![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx
রিডলি স্কটের বৈজ্ঞানিক কল্পকাহিনীনির্ভর ছবি ব্লেড রানারের সিক্যুয়েল দর্শকদের সামনে এনেছেন কানাডিয়ার পরিচালক দোনা ভালোনুভ (Denis Villeneuve)। প্রথম ছবির ৩৫ বছর পর সিক্যুয়েল ব্লেড রানার ২০৪৯ দোনা এনেছেন একেবারেই ভিন্ন আঙ্গিকে। ভালোনুভের অ্যারাভাইলেরমতোই এটি ভবিষ্যতের পৃথিবী নিয়ে ছবি।
রায়ান গোসলিং এখানে ব্লেড রানার কে'র চরিত্রে অভিনয় করেছেন। ব্লেড রানাররা হচ্ছেন পুলিশ অফিসার। তাদের দায়িত্ব দেয়া হয় রেপ্লিকানদের খুজে বের করে হত্যা করা (উপরের লিংক দ্রষ্টব্য)। কে রেপ্লিক্যান খুজতে যেয়ে এমন এক সত্যের মুখোমুখি হন, যা এত ৩৫ বছর ধরে গোপন ছিল। সত্য খুজতে যেয়ে তার সাথে দেখা হয় প্রথম ব্লেড রানার ছবির রিক ডেকার্ডের সংগে। তার ভার্চুয়াল সংগী জয় ফুটিয়ে তুলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চমকপ্রদ প্রকাশ।
সিনেমার সব চরিত্রকে জীবন্ত করে তুলেছেন ভালোনুভ। তিনি এখানে দেখিয়েছেন মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রাখা গুরুত্বপূর্ণ। তিনি মনে করিয়ে দিয়েছেন পরিবেশদূষণে যে ক্ষতি হচ্ছে, তা আমাদের জন্য ধূসর ও অন্ধকার ভবিষ্যৎ তৈরি করছে। মনোক্রোম ও ব্যাকলাইট দিয়ে ছবিটিতে চমত্কার সব দৃশ্য তৈরি করা হয়েছে। এক মুভি ক্রিটিকের মতে সিনেমার প্রতিটি দৃশ্যই মিউজিয়ামে বাধাঁই করে রাখার মত।
ছবিটিতে দর্শককে ডেকারের ফিরে আসার জন্য অপেক্ষা করতে হবে। চমত্কার সব চরিত্র দর্শককে মোহিত করবে। খলনায়ক ওয়ালেস ও রবির রাইটকে কের বস হিসেবেই দেখতে পাবে দর্শক। কে'র ভালোবাসার মানুষ জয়ের চরিত্রে অভিনয় করেছেন আনা ডি আর্মাস। এলভিস প্রিসলি হলোগ্রামের সুরে নাচের ছোট একটি দৃশ্যও আছে এখানে। ইন্ডিয়ানা জোনসখ্যাত তারকা হ্যারিসন ফোর্ড ডেকার্ডের চরিত্র চমত্কারভাবে ফুটিয়ে তুলেছেন এখানে। রায়ান গোসলিং অধিকাংশ দৃশ্যে ভাবলেশহীন ছিলেন। কিন্তু তার চোখই এখানে মুখের ভাব প্রকাশ করেছে দারুণভাবে।
সব মিলিয়ে ব্লেড রানার ২০৪৯ অসাধারণ একটি ছবি; যারা বৈজ্ঞানিক কল্পকাহিনী ও ব্লেড রানারের ভক্ত, তারা মোটেও হতাশ হবেন না।
আইএমডিবি লিংক: IMDB Rating 8.4
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:২২
Sujon Mahmud বলেছেন: বৈজ্ঞানিক কল্পকাহিনী নিয়ে তৈরি ছবি আমার সব সময়ই ভালো লেগে....ছবিটির জন্য অপেক্ষায় থাকবো
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৬
রাজীব নুর বলেছেন: মুভিটা অবশ্যই দেখবেন।
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২১
এস.কে.ফয়সাল আলম বলেছেন: সিনেপ্লেক্সে থ্রিডি’তে দেখছিলাম।
কাহিনী পুরোপুরি বুঝতে পারিনি এবং এর আগের পর্ব দেখা ছিলা বিধায় তেমন ভাল লাগে নাই
৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৯
তামিম ইবনে আমান বলেছেন: আমার মতে পারফেক্ট সিক্যুয়েল ছিল এটা।
ওয়ালেসকে আরেকটু স্ক্রিনটাইম বেশি দিলে আরো ভালো হত।
৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৯
বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: দেখার ইচ্ছা জাগলো।