![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
KFC বার্গার দিয়া lunch করলাম। এত ছোটো যে ক্ষুধা মিটলো না।
অফিসের মিটিং এর সময় দিছে। কাওরে বলতেও পারতাছি না।
এখন কি যে করি!!!!!!!!
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮
বাঁশ বাগান বলেছেন: KFC তো যাই না। গত তত্বাবধায়ক সরকারের সময় জিনিস পত্তের দামের আগুন KFC তেও লাগলো। তারপরই ওদের খাবারের দাম ঠিক রাইখা পরিমান কমায় দিল। তারলাইগায় পেট ভরে না !!
২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪
নক্শী কাঁথার মাঠ বলেছেন: অফিস থেকে স্যালারি এ্যাডভান্স নিয়ে ভাত খেয়ে আসেন।
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯
বাঁশ বাগান বলেছেন: টাকা না হয় ম্যানেজ করা যাবে। কিন্তু এই টাইমে ভাত পামু কই
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭
রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: মাছে ভাতে বাঙালি। সাহেবি খানা সব সময় আমাদের মানায় না। পেটের এক কুনায় পইড়া থাকে।
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১
বাঁশ বাগান বলেছেন: লান্চে তো ভাত ই খাই, কিন্তু অফিস থিকা আজকে বার্গার দিল। তাতেই না এই ঝামেলা
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২
টাইলুং বলেছেন: পান খাইতে পারেন, কাজে লাগবো
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫
বাঁশ বাগান বলেছেন: টাইলুং বলেছেন: পান খাইতে পারেন, কাজে লাগবো
জব্বর কইছেন
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭
ইথান মাহমুদ বলেছেন: Kader Fast Food ar khawon khaisen. taile to thik ase.
০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
বাঁশ বাগান বলেছেন: এখন শর্মা খাইলাম। পেট টা একটু ঠান্ডা। আলহামদুলিল্লাহ
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
সাইফুলইসলাম েকােয়ল বলেছেন: একদিন কেএফসি খাইয়া দুনিয়ারে মনে হয় জানালেন?
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪
বাঁশ বাগান বলেছেন: দুনিয়া না জানুক, আমার সহ ব্লগার সাইফুল ভাই জানছে যে একদিন কেএফসি খাইয়া আমার পেট ভরে নাই
৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
আধখানা চাঁদ বলেছেন: কাইল কা কি দিয়া লাঞ্চ করবেন সেটাও জানায়েন। আর আজ ডিনার কি দিয়া করবেন সেটাও!
ঝাতি ঝানতে চায়।
পুষ্ট স্টিকি করা হউক :p
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬
বাঁশ বাগান বলেছেন: কালকের খবর আজকে কেমতে কমু। তয় মনে হয় কালকের খাবার বাসার থাইক্কাই খাবার আসবো।
"ঝাতি" টা কি ? "পুষ্ট স্টিকি" মনে হয় হব না।
৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬
কালোপরী বলেছেন: আমি তো আজকে একরকম না খেয়েই ছিলাম
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬
বাঁশ বাগান বলেছেন: খান নাই? কোন কি? আগে কইলে তো শেয়ার করতে পারতাম!! এমনেতেই ক্ষুধা মিটছিল না। নাইলে আরেকটু বেশী ক্ষুধা থাকতো।
৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭
কালোপরী বলেছেন: সবই কপাল
আজকে ভাত খাইসি
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১০
বাঁশ বাগান বলেছেন: কালোপরী বলেছেন:.....। আজকে ভাত খাইসি।
মাছে ভাতে বাংগালী, থুক্কু বাংলাদেশী। বাংলাদেশী বাংগালী।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভাই, কে এফ সি তে পেট ভরে খাইতে হইলে বেবাক টাকা খরচ করান লাগবো। যার কারণে ঐ জায়গাই পা মাড়াই না।