাত্র বাংলার কবিতা ওয়েবসাইটে নিবন্ধিত সদস্যরাই কবিতা দিতে পারবেন।
কি ধরণের কবিতা দিতে পারবেনঃ
আপনার পছন্দনীয় প্রকাশিত/অপ্রকাশিত যেকোনো বিষয় নিয়ে কবিতাই আপনি দিতে পারবেন তবে অবশ্যই তা ওয়েবসাইটে থাকতে হবে।
কবিতা জমা প্রদানঃ
কবিতা জমা দেয়ার শেষ তারিখঃ ২০শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৫ মিনিট
কয়টি কবিতা দেয়া যাবে?
একজন লেখক কবিতা দিতে পারবেন সর্বচ্চোঃ ৫টি
এবং ন্যূনতম ২টি কবিতা দিতে হবে।
কবিতা দেয়ার নিয়মাবলী/যেসব বিষয় লক্ষণীয়ঃ
১. কবিতাগুলো অবশ্যই বাংলার কবিতা ওয়েবসাইটে থাকতে হবে।
২. পুরো কবিতা দেয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র কবিতার নামটি দেবেন। আপনি ৫ টি কবিতা দিতে চাইলে সাইটে যেভাবে আছে সেভাবেই শুধু নামটি কপি করে ইনবক্সে শুধু ৫টা নাম দেবেন।
৩. শুধুমাত্র ফ্যান পেইজের ইনবক্সে কবিতা দেয়া যাবে।
৪. কবিতা দিতে পারবেন একবার। একদিন ২টা আরেকদিন আরও ২টা এভাবে দেয়া যাবেনা।
কবিতা নির্বাচনে বিবেচ্য বিষয়ঃ
প্রবীণ কিংবা তরুণ, খ্যাত কিংবা অখ্যাত কবি - এ সকল বিষয় নির্বাচকদের বিবেচ্য বিষয় থাকবে না। বিবেচ্য হবে রচিত কবিতাটি। বিষয়বস্তু, বক্তব্য, উপস্থাপনা, কাব্যভাষা, রূপকল্প, শব্দ-ছন্দ-উপমা-উৎপ্রেক্ষা, চিত্রকল্পের নতুনত্ব ও উপলব্ধির গভীরতা - কেবল এসবই কবিতা নির্বাচনের মানদণ্ড হিসাবে বিবেচিত হবে।
বইয়ে কার কয়টি কবিতা স্থান পাবে সেটা নির্ধারণ করবেন পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ। তবে ন্যূনতম ১টি এবং লেখার মান অনুযায়ী কারো ৩/৪টি কবিতাও স্থান পেতে পারে।
যারা এখনও আমাদের ওয়েবসাইটে নিবন্ধন করেননি তারা আজই করে ফেলুন। ওয়েবসাইটে নিবন্ধন করবেন কিভাবে সেটা জানতে এখানে ক্লিক করুনঃ http://on.fb.me/1d8Vt68
নিবন্ধন শেষে আপনার প্রোফাইলে কিভাবে কবিতা দিবেন সেটা জানতে এখানে ক্লিক করুনঃ http://on.fb.me/18TXNxK
কবিতা নির্বাচনের ক্ষেত্রে, বাংলার কবিতা কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
বাংলার কবিতা'র ওয়েবসাইটঃ http://www.banglarkobita.com
বাংলার কবিতা'র ফেইসবুক ফ্যান পেইজঃ https://www.facebook.com/BanglarKobitaWebsite
শুধুমাত্র কবিদের জন্য ফেইসবুক গ্রুপঃ Click This Link
সবার জন্য উন্মুক্ত ফেইসবুক গ্রুপঃ Click This Link
বাংলার কবিতা'র অফিশিয়াল টুইটার আইডিঃ https://twitter.com/BanglarKobita
বাংলার কবিতা'র ইস্টিশন ব্লগ আইডিঃ http://istishon.com/user/8145
বিস্তারিত আপডেট পেতে চোখ রাখুন আমাদের সাইটগুলোতে এবং ফেসবুক ইভেন্টে; আর জানান আপনাদের জিজ্ঞাসা ও প্রত্যাশা।
©somewhere in net ltd.