নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাদাকে সাদা এবং কালো কে কালোই দেখি

বাঁশ বাগান

বাঁশ বাগান › বিস্তারিত পোস্টঃ

অসময়ে কিছু জানতে চাওয়া

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬



একটি প্রশ্ন মনের ভিতর খচখচ করছিল। সেটা হল জাফর ইকবাল, মুনতাসির মামুন এবং শাহরিয়ার কবির কে নিয়ে। বর্তমানে বিচার মানিনা, ফাসি চাই (!) আন্দোলনে উ্ক্ত তিন জন জ্বালময়ী ব্ক্তব্য দেখে আমার মনে হয়েছিল এই ত্রয়ী দেশের কোনো বীর মুক্তিযোদ্ধা নিদেনপক্ষে সহযোগী যোদ্ধা; কিন্ত্তু আফসোসের সহিত জানিতে পারিলাম উনারা কোনোটাই নয়। মুক্তিযুদ্ধের সময় তিন জনই যুবক ছিলেন। তাহলে সেই সময় উনাদের ভুমিকা কি ছিল, কোন কারনে উনারা মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেনি? যদি এটা সঠিক সময় না এই বিষয়ে জানতে চাওয়া। তবুও তেজদিপ্ত তারন্যের কাছে প্রশ্ন রইল।।



কাদা ছিটাবেন না। উত্তর দিয়ে যাবেন।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

িসরাজ উদদীন বলেছেন: জাফর ইকবাল, মুনতাসির মামুন এবং শাহরিয়ার কবির এরা হচ্ছে জ্ঞান পাপী।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

বাঁশ বাগান বলেছেন: কিন্তু তারা কি মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিন জনই যুবক ছিলেন। তাহলে সেই সময় উনাদের ভুমিকা কি ছিল, কোন কারনে উনারা মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেনি?

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

ভেজাল* বলেছেন: একটু পর উত্তরের বদলে গালি শুনবেন।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০

বাঁশ বাগান বলেছেন: উত্তরের বদলে গালি আসতেই পারে । তবু আমার জিজ্ঞাসা থাকবে -মুক্তিযুদ্ধের সময় তিন জনই যুবক ছিলেন। তাহলে সেই সময় উনাদের ভুমিকা কি ছিল, কোন কারনে উনারা মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেনি?

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১

খাঁটি মাটির বাংলা বলেছেন: সত্য কথা বললেই দোষ?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

বাঁশ বাগান বলেছেন: দোষগুন বুঝিনা উত্তর চাই

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

উপমা সৈয়দ বলেছেন: এই প্রশ্ন আমার মাথায়ও বহুবার উকি মেরেছে!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

বাঁশ বাগান বলেছেন: প্রশ্নটা ঠিক আর উত্তরতো জানা.............................থাকলে দিয়ে যান

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৪

এ.ডি.এম শাফী বলেছেন: সামুর একটা স্বীকৃত ছাগুর প্রশ্নের উত্তর কেউ দিতে পারতেছে না,আফসুস! এর মোক্ষম উত্তর দিতে পারতাম,কিন্তু এই লোকগুলোকে আমি পছন্দ করি না আদর্শিক কারণে,তাই এদেরকে ডিফেন্ড করার কোন ইচ্ছাও নাই!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৭

বাঁশ বাগান বলেছেন: ছা=ছাত্রলীগ আর গু তে যদি গুন্ডা হয় তবে আমি তা নই। সামুর সেই স্বীকৃত ছাগুটি কে?

উত্তর দেওয়ার জন্য সৎ সাহস লাগে,..,,,,

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

ফাহীম দেওয়ান বলেছেন: উনারা যদি ৭১ এ স্বাধীনতা যুদ্ধে কোন ভুমিকা নাও পালন করেন সেটার জন্য যে কোন যুদ্ধাপরাধীর বিপক্ষ্যে আন্দোলন করতে পারবেন না, সেই অযৌক্তিক প্রশ্ন করাতেই আপনার বিবেক বুদ্ধির ঘাটতি আছে বলে মনে হচ্ছে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

বাঁশ বাগান বলেছেন: আমার বুদ্ধি এমনিতেই কম। তারা মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করলো না, আবার জাফর ইকবাল সাহেব আদলতের সমন থাকা সত্ত্বেও সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দিতে গেল না। তখন তো সন্দেহ থাকেই , তাদের উদ্দেশ্য কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.