নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিকৃতবুদ্ধির অধিকারী

বর্ষন মোহাম্মদ

অস্থিতিশীলতা, নষ্টামি, আর যাবতীয় প্রতারণা-প্রবণতার বিরুদ্ধে খেলা চলবে

বর্ষন মোহাম্মদ › বিস্তারিত পোস্টঃ

আসলেই কি প্রতিদিন ৬ ঘণ্টা বন্ধ থাকবে ফেসবুক ???

০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৭



বাংলাদেশে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত ফেসবুক বন্ধ রাখার যে প্রস্তাব দিয়েছিল, সেটি বাস্তবায়ন ঠিক হবে না বলে মনে করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি।

গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি পাওয়ার পর বিটিআরসি তাদের মতামত জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিটিআরসি'র এক কর্মকর্তা ।

শীঘ্রই মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত বাংলাদেশে ফেসবুক বন্ধ হতে পারে - এমন খবর প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই সরকারের তীব্র সমালোচনা করে।

সাধারণ মানুষের এই প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে বিটিআরসি'র তরফ থেকে মধ্যরাতে ফেসবুক বন্ধ না করার পক্ষে মত দেয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছিল, ছাত্র-ছাত্রীরা ফেসবুকে অনেক সময় নষ্ট করে, ফলে রাতে তাদের ঠিকমতো ঘুম হয় না। সেজন্য জাতির ক্ষতি হচ্ছে বলেও ঐ চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিটি পাওয়ার পর বিটিআরসি'র তরফ থেকে প্রথমে ইঙ্গিত দেয়া হয়েছিল যে বিষয়টি দুই-একদিনের মধ্যে কার্যকর হতে পারে।কিন্তু দিন শেষে সংস্থাটি ফেসবুক বন্ধ না করার পক্ষে মত দেয়।

বিটিআরসি মনে করে, মধ্যরাতে বাংলাদেশে ফেসবুক বন্ধ করে সমস্যার কোন কার্যকরী সমাধান হবে না । কারণ শিক্ষার্থীরা যদি রাত জেগে যোগাযোগ করতে চায়, তাহলে ফেসবুক ছাড়াও ভাইবার, হোয়াটসঅ্যাপ কিংবা ইমোর মতো আরো ইন্টারনেট-ভিত্তিক যোগাযোগের মাধ্যম আছে।

মধ্যরাতে ফেসবুক বন্ধ করা হলে অনেকের আর্থিক ক্ষতি হতে পারে বলেও বিটিআরসি মত দিয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে যে বাংলাদেশে অনেকেই ফেসবুকের সাহায্যে নানা ধরনের ব্যবসার সাথে জড়িত।

বিটিআরসি জানিয়েছে, মধ্যরাতে ফেসবুক বন্ধ না করে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের নিয়ে সচেতনতা সৃষ্টি করা কার্যকরী সমাধান হতে পারে। তাছাড়া প্রযুক্তিগত কারণে শুধু নির্দিষ্ট বয়সের ব্যবহারকারীদের জন্য ফেসবুক বন্ধ করার সুযোগ নেই বলেও উল্লেখ করেছে সংস্থাটি।

বিটিআরসি বলছে তারা তাদের মতামত জানিয়ে দিয়েছেন, বাকি সিদ্ধান্তের নেয়ার দায়িত্ব মন্ত্রণালয়ের।

২০১৫ সালে সরকারি নির্দেশে বাংলাদেশে ২২ দিন বন্ধ ছিল ফেসবুক। তখনও সরকারের ঐ সিদ্ধান্তের তীব্র সমালোচনা হয়েছিল।

www.dailyjanakantha.com/details/article/259741/ফেসবুক-বন্ধ-করতে-আগ্রহী-নন-বিটিআরসি

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১২

শূন্যনীড় বলেছেন: ভালো আলোচনা করেছেন।

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৫

মহিউদ্দিন হায়দার বলেছেন: সরকারের নীতি নির্ধারকেরা মাথা ব্যাথার জন্য মাথা কেটে ফেলে দেয়ার কথা বলেন সময়। ফেসবুক বন্ধ না করেও আরো অনেক কিছু করার আছে ছাত্রছাত্রীদের পড়ালেখায় মনযোগী করার জন্য। ধন্যবাদ।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ৯:২৯

ধ্রুবক আলো বলেছেন: ফেসবুক ৬ ঘন্টা বন্ধ রাখলেও কি না রাখলেও কি! পোলাপাইন একটা উপায় বের করে ফেলবে ইন করার জন্য।
সবার আগে প্রয়োজন নৈতিকতার শিক্ষার,

৪| ০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৫

কে এম মাহাদী হাসান বলেছেন: hhsaujiij ajwjqjijsk wqnsgwqlw whiao.click here

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.