নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হালুয়া টাইট করতে মুঞ্চায়

আপাতত তেমন সাংঘাতিক কিছু নাই---

এরপর কি তিনি চুপ থাকতে পারেন? তিনি

নিজের সম্পর্কে বলে বোঝানোটা বিরক্তিকর।

এরপর কি তিনি চুপ থাকতে পারেন? তিনি › বিস্তারিত পোস্টঃ

হেফাজতিনামা-০১

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪১

(এই দূঃসময়ে একটু ফান...:):DB-);)

হেফাজতিগণ রাগ লৈবা না, ঈমান সামলাইলেই বেহতর হৈব)






“বনসাঁই”



কহিলাম, হত্তালবৃক্ষ কিনিলে যে, কী করিবা ?

হেফাজতি কহিল, টবে লাগাইব।

বুদ্ধি দিলাম, বনসাঁই কর। ডালপালা ছোট করয়িা ঝুপড়িছাট দিয়া রাখ। সুন্দর দেখাইবে।

তা, বট-পাকুড় না কিনিয়া হত্তালবৃক্ষ কিনিতে গেলে, বড়ই সেন্টিমেন্টাল বৃক্ষ যে !

হেফাজতি র্দীঘশ্বাস ফেলিয়া বলিল, বড্ড বেয়াড়া ! নিয়ন্ত্রণে রাখাই মুশকিল।

কহিলাম, বনসাই করিতে চাহিলে নিয়ন্ত্রনে রাখিও, নচেৎ হত্তাল লম্বুবৃক্ষ হৈবে ধপাধপ, সামলাইতে পারিবে না।

হেফাজতি কহিল, কাছা সামলাইতে পারিলে হত্তালও পারিব।

কহিলাম, অঁ, ভাল।

তা কাছাতেও কি পায়জামাগিট্টু দেও ? প্রয়োজন সময় হেঁচকাটানে খোলে ত?

নাকি......

হেফাজতির হাত অবচেতনে কাছার কাছে হাতড়াইতে লাগিলে আমি নিষ্ক্রান্ত হৈলাম।





“খুশবুমোবারক”



কুরবানীর ঈদের কিছুদিন পরের ঘটনা। হেফাজতি চামড়ার ব্যাবসা ফাদিয়াছে ভালৈ। সারাদিন চামড়ার সহিত বসবাস করিয়া হেফাজতির বদনমোবারক চামড়াগন্ধে মৌমৌ করিতেছে।

পুছিলাম, পারফিউম মাখিয়াছ নাকি ?

হেফাজতি কহিল, না হে, চামড়ার গন্ধ সরিতেছে না, খুশবু দিয়াছি।

কহিলাম, অঁ, তা আতরে কাজ হৈতেছেনা ? গুশবুর গন্ধে জান বাইরাইতেছে যে !

হেফাজতি খেঁকিয়া কহিল, গুশবু না, খুশবু মাখিয়াছি, মশকরা কর কেনো ! দামি খুশবু।

বলিলাম, আহা ঠিকাছে, পারফিউমের ইংলিশ খুশবু- মানিয়া লৈলাম।

হেফাজতি মাথা নারায়ে কহিল, ঐ হৈল। খুশবু পবিত্র, পার্ফিউম নাপাক, শুয়োর দিয়া বানায়।

কহিলাম, তা বটে,শুওরের সুগন্ধ বহুত বেহতর।

পুছিলাম- আচ্ছা, গরু কিংবা উষ্ট্র দিয়া খুশবু বানান যায়না?



মাথা নাড়য়িা নিষ্ক্রান্ত হৈলে বুঝিলাম, হেফাজতি এইবার লিকুইডে নামিবে।





“ফিলিং গেলমান"



হেফাজতি নিবিষ্টমনে পশ্চৎদেশে অঙুলিচালন করিতেছিলো।

পিছন হৈতে আওয়াজ দিলাম, কি হে, কি কর ?

হেফাজতি চমকিয়া কহিল, চুটকি পুলকাই।

-মানে?? বুঝিনাই, বাংলায় বল।

-বাংলাতেই ত বলিলাম।

কহিলাম, বাদদাও, গরম খবর কী? মোল্লা-মুজাহিদ ত গ্যালো!

হেফাজতি কহিল, ধুর! খমতায় যাইয়া সাধারন খমা দিব, দেখিও।

পুছিলাম, তা,কারে রাস্টপতি করিবা?

হেফাজতি ফের পশ্চাতে তর্জনীসঞ্চালিয়া কহিল, হু, ভাবিতেছি।

কহিলাম, ভাবাভাবির সাথে পশ্চাতের সম্পর্ক কী?

হেফাজতি কহিল, বহুত খাউজায়।

-মলম দিয়াছ??

হেফাজতি উত্তরিল, মলম বড় পিচ্চিল, সাউদীসাবেরে ফিল করি।



মায়েরে বাপ!

হেফাজতির 'বাংলা' এতক্ষণে বুঝলিাম!!!





“চিল্লা মারা"



হেফাজতি প্রায়শই আমাকে চিল্লাগামী করিতে চায়।

একদিন কহিল, চিল্লায় চলো।

কহিলাম, চিল্লাচিল্লি করিয়া কী হৈবে? আমার গলাবাজি পছন্দ না।

হেফাজতি কহিল, ধুর! তোমাকে চিল্লাইতে বলিয়াছে কে! ৪০দিনের সফরকে চিল্লা বলে।

কহিলাম, অঁ, তা..ই বলো, মানে ট্যুর দিতে যাইবা ?

হেফাজতি মাথা নারায়ে বলে, হ্যা, ট্যুরই বটে !

কহিলাম, তা, ঝটিকা ট্যুর দাওনা ক্যান্, এই ধরো ১/২দিন ?

হেফাজতি মাথা ঝাঁকায়, ঊহু, নিম্নত ৩ দিন।

বলিলাম, চিল্লা মানে ত ৪০ই হৈবে, ৩দিনে তিল্লা ! মরার চল্লিশা কি ৩দিনে হয় ?

হেফাজতি কহিল, আমি কি মানুষ মারিতে যাইতেছি ?



পুছিলাম, তা, কী মারিতে যাও??

পাছা???



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.