| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রণামিয়ে তব স্মরি নিত্য দিন
নিত্য ভাবি এই কথা (অন্তরে যতনে)
কি দিয়া শোধিব হায় মোর এই ঋন ।
জন্ম নিলা ধরায় যিনি, পৈশুন ঘাতনে-
তাকে কি মানাবে যে পার্থিব কোন ধনে?
আমি তো অধম এক; ধন পূন্য হীন ।
গীর্দেবী সকল কলা দিয়েছেন মনে
তব মাঝে স্নেহ মায়া হয়েছে বিলিন ।
পূজিব মনে সদা, অন্তিম এই আশ
নিব আমি পদদুলি মস্তকের 'পরে ।
বীণাপানী বর পুষ্ট আপনার করে
রয়েছে জাদু এক অবিদ্যা করে নাশ ।
সুভাষ দাস নামটি হবে জগতে খ্যাত
মোর কাছে প্রভু তিনি দেবতার মত ।
২|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৫
রিপন বর্মণ বলেছেন: আমার এক প্রিয় স্যারকে নিয়ে লেখা ছনেট ।
ছন্দ হল: কখকখ খকখক চছছচ জজ
আপনাদের মন্তব্য পেলে ধন্য হব ।
৩|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২১
আরণ্যক রাখাল বলেছেন: এত ভারি ভারি শব্দ কেন
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১১
রিপন বর্মণ বলেছেন: Bangla ke valobasi bole.
৪|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:০১
চাঁদগাজী বলেছেন:
দেখি, কোথাকার কোন মধুসুদন দত্ত এলো পাড়ায়!
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৭
নিলু বলেছেন: লিখে যান