নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ নুর উদ্দিন

মোহাম্মদ নুর উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

সুলতান মুহাম্মাদ আল ফাতিহ এর ব্যবসায়ীরা

০১ লা আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৪


ইসলামের স্বর্ণযুগের কাহিনী এটা, মুসলমানেরা একের পর এক দেশ দখল করে আল্লাহর শাসন কায়েম করে চলেছে। তখনকার মুসলিম সাম্রাজ্যের নেতৃত্বে ছিল অটোমানেরা, আর অটোমান সাম্রাজ্যের সুলতান ছিলেন মুহাম্মাদ আল ফাতিহ (English: Mehmed the Conqueror)। সুলতান মুহাম্মাদ আল ফাতিহ প্ল্যান করলেন যে তিনি দখল করে নেবেন তৎকালীন পৃথিবীর সবচাইতে উন্নত নগরী – তুরস্কের কন্সট্যান্টিনোপল (বর্তমান ইস্তাম্বুল), যা তখন ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের দখলে। যুদ্ধ শুরুর আগে তিনি চিন্তা করলেন যে, আগে আমি পরীক্ষা করে দেখি আমার সাম্রাজ্যের মুসলিমদের মধ্যে ঈমান ও সততা কেমন। তাঁর চিন্তা-ভাবনা আমাদের চিন্তা-ভাবনার থেকে অনেক আলাদা ছিল। তিনি মনে-প্রাণে বিশ্বাস করতেন যে, বিজয় আল্লাহর তরফ থেকে আসে। কাজেই মুসলিমদের মধ্যে যদি ঈমান ও আল্লাহর ভয়ই না থাকে, তাহলে বিজয় ছিনিয়ে আনা সম্ভব হবে না ।

সাধারণ মানুষদের হাল-চাল পরীক্ষা করার জন্য সুলতান মুহাম্মাদ আল ফাতিহ ছদ্মবেশে বাজারে গেলেন। বাজারে যেয়ে তিনি এক বিক্রেতাকে বললেন: আমি তোমার থেকে পনির, দুধ আর মধু কিনতে চাই। বিক্রেতা বলল: তুমি আমার থেকে পনির কিনো, কিন্তু আমি তোমার কাছে দুধ আর মধু বিক্রি করব না। কারণ, আমি আজকে আমার চলার জন্য যথেষ্ট পরিমাণ বিক্রি করে ফেলেছি। কিন্তু, আমার অমুক বিক্রেতা ভাই আজ খুব বেশী বিক্রি করতে পারে নাই। তুমি তার কাছ থেকে দুধ আর মধু কিনে নাও। এই বলে সে অন্য এক বিক্রেতাকে দেখিয়ে দিলো।

সুলতান মুহাম্মাদ আল ফাতিহ প্রথম বিক্রেতার থেকে পনির কিনে নিয়ে দ্বিতীয় বিক্রেতাকে গিয়ে বললেন: আমি তোমার থেকে দুধ আর মধু কিনতে চাই। দ্বিতীয় বিক্রেতা বলল: তুমি আমার থেকে দুধ কিনো, কিন্তু আমি তোমার কাছে মধু বিক্রি করব না। কারণ, আমি আজকে আমার চলার জন্য যথেষ্ট পরিমাণ বিক্রি করে ফেলেছি। কিন্তু, আমার অমুক বিক্রেতা ভাই আজ খুব বেশী বিক্রি করতে পারে নাই। তুমি তার কাছ থেকে মধু কিনে নাও। এই বলে সে তৃতীয় আরেক বিক্রেতাকে দেখিয়ে দিলো।

সুলতান মুহাম্মাদ আল ফাতিহ তৃতীয় বিক্রেতা থেকে মধু কিনলেন আর উচ্ছাসী কন্ঠে বলে উঠলেন: সুবহান আল্লাহ! আমার সাম্রাজ্যের মুসলিমদের সততা আর ভ্রাতৃত্ববোধ যদি এরকম দৃঢ় হয় তো শুধু কন্সট্যান্টিনোপল নয় বরং আমরা পুরো বিশ্বকে জয় করতে পারব!

সূত্র: The Great Islamic Empire by Ustadh Musa Cerantonio
Another source :

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৫ সকাল ১১:২৯

সাব্বির ০০৭ বলেছেন: সুন্দর গল্প।

০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৭

মোহাম্মদ নুর উদ্দিন বলেছেন: ধন্যবাদ সাব্বির ভাই

২| ০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ১২:১১

রিনকু১৯৭৭ বলেছেন: দেখা যাবে অনেকেই এসব কাহীনি সম্পর্কে কিছুই জানে না বা জানারোও চেষ্টা করেনা। মুসলিমরা যে কতোটা দেশ শাষন করেছিল ও ইসলাম প্রচার করেছিল তা ইতিহাস পড়লেই জানা যায়। দূর্ভাগ্য আমাদের যে আমরা সেসব জানার চেষ্টা করিনা। আমরা ভালবাসি পড়তে কলোম্বাস কিভাবে আমেরিকায় আসলো, আমরা পড়তে ভালবাসি নেপোলিয়ান কেমন চৌকষ সেনা ছিলেন। অথচ খালিদ বিন ওয়ালিদ, মুসা, তারিক, গাজি সালাউদ্দিন কেমন ছিলেন সেসব জানারও প্রয়োজনবোধ করিনা।

০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৭

মোহাম্মদ নুর উদ্দিন বলেছেন: ভাই কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব তার ভাষা অামার জানা নাই । মনের কথা টাই বলে ফললেন। এসব বিষয় আমাকে কাঁদায় কিন্তু অামাদের মুসলিম যুবক এর চিত্র অাজ সম্পূর্ন ভিন্ন ।

৩| ০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৯

ইমরান আশফাক বলেছেন: চমৎকার পোস্ট।

০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৮

মোহাম্মদ নুর উদ্দিন বলেছেন: ধন্যবাদ ইমরান ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.