নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অস্থিতিশীলতা, নষ্টামি, আর যাবতীয় প্রতারণা-প্রবণতার বিরুদ্ধে খেলা চলবে
রাজধানীতে ৪০% প্রাইভেট কার তার মধ্যে ১% ভিআইপি বাকি ৫৯% গন পরিবহন । অফিস টাইম ছাড়াও এখন প্রধান প্রধান স্পট , ফার্মগেট, মহাখালী ,কাওরান বাজার , শাহবাগ , গুলিস্তান বিশেষ করে মৌচাক ও মগবাজারে যাত্রীদের ঘন্টার পর ঘন্টা বসে থাকতে লাগে । এর মধ্যে নতুন করে আরো গণপরিবহন সংকট লাঘবে বিদেশ থেকে চার হাজার বাস আনা হবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । আগামী মে মাসে এই ৪হাজার বাস বিভিন্ন রুটে যুক্ত হবে । এমনিতে যানজট আবার নতুন করে গন পরিবহনের সংখ্যা বাড়লে রাজধানীতে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে ।
রাজধানীর এই যানজট কমাতে হলে গনপরিবহন না ১ টি প্রাইভেট কার ১ জন মানুষ । এমন ও পরিবার আছে যেখানে পরিবারের ৪ জন মানুষের ৪ টা গাড়ি , বাবা এক গাড়ী করে অফিসে যায় ,মা আরেকটি গাড়ী করে পার্লারে যায় ,মেয়ে আরেক গাড়ী করে ভার্সিটি যায় , আর ছেলে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে । সেকেন্ড হেন্ড ,থার্ড হেন্ড , ফোর্থ হেন্ড প্রাইভেট কারে রাজধানী ভড়ে গেছে । ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকায় এখন প্রাইভেট কার পাওয়া যায় ,মানুষ কিনবেনা কেন ?
মাননীয় মন্ত্রী মহদয়ের কাছে অনুরোধ , গন পরিবহনের সংখ্যা বাড়ানোর পাশা পাশি ,প্রাইভেট পরিবহনের দিকে একটু নজর দেন । না হয় রাজধানীতে রাস্তায় চলাচল করা অসম্ভব হয়ে যাবে ।
২| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০৩
রিফাত হোসেন বলেছেন: ৩ লাখ টাকায় ক্রয় করা গাড়ি পাওয়া যায়! তার রক্ষনাবেক্ষন খরচ নিশ্চয়ই ভূত যোগাড় করবে না! আর যার অঢেল টাকা থাকে তারা ৩ লাখ টাকায় গাড়ি কিনবে না। ১০-২৫ লাখ অহরহ ক্রয় বিক্রয় হয় আর বেশি বললাম না...
৩ লাখ টাকার ভাল একটা গাড়ি বলুন, দেখি কিনতে পারি কিনা!.....
১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৪
বর্ষন মোহাম্মদ বলেছেন: আমি সেকেন্ড এন্ড থার্ড হেন্ডের কথা বলেছি । কিনবেন আপনি ?আর আমি অঢেল টাকার মালিক রা ৩ লাখ দিয়ে কিনবে সেটাও বলি নাই
৩| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যানজটের সমস্যা হলেই ব্যক্তিগত গাড়ির দিকে কেন নজর দিতে হবে? বর্তমান সমস্যার জন্য দায়ী হলো বাস মালিকরা আর অপরিকল্পিত রুট। রাস্তা দখল করে পার্কিং, বাস স্বল্পতা তো আছেই...
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০২
চাঁদগাজী বলেছেন:
৩ জনের কম যাত্রী নিয়ে শহরের মুল রাস্তায় প্রাইভেট গাড়ী চালানো বন্ধ করার দরকার।
যাত্রীরাই গণ পরিবহনের মালিক হওয়ার দরকার।