নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাদাকে সাদা এবং কালো কে কালোই দেখি

বাঁশ বাগান

বাঁশ বাগান › বিস্তারিত পোস্টঃ

‘সাঈদীর রায় মানবে না শিবির’

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯





বাংলানিউজ২৪ এ দেখলাম শিবিরের কেন্দ্রীয় সাহিত্য বিষয়ক সম্পাদক ইয়াসিন আরাফাত বলেছেন, “শিবিরের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্য‌ন্ত বাংলার মাটিতে সাঈদীর অবৈধ কোনো রায় মেনে নেবে না।



রায়ে সাইদী বেকসুর খালাস হলে তখন..............



B-);)B-);)

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

মদন বলেছেন: =p~

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০১

বাঁশ বাগান বলেছেন: হি: হি:

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০১

মাহির কাবির বলেছেন: jokes ta valu re mamu......

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৬

বাঁশ বাগান বলেছেন: জোকস না ভাইজান, একটা নিরীহ জিজ্ঞাসা !!

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৬

সংকেত মাহমুদ বলেছেন: ৭১ এ সাঈদী সত্যি সত্যিই অপরাধী কিনা এব্যাপারে আমারও সন্দেহ আছে ।তবে উনি যদি ৭১ এ সত্যই নিরপরাধ হয়ে থাকেন তাহলেও স্বাধীনতার পর জেনেশুনে ঐসব আত্ম-স্বীকৃত রাজাকারদের দল জামাতের সাথে যুক্ত হয়ে তিনি অন্যায় করেছেন -ভূল করেছেন ।

কেননা বাদবাকিগুলা তো অরিজিনাল রাজাকার।যদিও ছাগুদের বিশ্বাস হয় না, ধৃত ব্যাক্তিরা অরিজিনাল আলবদর- রাজাকার ।আরে হারামজাদা ছাগুর দল- ধৃত ব্যাক্তিরা তো শুধু রাজাকার বাহিনীর একজন সাধারন সদস্যই না বরং রাজাকার-আলবদর-দোষর বাহিনীর কেন্দ্রীয় লিডার ।
যে নিজামী আলবদরে লিড দিছে, "অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র ধর "এই কথা বইলা যে মুজাহিদ গনহত্যাকারী রাজাকারদের নির্দেশ দিছে , যে গোলাম আজম তার কর্মীদের খুনী পাক হানাদার বাহিনীরে সহযোগিতা করার নির্দেশ দিছে , তারা ৭১ এ নিশ্পাপ শিশু । অথচ এরা তো ছিল, গনহত্যাকারী দোষর বাহিনীর কেন্দ্রীয় লিডার ।কেননা ’৭১-এ মুক্তিযুদ্ধকালে রাজাকাররেরা যাদের হত্যা, ধর্ষণ ও নির্যাতন করেছে, তাদের সঙ্গে রাজাকারদের কোনো ব্যক্তিগত বা পারিবারিক শত্রুতা ছিল না। লাখ লাখ মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছিল দলীয় ও রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট আদর্শিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে। রাজাকার বাহিনী হত্যাযজ্ঞে মেতে উঠেছিল এই লিডারদের রাজনৈতিক আহ্ববানেই ।
বাংলার স্বাধীনতার বিরুদ্ধে অধিনস্ত রাজাকারদের অস্ত্র হাতে নিতে মুজাহিদের নির্দেশঃ X(( X(( X(( +
১৯৭১ এর গনহত্যাকারী আলবদর বাহিনীকে একশনে উৎসাহিত করতে আলবদরের নেতা নিজামীর প্রচেষ্টার নমুনাঃ




০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১২

বাঁশ বাগান বলেছেন: এত ইতিহাস কেন ভাই, রায় নিয়ে কথা বলুন।

সাঈদী যদি বেকুসুর খালাস পায় তাইলে শিবির কি করবে?

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

নেংটি ইদুর বলেছেন: যেই পাপ জমা আছে,খালাসের আশা জামাতীরাও করেনা। নইলে একটা অপশন রাখত ;)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

বাঁশ বাগান বলেছেন: পাপ পূন্য নয়, রায় খালাস হলে শিবির কি মেনে নিবে কিনা বলেন?

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: বাশ বাগানের সব বাশ অর্ডার দিয়া রাখলাম। অচিরেই ছাগুদের পেছনে ঢুকানো হবে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৬

বাঁশ বাগান বলেছেন: এসে গেছেন জনাব। বাশ রেডিই আছে। রেডি থাইকেন।

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৪

খুব সাধারন একজন বলেছেন: পাপ বাপকেও ছাড়ে না।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৯

বাঁশ বাগান বলেছেন: বাপও কিন্তু পাপ কে ছাড়ে না। কিন্তু রায় সাঈদীর পক্ষে গেলে শিবির কি করবে?

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৬

ধমাধম বলেছেন: খালাচ হৈলে কিটা হৈপে? কিচু বোলে নাি?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৮

বাঁশ বাগান বলেছেন: কি হৈপে সেটাই তো জানতে চাচ্ছি

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩০

বাউল! বলেছেন: অবৈধ রায় মানবে না, তবে রায় হবে বৈধ। তাই মানতেই হবে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫১

বাঁশ বাগান বলেছেন: অবৈধ রায় কোনটা আর বৈধ কোনটা!! পাজল হয়ে গেলাম

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫০

চলতি নিয়ম বলেছেন: নেংটি ইদুর বলেছেন: যেই পাপ জমা আছে,খালাসের আশা জামাতীরাও করেনা। নইলে একটা অপশন রাখত ;)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০

বাঁশ বাগান বলেছেন: তাইলে কি শিবিরেরা করে?

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
রায়ে সাইদী বেকসুর খালাস হলে তখন..............



ফাসির কোন বিকল্প নেই।



০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০

বাঁশ বাগান বলেছেন: ফাসীই যদি না হয় তবে শিবির কি তা মেনে নেবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.