![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে আগত সব নবী-রাসুলই মূলত চারটি বংশধারা থেকে এসেছেন। আল্লাহ বলেন, 'নিঃসন্দেহে আল্লাহ আদম, নুহ, আলে ইবরাহিম ও আলে ইমরানকে নির্বাচিত করেছেন, যারা একে অপরের বংশধর ছিল।' (সূরা আলে ইমরান : ৩৩, ৩৪)। এখানে আলে ইবরাহিম বলতে ইসমাইল ও ইসহাক (আ.) এবং আলে ইমরান বলতে মুসা (আ.) ও তার বংশধরদের বোঝানো হয়েছে। ইবরাহিম (আ.) এর জ্যেষ্ঠ পুত্র ইসমাঈল (আ.) এর বংশে সর্বশেষ রাসুল হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। উভয় সূত্রের আদিপিতা ছিলেন বিধায় হজরত ইবরাহিম (আ.) কে 'আবুল আম্বিয়া' বা নবীদের পিতা বলা হয়।
কোরআনে বর্ণিত ২৬ জন নবী হলেন-
১. হজরত আদম (আ.),
২. নুহ (আ.),
৩. ইদরিস (আ.),
৪. হুদ (আ.),
৫. সালেহ (আ.),
৬. ইবরাহিম (আ.),
৭. লুত (আ.),
৮. ইসমাঈল (আ.),
৯. ইসহাক (আ.),
১০. ইয়াকুব (আ.),
১১. ইউসুফ (আ.),
১২. আইয়ুব (আ.),
১৩. শুয়াইব (আ.),
১৪. মুসা (আ.),
১৫. হারুন (আ.),
১৬. ইউনুস (আ.),
১৭. দাউদ (আ.),
১৮. সুলায়মান (আ.),
১৯. ইলিয়াস (আ.),
২০. আল ইয়াসা (আ.),
২১. জুলকিফল (আ.),
২২. জাকারিয়া (আ.),
২৩. ইয়াহইয়া (আ.),
২৪. ঈসা (আ.),
২৫. ওজায়ের (আ.)
২৬. হজরত মুহাম্মদ (সা.)।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: গাজী আংকেল, ২ লাখ ২৪ হাজারের লিস্ট তো দরকারই নাই। যাদের কাহিনী জানা আমাদের জন্য প্রয়োজন মনে করেছেন আল্লাহ তাদের কাহিনীই কুরআনে উল্লেখ করছেন। তাছাড়া ২লাখ ২৪ হাজারের নাম জেনেই বা কি হবে?
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৯
চাঁদগাজী বলেছেন:
২ লাখ ২৪ হাজারের লিস্ট কোথায় আছে