নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিকৃতবুদ্ধির অধিকারী

বর্ষন মোহাম্মদ

অস্থিতিশীলতা, নষ্টামি, আর যাবতীয় প্রতারণা-প্রবণতার বিরুদ্ধে খেলা চলবে

বর্ষন মোহাম্মদ › বিস্তারিত পোস্টঃ

আগামী মে মাস থেকে রাজধানীতে যানজট দ্বিগুন বাড়বে !!!

১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩


রাজধানীতে ৪০% প্রাইভেট কার তার মধ্যে ১% ভিআইপি বাকি ৫৯% গন পরিবহন । অফিস টাইম ছাড়াও এখন প্রধান প্রধান স্পট , ফার্মগেট, মহাখালী ,কাওরান বাজার , শাহবাগ , গুলিস্তান বিশেষ করে মৌচাক ও মগবাজারে যাত্রীদের ঘন্টার পর ঘন্টা বসে থাকতে লাগে । এর মধ্যে নতুন করে আরো গণপরিবহন সংকট লাঘবে বিদেশ থেকে চার হাজার বাস আনা হবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । আগামী মে মাসে এই ৪হাজার বাস বিভিন্ন রুটে যুক্ত হবে । এমনিতে যানজট আবার নতুন করে গন পরিবহনের সংখ্যা বাড়লে রাজধানীতে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে ।
রাজধানীর এই যানজট কমাতে হলে গনপরিবহন না ১ টি প্রাইভেট কার ১ জন মানুষ । এমন ও পরিবার আছে যেখানে পরিবারের ৪ জন মানুষের ৪ টা গাড়ি , বাবা এক গাড়ী করে অফিসে যায় ,মা আরেকটি গাড়ী করে পার্লারে যায় ,মেয়ে আরেক গাড়ী করে ভার্সিটি যায় , আর ছেলে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে । সেকেন্ড হেন্ড ,থার্ড হেন্ড , ফোর্থ হেন্ড প্রাইভেট কারে রাজধানী ভড়ে গেছে । ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকায় এখন প্রাইভেট কার পাওয়া যায় ,মানুষ কিনবেনা কেন ?
মাননীয় মন্ত্রী মহদয়ের কাছে অনুরোধ , গন পরিবহনের সংখ্যা বাড়ানোর পাশা পাশি ,প্রাইভেট পরিবহনের দিকে একটু নজর দেন । না হয় রাজধানীতে রাস্তায় চলাচল করা অসম্ভব হয়ে যাবে ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০২

চাঁদগাজী বলেছেন:

৩ জনের কম যাত্রী নিয়ে শহরের মুল রাস্তায় প্রাইভেট গাড়ী চালানো বন্ধ করার দরকার।

যাত্রীরাই গণ পরিবহনের মালিক হওয়ার দরকার।

২| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০৩

রিফাত হোসেন বলেছেন: ৩ লাখ টাকায় ক্রয় করা গাড়ি পাওয়া যায়! তার রক্ষনাবেক্ষন খরচ নিশ্চয়ই ভূত যোগাড় করবে না! আর যার অঢেল টাকা থাকে তারা ৩ লাখ টাকায় গাড়ি কিনবে না। ১০-২৫ লাখ অহরহ ক্রয় বিক্রয় হয় আর বেশি বললাম না...

৩ লাখ টাকার ভাল একটা গাড়ি বলুন, দেখি কিনতে পারি কিনা!..... /:)

১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৪

বর্ষন মোহাম্মদ বলেছেন: আমি সেকেন্ড এন্ড থার্ড হেন্ডের কথা বলেছি । কিনবেন আপনি ?আর আমি অঢেল টাকার মালিক রা ৩ লাখ দিয়ে কিনবে সেটাও বলি নাই

৩| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যানজটের সমস্যা হলেই ব্যক্তিগত গাড়ির দিকে কেন নজর দিতে হবে? বর্তমান সমস্যার জন্য দায়ী হলো বাস মালিকরা আর অপরিকল্পিত রুট। রাস্তা দখল করে পার্কিং, বাস স্বল্পতা তো আছেই...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.