নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গায়ে এখনও দেশী মাটির গন্ধ...কানাডাতে আসার সাথে এই ব্লগে লেখালিখি জড়িয়ে আছে। ২০০৭ এ আসি। সে সময় থেকেই লিখি। এখন ফেবুতে বেশি এক্টিভ। ফেবু: fb.com/bdidol9x/ পেজ: fb.com/bdidol5x

বিডি আইডল

ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx

বিডি আইডল › বিস্তারিত পোস্টঃ

২০১২ সালের সবচেয়ে আন্ডারেটেড মুভি, সাই-ফাই ফ্লিকঃ Extraction (2012)

২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০





বেশ অনেকদিন ধরেই আইএমডিবির রেটিং নিয়ে গুজব আছে নানারকম। বিশেষতঃ নতুন আসা সিনেমা গুলোর রেটিং ম্যানিপুলেশন করা হয় এইরকম একটা ব্যাপার বহু সিনেমাখোররাই প্রত্যক্ষ করবেন। সেই রেটিং চক্করে পড়ে এই সিনেমাটার রেটিং ৫.৯ । কিন্তু ক্রিটিক রিভিউতে সবাই দেখবেন একে ৮ এর উপরে রেটিং দিয়েছে



সিনেমাটি মোটামুটি লো-বাজেটের। অনেকগুলো চরিত্র, লোকেশন ইত্যাদি নেই। কিন্তু কাহিনী, কনসেপ্ট এবং অভিনয় দিয়ে অসাধারণ: এই সাইন্স-ফিকশন বানানো হয়েছে। সিনেমাটি দেখার পর এর সাথে বিগ বাজেটের ইনসেপশনের তুলনা করতে মন চাইবে।



আপত: দৃষ্টিতে কাহিনী সহজ-সরল। এক বৈজ্ঞানিক একটি পদ্ধতি বের করে যার মাধ্যমে মানুষের স্মৃতি পরীক্ষা করা যায়। পুলিশের অনুরোধে এক খুনের মামলার আসামীর স্মৃতি পরীক্ষা করতে রাজী হয় সে। পুলিশ নিশ্চিত হতে চাইছিলো খুন সেই আসামীই করেছে। স্মৃতি পরীক্ষার সময় বাধেঁ গোলমাল। সেই বৈজ্ঞানিকের "মন" আটকা পড়ে সেই আসামীর স্মৃতিতে। দীর্ঘ ৪ বছর এইভাবে চলার পর সেই বৈজ্ঞানিক উপায় খুজে পায় তার নিজের শরীরে ফেরৎ আসার। কিন্তু পদে পদে তৈরি হয় জটিলতা। পারবে কি সে তার বৌ আর ছোট্ট মেয়ের কাছে ফেরৎ আসতে? সেই খুনী কি আসলেই খুন করে?







মনোযোগ দিয়ে, এক বসায় সিনেমাটি দেখুন। এই জেনারের ভক্ত হলে উপভোগ করতে পারবেন এক চমৎকার সিনেমাটিক এক্সপিরিয়েন্স। আমরা আমাদের পারিপাশ্বিক অবস্হার উপর নির্ভর করে কিভাবে নিজেদের স্মৃতি নিজেরাই পরিবর্তন করি তার একটা উদহারণ আছে এই মুভিতে।



ডাইরেক্ট ডাউনলোড লিংক (৩০২ মেগা)



টরেন্ট ডাউনলোড লিংক (৭০০ মেগা)

মন্তব্য ৩১ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২

নিশ্চুপ শরিফ বলেছেন: আজকেই ডাউনলোড দিবো। আর আইএমডিবি মনে হয় রেটিং ম্যানিপুলেট করতে পারে। দ্যা কেবিন ইন উডস এর রেতিং ৭.৯। পুরাই অখাদ্য একটা মুভি।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮

বিডি আইডল বলেছেন: :) শুধু আইএমডিবির রেটিং এর উপর ভরসা করা ঠিক না এখন। রটেন টমেটো সাইটটা দেখতে পারেন। অনেস্ট রিভিউ পাবেন।

http://www.rottentomatoes.com/

২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

*কুনোব্যাঙ* বলেছেন: দেখতে হবে।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮

বিডি আইডল বলেছেন: :) দেখে ভালো লাগলে জানিয়ে যাবেন

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

নোবিতা রিফু বলেছেন: নামাইতে দিলুম... B-)

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯

বিডি আইডল বলেছেন: নোবিতা নামটা এইবার দেশে গিয়ে দেখলাম ডোরেমনের। তোমার নামটা কি আসলেই তাই??

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

এ্যাংগরী বার্ড বলেছেন: ধন্যবাদ। দেখবো আশা করি।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১০

বিডি আইডল বলেছেন: নো প্রবলেমো :)

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

কাউসার রুশো বলেছেন: ডাউনলোড দিলাম

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১০

বিডি আইডল বলেছেন: একটা রিভিউ দিয়ো ভালো করে

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: দেখতে হবে।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১০

বিডি আইডল বলেছেন: :)

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: দেখতে হবে।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১০

বিডি আইডল বলেছেন: :) :)

৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৩

নষ্ট ছেলে বলেছেন: ওয়াচলিস্টে ক্লিকাইলাম :)

৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৬

সবুজ১ বলেছেন: it's a rip off of The Cell movie

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৭

বিডি আইডল বলেছেন: watch the both movies first, before made such comment

১০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৩

আমি তুমি আমরা বলেছেন: যত তাড়াতাড়ি পারি দেখে ফেলব :)

১১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৯

htusar বলেছেন: ধইন্যা

১২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২২

নাইট রিডার বলেছেন: ধন্যবাদ, নামাইতে দিছি। আর IMDB এর রেটিং যে মাঝে মাঝে কি করে! হিন্দী মুভি বরফি নাকি কয়দিন এই রেটিং এ টপে ছিল =p~ =p~ =p~ । বুঝেন অবস্থা।

১৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৮

সানড্যান্স বলেছেন: গুড।
দেখুমনে।

১৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৪

আমার নাম কমুনা বলেছেন: বিটিভিতে অনেক দিন আগে মোটামুটি একই থিমে একটা মুভি দেখেছিলাম..। নামটা যদিও মনে পড়ছে না।

১৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩

মহামহোপাধ্যায় বলেছেন: দেখতে হবে।

১৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩

নোবিতা রিফু বলেছেন: নাম কমু না! আমি এনুনিমাচ... :P

এক কাজ করেন, গত চাইরদিনে আপনার ফ্রেন্ডলিস্টে অ্যাড হওয়া সবার ভিতর দেখেন আমার সাথে কার মিল সব থিক্কা বেশি... ;)

১৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫২

এ্যাংগরী বার্ড বলেছেন: ধন্যবাদ মুভিটি রিকমেন্ড করার জন্য। দেখলাম, ভাল লেগেছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৩

বিডি আইডল বলেছেন: ধন্যবাদ :_

১৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯

আদ্রে বলেছেন: এই নিয়ে মনে হয় দুইটা আন্ডাররেটেড মুভি দেখলাম আপনার সাজেশনে। এক বিন্দুও বাড়িয়ে বলেন নি এই মুভিটা নিয়ে। দারুণ লাগছে মুভিটা। স্টোরিলাইন মারাত্মক, অভিনয় মারাত্মক।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৩

বিডি আইডল বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো :)

১৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮

সাদা মাটা গরীব ছেলে বলেছেন: ক্লাউড এটলাস টা দেখছেন না?

২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

মেকগাইভার বলেছেন:

আমার মোটামোটি ভালো একটা মুভি কালেকশন আছে। ১ টেরা বাইটের।
আমি টরেন্ট বাজ ( ১০০ মে বিট স্পিড )
গত এক বছর শুধু ব্লু রে রিপ ডাউনলোড মারছি । পছন্দের মুভি গুলা ব্লু রে তে নামাইছি।টরেন্টজ.কম এ ব্লু রে কোয়ালিটি দেখলেই হাত নিশ পিশ করে নামায়া দেই। কিন্তু পুরনো ভালো মুভি গুলা ব্লো রে তে নামানো যায়না। বা গেলেও ওগুলার সিডার নাই বা কম থাকে।

কয়দিন পর দেশে যাবো । দেশে কি এমন কোন দোকান বা পার্টি আছে যারা আমার হার্ড ডিস্কে ( এইচ ডি এম আই কানেকশন ) সব ব্লু রে কোয়ালিটির মুভি ভইরা জাম কইরা দিবে?

২১| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১২

আল ইফরান বলেছেন: ম্যাকগাইভার ভাইকে বলতেছি, ফেইসবুক গ্রুপ "সিনেমাখোর"
জয়েন করেন, তারপর দেশে আসার আগে একটা এই ধরনের পোস্ট দিয়েন যে আপনার এলাকার আশেপাশে কেউ আছে কিনা যে আপনার সাথে মুভি শেয়ার করবে।
আশা করি কাজে দিবে। :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.