নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হালুয়া টাইট করতে মুঞ্চায়

আপাতত তেমন সাংঘাতিক কিছু নাই---

এরপর কি তিনি চুপ থাকতে পারেন? তিনি

নিজের সম্পর্কে বলে বোঝানোটা বিরক্তিকর।

এরপর কি তিনি চুপ থাকতে পারেন? তিনি › বিস্তারিত পোস্টঃ

হেফাজতিনামা-০২

১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫

সান্ধ্যভ্রমনে বাহির হৈতেছি। সদোরে পা দিয়াই হেফাজতির দেখা। মস্তকে টুপি চাপাইয়া হন্তদন্ত ছুটিতেছে।

পুছিলাম, কৈ যাও?

হেফাজতি হাসিয়া কহিল,সালাত আছে।

কহিলাম, অঁ..,তা বাড়িতে শশাগাজর ছিল না? সালাতের জন্য হন্তদন্ত ছুটিতেছ?

হেফাজতি ক্ষেপিয়া কহিল,সালাত মানে নামাজ,খাইবার সালাত না।

বলিলাম,সেটা বুঝাইয়া বলিবে ত,নামাজকে সালাত বানাইতে বলিয়াছিল কে?

হেফাজতি কহিল,কেন,সালাত মানে নামাজ,সিয়াম মানে রোজা জান না?



পুছিলাম,ইহারাকি সৌদি?

হেফাজতি মাথা নারায়ে বলে,আরো আছে,কাইফা হালুফা..



বলিলাম,এইরুপ ব্যাঘ্রগর্জন করিতেছ কেন?সালাত পঁচিতেছে এতক্ষণে!







ভোজনের পর হালকা হাটিতে বেড়িয়াছি। গলা খাকাড়ি দিয়া পুছিলাম,কে?

আগন্তুক কহিল,আমি।

পূনরায় পুছিলাম,আমি কে?হেফাজতি??

উত্তর আসিল,হুম!

বলিলাম,কি ছাইপাশ মুখে পুড়িয়াছ?হুম? জীনপরীর মত চলাফেরা কর,হুম!

হেফাজতি কহিল,পান চাবাই।

কহিলাম,কেন,পান কেন?তেঁতুল কি দোষ করিল??

হেফাজতি ক্ষেপিয়া কহিল,বাজে ইঙিত কর কেন?

বলিলাম,সেহরীভোজনের পর তেঁতুলগ্রহণ পরিপাকবান্ধব।লালারস বাহির হয়।

হেফাজতি আরো ক্রুদ্ধ হৈয়া কহিল,আমি লেডিস না,লালা বাইরায় না আমার।



"তাঈলে তোমার ধ্জবঙ্গ আছে নিশ্চয়?"আর উত্তরের অপেক্ষা না করিয়া হেফাজতি হৈতে বিদায় হৈলাম।





হেফাজতি নিবিষ্টমনে পশ্চৎদেশে অঙুলিচালন করিতেছিল|

পিছন হৈতে আওয়াজ দিলাম,কি হে,কি কর?

হেফাজতি চমকিয়া কহিল,চুটকি পুলকাই।

-মানে?বুঝিনাই,বাংলায় বল।

-বাংলাতেই ত বলিলাম।

কহিলাম,বাদদাও,গরম খবর কী? মোল্লা ত গ্যালো!

হেফাজতি কহিল,ধুর!খমতায় যাইয়া সাধারন খমা দিব,দেখিও।

পুছিলাম,তা,কারে রাস্টপতি করিবা?

হেফাজতি ফের পশ্চাতে তর্জনীসঞ্চালিয়া কহিল,হু,ভাবিতেছি।

কহিলাম,ভাবাভাবির সাথে পশ্চাতের সম্পর্ক কী?

হেফাজতি কহিল,বহুত খাউজায়।

-মলম দিয়াছ?

হেফাজতি উত্তরিল,মলম বড় পিচ্চিল,সাউদীসাবেরে ফিল করি।



হাহ!

হেফাজতির 'বাংলা' এতক্ষণে বুঝিলাম!!!







মাঝরাত্তিরে দরজায় কড়া নড়িল,বলিল,জাগিয়া আছ?

পুছিলাম,কে?

জবাব আসিল,আমি,আমি ঈশ্বর।

-এতরাত্তরে?ভ্রমন করিতেচ??তা কি মনে করিয়া?

-শুনিলাম তুমি নাকি হেফারে হেনস্ত কর।

পুছিলাম,হেফা কি নালিশ করিয়াছে?

ঈশ্বর কহিল,এখনো লিখিত অভিযোগ দেয় নাই।ঘ্যানঘ্যান করিতেছে শুধু|সাবধান করিতে আসিয়াছি,গণহারে নালিশ আসিলে ব্লক খাইবা।

কহিলাম,আপিল করিবার চান্স নাই?

ঈশ্বর মাথা চুলকাইয়া বলিল,ওসব আইনের কথা বাদ,হেফারে মুক্তি দাও|

কহিলাম,হেফা মুক্তি শুনলেই দৌড়ায়!তারে বলিও,যুদ্ধ শ্যাষ।



ঈশ্বরচন্দ্র চলিয়া গেল।ভাবিলাম,ঈশ্বরকে হাতে রাখিতে হৈবে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০০

মোঃ আনারুল ইসলাম বলেছেন: আপনারা পারেনও বটে :|

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১

ডুয়েট বলেছেন: ফালতু X(

১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬

এরপর কি তিনি চুপ থাকতে পারেন? তিনি বলেছেন: আপনি শিওর রাস্তা হারা্‌ইয়া ভুল গলিতে আইচেন বাই। নাউযুবিল্লা পইড়া ‌'ঘাঁসেরকেল্লা'র পথ ধরেন গিয়া...

আপনের জন্যে--- আর একটা...

ইদানিং হেফাজতকর্মীর সহিত প্রায়শই বাৎজিত হৈতেছে। নানা কথায় তাহারা আমাকে বুঝাইবার চেষ্টা করে,নামখানা পাল্টাইয়া ফেল।
-কেন?ছাগু কুরবানি দিয়া আকিকা করা নামখানি পাল্টিব কেন?
হেফাজতি বলে,রমজানের কি হেফাজত করিবে?তারচে ইসলামের হেফাজত কর।
বলিলাম,ফায়দা কি?বাড়ি,গাড়ি,নারী মিলিবে?
জিভে কামড় মারিয়া হেফাজতি বলিল,নাঊযুবিল্লা।
ধমকিয়া বলিলাম,ঐ একটা মাল-ই ত পাইয়াছ,কথায় কথায় নাঊযুবিল্লা। তব ভান্ডারে আরকিছু নাই?

থতমত হেফাজতি বলিল, আছে, আছে, আউযুবিল্লা, বিসমিল্লা, আস্তাগফিরুল্লা...
বলিলাম,বাঁশেরকেল্লা বাদ দিলা যে!উহার মজুদে টান পড়িল নাকি?

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭

ফাহাদরক্স বলেছেন:

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৭

পথিক০২১ বলেছেন: At least the person that you are degrading stands for some belief system has some articles of faith. What do you have ? Free thinking you say. Tell me what has free thinking given you ? have you determined what you are? your thoughts and state of non believing mentality will always keep in the midst of an ocean from where you will never see the sight of land . Apparently, this free thinking process never lets you settle for anything concrete. Hence like a floating garbage you are going in all direction. Sad part is, you are just another wastage of mind who can never understand that thinking ability without boundaries can lead you to chaos and from chaos creates confusion and in the midst of confusion people like yourselves live their whole life in the hope that some drifting soul like yourself will join your fraternity so that you don't die alone.

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৯

এরপর কি তিনি চুপ থাকতে পারেন? তিনি বলেছেন: আপনার লেখা মন্তব্যটি ধৈর্য নিয়ে পড়িলাম। যাই হউক, যাদের কথা আপনি আমি বলিয়াছি, সহজ ভাষায়, তাহারা যে ধর্মীয় গোঁয়ার্তুমিতে আচ্ছন্ন হইয়া নিজেকে যাহা প্রমান করিতে চায় তাহা প্রমান করিয়া সার্থক পথিক হইবার বিন্দুমাত্র লেশ আমাতে অবশিষ্ট নাই আর। মুসলিম মাত্রই এই নয় যে তাহাকে চক্ষু-কর্ণ মুদিয়া হেফাজতি লেবাসে অবতীর্ণ হৈতে হৈবে।আমার রাস্তা সহিহ না হৈলেও আফসোস নাই। যাহাতে গোঁড়ামী আর অন্ধতায় যদি হুরপরীর সুধা থাকে, গেলমানের আয়েশী উপভোগ্যতা থাকে তাহা পরিত্যাগ করিতে কি আসে যায়। হেফাজত আজ বাংলার মুসলিমের ঐশী। দেশের প্রয়োজনে বাঙালী আর মুসলিম- এর মাঝে সমঝোতা হবে কি কখনো? যদি নাই হয় তবে আমি বাংগালীই। মুসলিম না কি তাহা পরে।
হিন্দু বৌদ্ধ উপজাতি সকলেই যখন দেশটাকে স্বাধীন করিয়াছিল তথাকথিত মুসলিম জাতীয়তাবাদের ধুঁয়াধারীদের কাছ থাকিয়া, অতপর আবার মুসলমান-মুসলমান করিয়া লালা ফেলিয়া আবার দেশের এক বিরাট নব্যপ্রজন্মকে সেই জগদ্দলের আস্তাকুড়ে টানিয়া লইবার খায়েশ আমার মাঝে উদ্রেক হয় না কখনোই।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.