নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাদাকে সাদা এবং কালো কে কালোই দেখি

বাঁশ বাগান

বাঁশ বাগান › বিস্তারিত পোস্টঃ

পদ্মা সেতু নিয়ে প্রধান মন্ত্রীর ইনেশেটিভকে স্যালুট

০৯ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:০০

জনাব প্রধানমন্ত্রী,



পদ্ম সেতু নিয়ে দুর্নীতির তীর আপনার ও আপনার সরকারের দিকে। সত্য মিথ্যা জানি না। কিন্ত্তু নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়নের আপনার রূপরেখা কে স্বাগত জানাচ্ছি। শুধু খেয়াল রাখবেন যেন কোনো শুকুন এই টাকার উপর তাদের নখ দাবাতে না পারে। আর সব আবুলদের এখানে থেকে দূরে রাখবেন।



এই কাজের জন্য দেখবেন দেশের জনগন আপনাকে শ্রদ্ধা আর ভালবাসার ডিগ্রি প্রদান করবে, আপনার সমস্ত ডিগ্রির থেকে এই ডিগ্রি অবশ্যই বড় হবে সেটা আমাদের বিশ্বাস।



দেশের টাকায় পদ্মা সেতুর রূপরেখা প্রধানমন্ত্রীর:

Click This Link



পদ্মা সেতুর জন্য কলপ্রতি ২৫ পয়সা দিন: স্পিকার

Click This Link

মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:১৯

িফেরাজ আহেমদ ভুইয়া বলেছেন: পদ্মা সেতু নিয়ে প্রধান মন্ত্রীর ইনেশেটিভকে স্যালুট =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ , neja bash khaica akhon public ar taka khawor pondi, mathar modda ato innovation thakle godam khawoner age kno bujlona ja nijer takay padma bridge banamu.

১০ ই জুলাই, ২০১২ রাত ১২:৪০

বাঁশ বাগান বলেছেন: ধাক্বা খেয়ে শিখেছে। আশা করি নিজেদের টাকায় পদ্মা সেতু হবে।

২| ০৯ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:২২

বন পলাশের পদাবলী বলেছেন: এটা পাব্লিকের টাকা মারিং করার নতুন প্রজেক্ট।

১০ ই জুলাই, ২০১২ রাত ১২:৩৭

বাঁশ বাগান বলেছেন: ভিন্নমত

৩| ০৯ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:২৯

হাওড়ার যোগী বলেছেন: পাব্লিকের টাকা লুটপাটের নতুন কৌশল।

১০ ই জুলাই, ২০১২ রাত ১২:৩৮

বাঁশ বাগান বলেছেন: এবারে এটা হবে না বিশ্বাস করি।

৪| ০৯ ই জুলাই, ২০১২ রাত ৯:৪৮

পাব্লিক বলেছেন: আপনি অবশ্যই লুটের টাকার ভাগ পাইবেন।

১০ ই জুলাই, ২০১২ রাত ১২:৪১

বাঁশ বাগান বলেছেন: লুটের টাকা হল হারাম। লুটের টাকা চাই না, নিজের টাকায় পদ্মা সেতু চাই।

৫| ০৯ ই জুলাই, ২০১২ রাত ১১:৩০

জাতির নানা বলেছেন:
তাইলে পাবলিকরে বাঁশ দেওয়ার পুরা এন্তেজাম চলতাছে...........

১০ ই জুলাই, ২০১২ রাত ১২:৪৫

বাঁশ বাগান বলেছেন: নানা ভাই, আপনার সাবেক কোম্পানী মানে রবি (একটেল) সহ মোটামুটি সব মোবাইল কোম্পানী কিছুদিন আগ পর্যন্ত কিন্ত্তু স্টাবলিশ কল চার্জ নামে প্রতি কলে ১ টাকা করে কেটে রেখেছে। সুতরাং প্রতি কলে ২৫ পয়সা করে সারচার্জ এবং অন্যান্য উপায়ে পদ্মা সেতুর টাকা যোগানো কিন্ত্তু কোনো ব্যাপার না।

বিশ্বাস যোগ্যতা অর্জনের এর চেয়ে ভাল সুযোগ প্রধানমন্ত্রী আর নাও পেতে পারেন।

৬| ০৯ ই জুলাই, ২০১২ রাত ১১:৩৬

চানাচুর বলেছেন: ডলা খাইতে পোস্ট দেছে :D

১০ ই জুলাই, ২০১২ রাত ১২:৪৬

বাঁশ বাগান বলেছেন: কে কারে ডলা দিবে। ব্যাখ্যা প্রয়োজন

৭| ১০ ই জুলাই, ২০১২ রাত ১২:৪৫

হাছন রাধা করিম বলেছেন: Apnar ki dharona achay 22 hajar koti taka tultay koto din lagbay? Tarpor taka tula shesh holay je inflation er karonay bridge er khoroch koto barbay Allah malum. Taholay shei bordhito korocher taka ashbay kotha thekey?

১০ ই জুলাই, ২০১২ রাত ১:৩১

বাঁশ বাগান বলেছেন: দেশের প্রায় মোবাইল ৬ কোটি মোবাইল গ্রাহক যদি দৈনিক কল প্রতি .২৫ টাকা সারচার্জ হিসাবে দেয় তবে বছর শেষে উঠে প্রায় ৫৪৮কোটি টাকা। বাকী হিসাবের ভার আপনার উপরই ছেড়ে দিলাম।

৮| ১০ ই জুলাই, ২০১২ রাত ১২:৫১

তিক্তভাষী বলেছেন: @ জনাব বাঁশ বাগানঃ

দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক হতে প্রত্যাখাত হওয়ার পর নিজস্ব অর্থায়নের ইনেশেটিভকে "উৎস যেটাই হোক, খেতে আমাদের হবেই" নীতির বাস্তবায়ন ছাড়া অন্য কিছু ভাবার কারণ নেই। এমনকি সে উৎস দেশের আম পাবলিক হলেও পরোয়া নেই।

১০ ই জুলাই, ২০১২ রাত ১:২৪

বাঁশ বাগান বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। আমি প্রধানমন্ত্রীরা ইনেশেটিভ কে স্বাগত জানিয়েছি এবং পাশাপাশি বলেছি, "শুধু খেয়াল রাখবেন যেন কোনো শুকুন এই টাকার উপর তাদের নখ দাবাতে না পারে। আর সব আবুলদের এখানে থেকে দূরে রাখবেন"।

ন্যাড়া একবার ই বেল তলায় যায়। দেশের জনগনের ভালাবাসার ডিগ্রি কুড়ানোর এই সুবর্ন সুযোগ তিনি হারাবেন বলে আমার মনে হয় না।

৯| ১০ ই জুলাই, ২০১২ ভোর ৬:০৭

হাসান কালবৈশাখী বলেছেন:
পদ্মা সেতু নিয়ে প্রধান মন্ত্রীর ইনেশেটিভকে ইতিবাচক ভাবেই দেখছি।
পদ্মা সেতুর জন্য কলপ্রতি ২৫ পয়সা একটি ভাল উদ্যোগ। এতে দেশের প্রতিটি মানুষ ভাবতে পারবে এই সেতুতে আমারও প্রত্যক্ষ অবদান আছে।

মাত্র সিকি পয়শার যারা জন্য কান্নাকাটি করা সুরু করছেন .. তাদের কে বলি

আমরা মোবাইল বিল দিছি -
পাচ-ছ বছর আগে মোবাইল কলরেট ছিল মিনিটে ৫ টাকা
(বর্তমানে যার বাজার মুল্য ৯ টাকা)

২০০০ সালে ছিল ৭ টাকা ( বর্তমান ভ্যালু ২০টাকা)

এখন মাত্র ৩০ পয়সা বা ১.৫০

১০ ই জুলাই, ২০১২ সকাল ১১:৪০

বাঁশ বাগান বলেছেন: সুন্দর বিশ্লেষন। এখন বর্তমান সরকার এই বিষয়ে সত্যিকারের কার্যকরী পদেক্ষেপ নিলেই হয়।

১০| ১০ ই জুলাই, ২০১২ সকাল ১১:৩৩

এম এম ওবায়দুর রহমান বলেছেন: Click This Link
এই বিষয়ে আমার যুগান্তকারী ফর্মুলাটা পড়ে দেখতে পারেন।

১০ ই জুলাই, ২০১২ সকাল ১১:৩৮

বাঁশ বাগান বলেছেন: পড়লাম, পুরাটাই রকিকতা। হাসিনা ও তার সরকার সত্যিকার অর্থেই যদি এটা করে দেখাতে পারে তবে দেশের রাজনৈতি চিত্র কিন্ত্তু সত্য সত্যিই পাল্টিয়ে যাবে! তখন এই ধরনের রসিকতা পদ্মার জলে হাবুডুবু খাবে।

১১| ১০ ই জুলাই, ২০১২ সকাল ১১:৫৬

জাহিদ ২০১০ বলেছেন: রিজওয়ান উল আলম এর Click This Link এইডা দেইখা তারপর কথা কন।

১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৩০

বাঁশ বাগান বলেছেন: পড়লাম। দূর্নীতির তদন্ত ও তার বিচার প্রক্রিয়া শুরু হোক। কিন্ত্তু তার কারনে পদ্মা সেতু নির্মান প্রক্রিয়া যেন বন্ধ না হয়।

১২| ১০ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৩৭

জাহিদ ২০১০ বলেছেন: লেখক বলেছেন: পড়লাম। দূর্নীতির তদন্ত ও তার বিচার প্রক্রিয়া শুরু হোক। কিন্ত্তু তার কারনে পদ্মা সেতু নির্মান প্রক্রিয়া যেন বন্ধ না হয়।


কি যে বলেন ভাই, টাকা হাতে পাওয়ার আগেই যখন এই দুর্নীতি হয় তাহলে টাকা হাতে পাওয়ার কি হইব তা আল্লাহ মালুম।আর আমাদের দুদক বাবাজী তো কিছুই দেখে না । তদন্ত, বিচার এর তো কোন প্রশ্নই আসে না।

আমরা অবশ্যই চাই পদ্মা সেতু হোক। তা যেন দুর্নীতি মুক্ত হয়।

১০ ই জুলাই, ২০১২ দুপুর ২:৫০

বাঁশ বাগান বলেছেন: আমরা অবশ্যই চাই পদ্মা সেতু হোক। তা যেন দুর্নীতি মুক্ত হয়।

সহমত

১৩| ১০ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৫৫

নিয়েল ( হিমু ) বলেছেন: আপনার সাথে সহমত। আর আমরাই যেহেতু টাকা দিব তাই আমাদের কাছে নিয়োমিত খরচের হিসাব প্রকাশ করতে হবে। আমি প্রথম থেকেই বিশ্বাস করি নিজের টাকায় পদ্মা সেতু সম্ভব

১১ ই জুলাই, ২০১২ রাত ১২:৩০

বাঁশ বাগান বলেছেন: শুধু সৎ থাকার ইচ্ছাটা দরকার। মন্তব্যের জন্য ধন্যবাদ

১৪| ১০ ই জুলাই, ২০১২ বিকাল ৪:০৮

প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: নিজের টাকায় পদ্মাসেতু করা সম্ভব। কিন্তু কাদের দ্বারা? যাদের দূর্নীতির কারনে বিশ্বব্যাংক ঋনের টাকা আটকে দিয়েছে তাদের দ্বারা? যারা শেয়ারবাজার লুট করেছে সেই তাদের দ্বারা?


কার যদি বেশি তেল থাকে তাহলে নিজে যেয়ে পয়সা দিয়ে আসুক, মোবাইলের মাধ্যমে চাদাবাজি করে টাকা নিবে কেন? নিজের মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে পদ্মাসেতুতে টাকা দিব আর তারা বসে বসে বংগভবনে আমোদ করবে, বিদেশ ভ্রমনে আণ্ডা বাচ্চা সহ ঘুরবে, ফোনের বিল বকেয়া রাখবে।

আর কিছু চামচা আমাদের মুখের সামনে দেশপ্রেমের মূলা ঝুলায় রাখবে। আর আমাদের খাইতেই হবে।

১০ ই জুলাই, ২০১২ রাত ১১:৩৩

বাঁশ বাগান বলেছেন: প্রিন্স অফ ব-দ্বীপ আপনার দুঃখটা বুঝি। আমারও তো দাবী শুকুনরা যেন দুরে থাকে। আর মোবাইলের মাধ্যমে চাদাবাজি? -করপোরেট বেনিয়ারা কিন্ত্তু প্রতিনিয়ত আমাদের পকেট কাটছে।

১৫| ১১ ই জুলাই, ২০১২ রাত ১২:৪৬

নাঈম_নাজিউর বলেছেন: ব্রাদার ইনিশিয়েটিভ খুবই ভালো কিন্তু নার্সারীর বাচ্চাও জানে এই টাকার অর্ধেকই গায়েব হইয়া যাইবে এবং রাজধানীতে বি.এম.ডব্লিউ/মার্সিডিজ বাড়বে। বাংগালী চাইলে প্রতিদিন ১০ টাকা কইরা দিবে (মাগুরার রিক্সাওয়ালা নিজে বলছে ২০ টাকা আলাদা রাইখা দিবে ডেইলী) যদি এইটার প্রপার ইউজ হয় কিন্তু পাবলিক জানে ইউজ হবে না, যেইখানে প্রজেকট্ শুরু হওয়ার আগেই গাড়ী কেনার নামে টাকা মারিং হইছে সেইখানে ..... বাল আমার।

১৫ ই জুলাই, ২০১২ রাত ১০:০৬

বাঁশ বাগান বলেছেন: ,,, গায়েব হইয়া যাইবে আর হইয়া গেছে , কথাটার পার্থক্য আছে। আশা করি পদ্মা সেতুর ব্যাপারে সরকার আর ভুল করবে না।

১৬| ১৩ ই জুলাই, ২০১২ রাত ১:২৭

আমি ব্লগার হইছি! বলেছেন: নিজের টাকায় নিজের সেতু
কথাটাতো মন্দ নয়,
দেখতে হবে এখন শুধু
কেমন করে কিসে হয় !
ততোটা দিন ধৈর্য্য ধরুন
পদ্মা সেতুর কাজটা হোক,
কাজটা করুন ভালোবাসায়
বকুক বাজে মন্দ লোক !

১৫ ই জুলাই, ২০১২ রাত ১১:০০

বাঁশ বাগান বলেছেন: কবিতার ভাষায় আমার মনের কথা, ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.