নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলাম সম্পর্কে বিভিন্ন ধরনের লেখা লিখতে ভালো লাগে।

বরকত উল্লাহ্

আমরা তো মর্যাদাহীন লোক ছিলাম, আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন ইসলামের মাধ্যমে। সুতরাং, আমরা যদি আল্লাহ আমাদেরকে যা দ্বারা সম্মানিত করেছেন তা থেকে দূরে সরে গিয়ে অন্য কোথাও সম্মান খুঁজি তাহলে আল্লাহ আমাদেরকে পুনরায় অপমানিত করবেন।

বরকত উল্লাহ্ › বিস্তারিত পোস্টঃ

মুসলিম ভাইদের জন্য কয়েকটি প্রশ্ন

২০ শে এপ্রিল, ২০২০ রাত ১০:১৬

এলাকার বড় ভাই, ভার্সিটির বড় ভাই কিংবা রাজনীতির বড় ভাইয়ের সামনে যদি মাথা নিচু করে চুপচাপ দাড়িয়ে থাকতে পারেন মূর্তির মত তাহলে যিনি আপনাকে সৃষ্টি করেছে তার সামনে দাড়ানোর সময় হাত পায়ে এত চুলকানী উঠে ক্যানো??

গফের/বফের সাথে দেখা করার জন্য যদি ভালো শার্ট, ভালো প্যান্ট পড়ে সেজেগুজে পরিপাটী হয়ে দেখা করতে যেতে পারেন তাহলে যিনি আপনাকে সৃষ্টি করেছে তার সামনের যাওয়ার জন্য আপনাকে কিভাবে যেতে হবে আশা করি বুঝতে পেরেছেন???

যে আপনাকে দুনিয়ার আলো দেখিয়েছেন তার খেয়াল রাখার জন্য যদি আপনি দিনে কয়েকবার কল দিতে পারেন তাহলে যে আপনাকে সৃষ্টি করেছে তাকে স্বরন করার জন্য ক্যানো পাচবার ওনার সামনে দাড়াতে পারেন না???

রবীন্দ্রনাথ/নজরুল/হুমায়ুন আহমেদ অথবা হুমায়ূন আজাদ কিংবা আরিফ আজাদ আপনার প্রিয় লেখক। তাদের বই পড়ার জন্য আপনি ব্যাকুল হয়ে থাকেন। যখনই তাদের বই বের হয় তখনই আপনি সবার আগে প্রি-অর্ডার করে কিনে ফেলেন। শুধুমাত্র সবার আগে পড়ার জন্য। কিন্তু যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তিনি যে বইটা তার বানী হিসেবে আমাদের দিয়েছেন। সেটা আপনি কয়দিন পড়েছেন???

এই দুনিয়াতে আপনি কয় বছর বেচে থাকবেন?? ৭০/৮০/৯০ আচ্ছা ধরলাম ১০০ বছর বেচে থাকবেন। অনেক টাকা পয়সা ইনকাম করলেন নিজে কিংবা পরিবারকে সুখে রাখার জন্য। কিন্তু আপনার জন্য আখিরাতের যে অনন্তকাল পড়ে আছে তার জন্য কি ইনকাম করলেন?? সেখানে সুখে থাকার জন্য কি ইনকাম করলেন?

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৩৬

নাসির ইয়ামান বলেছেন: ভাববার বিষয়!

২০ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৫৫

বরকত উল্লাহ্ বলেছেন: হ্যা ভাই

২| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৫৬

রাজীব নুর বলেছেন: এত ঘুরায়ে পেচ্যায়ে বলার দুরকার কি?
বলে দেন নামাজরতে হবে, কোরআন পড়তে হবে।
না পড়লে আল্লাহ কঠিন শাস্তি দিবে। এখন যে শাস্তিকে ভয় পাবে সে নামাজ-কোরআন পড়বে, যে ভয় পাবে না সে পড়বে না। জোর করার কিচ্ছু নাই।

২০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৫৩

বরকত উল্লাহ্ বলেছেন: বুঝেছেন যে এতেই সার্থক

৩| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১৫

সোনালি কাবিন বলেছেন: ২০২০ রাত ১০:৫৬০

রাজীব নুর বলেছেন: এত ঘুরায়ে পেচ্যায়ে বলার দুরকার কি?
বলে দেন নামাজরতে হবে, কোরআন পড়তে হবে।
না পড়লে আল্লাহ কঠিন শাস্তি দিবে। এখন যে শাস্তিকে ভয় পাবে সে নামাজ-কোরআন পড়বে, যে ভয় পাবে না সে পড়বে না। জোর করার কিচ্ছু নাই।

৪| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:২৩

আমি রানা বলেছেন:
(কবি আবদুল কাদিরের “মানুষের সেবা” নামক কবিতার ভাষায়--)
.
“হাশরের দিন বলিবেন খোদা- হে আদম সন্তান
তুমি মোরে সেবা কর নাই যবে ছিনু রোগে অজ্ঞান।
মানুষ বলিবে – তুমি প্রভু করতার,
আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার?
বলিবেন খোদা- দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘোরে,
তারি শুশ্রুষা করিলে তুমি যে সেথায় পাইতে মোরে।
খোদা বলিবেন- হে আদম সন্তান,
আমি চেয়েছিনু ক্ষুধায় অন্ন, তুমি কর নাই দান।
মানুষ বলিবে- তুমি জগতের প্রভু,
আমরা কেমনে খাওয়াব তোমারে, সে কাজ কি হয় কভু?
বলিবেন খোদা- ক্ষুধিত বান্দা গিয়েছিল তব দ্বারে,
মোর কাছে তুমি ফিরে পেতে তাহা যদি খাওয়াইতে তারে।
পুনরপি খোদা বলিবেন- শোন হে আদম সন্তান,
পিপাসিত হয়ে গিয়েছিনু আমি, করাও নি পানি পান।
মানুষ বলিবে- তুমি জগতের স্বামী,
তোমারে কেমনে পিয়াইব বারি, অধম বান্দা আমি?
বলিবেন খোদা- তৃষ্ণার্ত তোমা ডেকেছিল জল আশে,
তারে যদি জল দিতে তুমি তাহা পাইতে আমায় পাশে
”সংগ্রহ

২০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৫৪

বরকত উল্লাহ্ বলেছেন: প্রিয় একটি কবিতা

৫| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৩০

ঊণকৌটী বলেছেন: দর্শনবর্জিত ধর্ম কুসংস্কারে গিয়ে দাঁড়ায়, আবার ধর্মবর্জিত দর্শন শুধু নাস্তিকতায় পরিণত হয়। আমাদের নিম্নশ্রেণীর জন্য কর্তব্য এই, কেবল তাহাদিগকে শিক্ষা দেওয়া এবং তাহাদের বিনষ্টপ্রায় ব্যক্তিত্ববোধ জাগাইয়া তোলা।'"স্বামী বিবেকানন্দ "

৬| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৪৪

নতুন বলেছেন: বিশ্বাসীরা সৃস্টিকতার ভয়ে অথবা বেহেস্তের জন্য নামাজ রোজা করে।

এখন যদি মানুষের মনে ভয় কমে যায় তবে এগুলি মানুষ করেবনা।

এখন মুসলমানের মনে অনেক প্রশ্ন জাগে আর সেই গুলি জন্মদিচ্ছে এখন কার অনেক মূখ` বয়ানকারী্

আপনি যখন শুনবেন এক হুজুরের সাথে বিলগেডের দেখা হয়েছিলো তাকে তার মনে হয়েছে টিকটিকি।

( যারা bill gates কে চেনেন তারা বুঝতে পারে যে ঐ হুজুর মিথা বলেছেন)

এন্টারকটিক হুজুর করোনা ভাইরাসের ইন্টারভিউ নিয়ে ওষুধের থিউরি দেয়...

তখন মানুষ বুঝে যে এই লোকও চাপাবাজ মিথ্যাবাদি নয়তো মানুষিক ভাবে সুস্হ না।

দেওয়ানবাগী সৃস্টিকতাকে স্বপ্নে দেখে, রাসুল সা: কে স্বপ্নে দেখে তাকে সাহাজ্য করে....

মানুষ এইসব মিথ্যাবাদী চাপাবাজদের কাছে ইসলামের কথা শুনে ইসলামের উপরে সন্দেহ পোষন করে।

২০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৫৫

বরকত উল্লাহ্ বলেছেন: ঠিক বলেছেন

৭| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ১২:০২

নেওয়াজ আলি বলেছেন: সত্য পথে চলার চেষ্টা করি

২১ শে এপ্রিল, ২০২০ রাত ৩:১৩

বরকত উল্লাহ্ বলেছেন: আলহামদুলিল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.