![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগে অনেকেই আছেন যারা পা/ফাকিস্তান নিয়ে সারাদিন তসফি গনেন তারা সারদিন ততে মুঠো ভাত খান কিনা জানিনা। তারা বিশেষ এক গোষ্ঠিকে (জামাত-শিবির) সকাল/বিকালে পা/ফাকিস্তানে পাঠাতে না পারলে ঘুমোতে পারেন কিনা সন্দেহ!
তারা প্রতিদিন যতবার পা/ফাকিস্তানের নাম নেন বা ভাবেন, সেই বিশেষ গোষ্ঠি মানে জামাত-শিবির রা মনে হয় সারা বছরেও কেন এক যুগেও মনে হয়তো ভাবে না।
আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পা/ফাকিস্তান কে এই দেশ থেকে বিতাড়িত করেছি। বর্তমানে মুক্তিযুদ্ধের সময় গঠিত অপরাধের বিচার প্রক্রিয়া চলছে। বিচার প্রক্রিয়া নিয়ে পক্ষে-বিপক্ষে নানা মতবেদ আছে। আমি সেই দিকে যাব না তবে বলা যায় বিচারের কাজ শুরু হয়েছে।
ভৌগলিক ভাবে আমাদের দেশ আর পা/ফাকিস্তান হওয়া সম্ভব নয়। তবে তারা সবসময়ের জন্য পা/ফাকিস্তান তসফি জপছে কেন? যেটা হওয়া সম্ভব সেই দেশের নাম কিন্ত্তু উনারা নেন না।
হাসিতে হাসিতে আমি ফিট হওয়ার জোগাড়।
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬
বাঁশ বাগান বলেছেন: পোষ্ট দিলাম কি , আর কমেন্টস দিলেন কি?
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০
জেনারেশন সুপারস্টার বলেছেন: ভালা কইছেন
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৪
বাঁশ বাগান বলেছেন: ভাল কথার ভাত নাইরে ভাই
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
ইয়াংিক বলেছেন: দাবি একটাই, হাম্বালিগ ও জাশি মুক্ত বাংলাদেশ চাই।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০১
ফরিদ হাসান বলেছেন: অসাধারণ একটি সংগ্রহশালা (না দেখলে মিস করবেন)

সম্প্রতি প্রথম আলো পত্রিকায় দেশে ও দেশের বাইরে বাংলাদেশের মুখ উজ্জ্বলকারী ব্যক্তিদের নিয়ে নিয়মিত ”আমিই বাংলাদেশ” নামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করছে। যা কিনা ইতিমধ্যে পাঠকমহলে বেশ উৎসাহ সৃষ্টি করেছে। সেই প্রেরণায় আমরা এযাবত যতগুলো প্রতিবেদন প্রকাশিত হয়েছে সবগুলো প্রতিবেদন একসাথে জড়ো করে চলেছি। প্রতিদিনই পেজটি আপডেট করা হয়। অনবদ্য এই সংগ্রহশালাটি দেখতে এখানে ক্লিক করুন