নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অস্থিতিশীলতা, নষ্টামি, আর যাবতীয় প্রতারণা-প্রবণতার বিরুদ্ধে খেলা চলবে
কোন শিক্ষাসফর হবে চলো চলো রাঙামাটি, বান্দরবন আছে না,, সেখানে আগে দৌড় মারি।।
রাঙামাটির ঝুলন্ত সেতু টা অনেক অনেক সুন্দুর, প্যারা টিং টিং টা দেখার মত..!! আরও আছে হিল ট্র্যাক।।
বান্দরবন
উফ নীলগিরি তো বাংলাদেশ এর সেরা দর্শনীয় জায়গা,, মেঘ ছোঁয়া যায়,
মেঘলা, স্বর্ন মন্দির,রামজাদী মন্দির এগুলো দেখার জন্য আমরা যে কত উদগ্রীব থাকি তা বলার ভাষা রাখে না।।
আর আজ সেই রাঙামাটি আর বান্দরবন যখন পুরো ধংসস্তুপ এ পরিণত হল তখন কারু কিছু যায় আসে না ভাব।। সুশীলরা আজ কেন এত নীরব...!!
যেখানে আজ থাকার জন্য মানুষ এর জায়গা টুকু পর্যন্ত নাই, বেচে থাকার খাবারটাও পর্যাপ্ত নেই। যা আছে তার আকাশ চুম্বী দাম।।
পাহাড় গুলি সহ সমতল হয়ে যাচ্ছে।।
আমদের কি আসে যাই।। আমরা বাঙালী তো।।
আমাদের অবস্থান এখন অনেকটা ইয়াহিয়া খান এর মত হয়ে গেছে যে এদেশের মানুষ নয় মাটি চায়।।
তেমুনি রাঙামাটি,বান্দরবন এর দর্শনীয় স্থান গুলোই শুধু আমদের লাগবে,, মানুষ গুলো নয়।।
২| ১৯ শে জুন, ২০১৭ রাত ১২:৫৫
দ্যা ফয়েজ ভাই বলেছেন: দেখুন,দর্শনীয় স্থান গুলো কেবল আমাদের মূল কেন্দ্রবিন্দুতে,তবে এটা বুঝতে চাই না যে,সেখানকার মানুষ এবং তাদের রীতিও এই স্থান গুলোর শোভা বর্ধন করে।
সম্প্রতি ঘটে যাওয়া মহামারী দূর্ঘটনায় কারো তেমন কোন মাথাব্যাথা দেখছি না
৩| ১৯ শে জুন, ২০১৭ রাত ১:৩৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রাকৃতিক দুর্যোগে কারো হাত নেই। ঝুঁকিপূর্ণ হলে পাহাড়ে থাকারও দরকার নেই। গরীবদের জন্য সরকার কম ঝুঁকিপূর্ণ জায়গায় থাকার ব্যবস্থা করতে পারে। তবে সেখানেও সমস্যা। পাহাড়িদের বিভিন্ন গ্রুপ সরকারকে সহায়তা করে না। সরকারের পূর্ণ কতৃত্ব স্থাপন করে এসব সমস্যার সমাধান করতে হবে...
©somewhere in net ltd.
১| ১৮ ই জুন, ২০১৭ রাত ১১:৩৪
চাঁদগাজী বলেছেন:
কিছু করা সম্ভব?