![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল ফেসবুকের একটি ওয়ালে এক ইমেজে লেখা কিছু কথা শেয়ার না করে থাকতে পারলাম না।
>"এই আন্দোলন কার বিরুদ্ধে?
-রাজাকারের বিরুদ্ধে। আমরা রাজাকারদের ফাসি চাই।
>ফাসীর রায় দেওয়ার দায়িত্ব কার?
-জ্বী....., আদালতের।
>আদালতকে তথ্য-উপাত্ত দেওয়ার দায়িত্ব কার?
-হুমম.... সরকারের।
>সরকার প্রয়োজনীয় তথ্য-উপাত্ত, সাক্ষী-প্রমান দিতে না পারলে দোষ কার?
-সরকারের।
>তাহলে তোমাদের আন্দোলন কার বিরুদ্ধে হওয়া উচিৎ?
-সরকারের বিরুদ্ধে
>তাহলে আন্দোলন হচ্ছে কার বিরুদ্ধে?
- ও.....ইয়ে, এটা তো আগে বুঝি নাই"
আমার কথা
পাদটীকা:
সরকারের ছত্রছায়ায় কারা কার বিরুদ্ধে আন্দোলন করছে?
সমস্ত অপরাধীদের সুষ্ঠু বিচার এবং সেই বিচারের রায় দ্রুত কার্যকরী দেখতে চাই।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
বাঁশ বাগান বলেছেন: খালিদ মুহাম্মদ ইফতেখার আবেদীন বলেছেন: সরকারের বিরুদ্ধে কিছু বললে গণজাগরণকে এক মুহূর্তও রাস্তায় দাড়াতে দেবে না
মনে হয় না সরকার এমনটি করবে।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৯
আমি মুখতার বলেছেন: andolon to juddhaporadhi der biruddhe hoitese........ Eikhane sorkar-torkar er kahini ken astese...? Bnp re keu na korse andolon e jog na dite!!!!!!!!!!!!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬
বাঁশ বাগান বলেছেন: উপরের প্রশ্নগুলির জবাব পড়েন....
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩
মিশনারী বলেছেন: আপনি যে জামাতি বুঝা গেল । আমাদের জন্য কোন আদালতে দরকার নাই । আমরা এদেশের মুক্তিযোদ্ধের সোল এজন্ট । আমরা যা বলি আদালত তাই বলবে । কোন একটা রাজাকার কিভাবে যেন যাবত জীবন দিয়ে দিল সেইটা আমাদের জানা ছিল না । আমরা এই রাজাকারটাকে বাহির করব ।
দেখন না রাজাকারে বিচার আমরা আবার রাজাকারের দরবারে চাই । ম খা তো আমাদের কথা শুনে, সে এখন রাজাকার না । আর বেয়াই কতা তো তুললে আপনাদের চোখ তুলে নিব । আমাদের কথার বাহিরে কোন কথা মানব না ।
একজন নাস্তিককে আমরা শহীদ বানাতে পারি । আমরা অনেক নাস্তিককে ও আমরা নেতা বানাতে পারি । রাজাকারের বিচার বাংলার মাঠিতে হবেই হবে । জয় বাংলা ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫
বাঁশ বাগান বলেছেন: হুমকি ধামকি দিয়ে লাভ নাই। আর যাকে তাকে ট্যাগ দিয়ে লাভ নাই।
উপরের প্রশ্নগুলির জবাব পড়েন....
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩
কিউ জামান বলেছেন: জয় বাংলা বলছেন জয় বঙ্গবন্ধু বলছেন না কেন? আপনি তো মিয়া বড় রাজাকার।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
বাঁশ বাগান বলেছেন: সব শ্লোগান আমি এক সাথে দিতে পারবো। তবে গ্যারান্টি দিতে হবে রাজাকার থেকে আমার নাম কাটা যাবে।
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬
সড়সড়সড় বলেছেন: বাশেরকেল্লার বাশ কি আপনের বাগান থাইকায় যায় নাকি????
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
বাঁশ বাগান বলেছেন: আমি ভাই বাশ বাগান, বাশ দিয়াই তো বাশের কেল্লা বানায়, নাকি?
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
খালিদ মুহাম্মদ ইফতেখার আবেদীন বলেছেন: এ্ই সরকার ভয়ঙ্কর । সবাই সব কিছু জানে, কিন্তু তবুও চুপচাপ । সরকারের বিরুদ্ধে কিছু বললে গণজাগরণকে এক মুহূর্তও রাস্তায় দাড়াতে দেবে না । তখন রাস্তায় পাশে দাড়ানো পুলিশের মুখের হাসি বুলেটের আর্তনাদ হতে সময় লাগবে না ।