নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানতে চাই অনেক কিছু...................

আমাকে সামান্যই ভালবাসো কিন্তু তা যেন দীর্ঘদিনের জন্য হয়-----জন হে উড

ভদ্র ছেলে

আমার সম্পর্কে লেখার মত কিছু নেই!! ব্লগ লেখার চাইতে পড়তে ভালবাসি !!

ভদ্র ছেলে › বিস্তারিত পোস্টঃ

সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার ব্যাপারে সাহা্য্য চাই। :) :)

৩১ শে মে, ২০১৩ রাত ১০:৩০

আমাদের এলাকার এক প্রবাশী বড় ভাই সৌদি আরব থেকে সেকেন্ড হ্যান্ড আইফোন5 এবং আইফোন 4এস কিনে আনেন। সে ফোন দুটো বিক্রি করে দেব।আমি এখান থেকে একটা ভার্সন কিনতে চাই। কিন্তু আমি আইফোনের ব্যাপারে একেবারেই অজ্ঞ। গুগলিং করে শুধু আইফোনের মডেল বের করা শিখছি। আইফোনের ব্যাপারে আমার জ্ঞান এটুকুই :-< :-< । এখন আইফোন 5 ৩০ হাজার টাকা :-/ :-/ এবং 4এস টা ২০ হাজার টাকা বলে দিয়েছে।এখন উপরের দুটো ভার্সনের একটা এই দামে কেনা কি ঠিক হবে? আমি বুজবো কি ভাবে সেকেন্ড হ্যান্ড আইফোনটা কি আরিজিনাল আইফোন নাকি অন্য কোন কম দামী আইফোন? এটা কি ফ্যাক্টরি আনলক নাকি অন্য কোন কিছু করা এগুলোর কিছুই আমি জানি না। তবে আমার কাছে আইফোন দুটো অরিজিনালই মনে হয়েছে :P :P ।এখন আপনারাই বলেন কি করা যায়।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৩ রাত ১০:৫০

আতিক আহমেদ চোধু্রী বলেছেন: apni iphone apnar grameen or bl jekno sim dukan...sim dukanur por jodi sim ta kaj kore..or sim active hoy or iphone diya ph dawya jai taile bujben je factory unlock kora ase,apni use korte parben, ar jodi na hoy taile bujben aita lock kora,lock kora hole apna ke jante hbe aita kun company dara lock kora hoyse??? and iphone lock kulte minimum 5-10 hzr lagte pare

৩১ শে মে, ২০১৩ রাত ১০:৫৯

ভদ্র ছেলে বলেছেন: ধন্যবাদ ভাই। এটার মধ্যে সিম কাজ করে এবং কল করা যায়।

২| ৩১ শে মে, ২০১৩ রাত ১১:০৮

কেএসরথি বলেছেন: পারলে জিনিসটার কয়েকটা ছবি পোস্ট করেন। যে সঠিক মাল বিক্রি করবে, সে বাধা দেবে না। আর ছবি দেখলে বলে দেয়া যাবে, জিনিস কি রকম।

আপনি আইফোন ওপেন করে, সেটিংস > জেনারেল > অ্যাবাউট - এখানে যান। ঐ ফোনের সব ইনফরমেশন ওখানে থাকবে, ঐটার ছবি বা ইনফো গুলো দিতে পারলে, বুঝতাম।

৩১ শে মে, ২০১৩ রাত ১১:২২

ভদ্র ছেলে বলেছেন: ওখানে 6.1xxxx ভার্সন ওএস দেয়া। 16 জিবি মেমরি। পেছনে made in china. design by california এইরকম একটা লেখা আছে। মডেল নাম্বার A1428

৩| ৩১ শে মে, ২০১৩ রাত ১১:১৬

আলাপচারী বলেছেন: আমি আই ফোন ব্যবহার করতাম।
লোকাল বাসে চড়ে অফিস যাই বলে বাড়ী থেকে বিক্রি করতে বাধ্য করা হয়েছে। একটা ফোনের জন্যতো আর জীবন খোয়ানো যায় না। যাক সে অন্য প্রসঙ্গ ।
সাধারনত: সৌদি আরবে নকল আইফোন বিক্রি হয় না। কিন্তু ভাই আমরা বাংঙ্গালী, কিই না করতে পারি! এয়ারপোর্ট থেকে কিনে বলি দুবাই থেকে এনেছি।
আপনার সেই ভাই নির্ভরযোগ্য তো ?
এতো কম দাম ৫-এর ! ৪-এর দামও কম মনে হোল। খুব বেশী ব্যবহূত ??
EMI চেক করাটা সবাই জানে। প্রয়োজনে অভিজ্ঞ বিক্রেতাকে দেখান বলে দেবে।
কান্ট্রি আনলক বা ফ্যাক্টরী আনলক করা না থাকলে করতে হবে টাকা খরচ করে। দাম কম চাওয়ার একটি কারন হোল আনলক না করা থাকা।
বসুন্ধরায় আনলক করতে আমার কাছে ১৬০০০ টাকা চেয়েছিল। উত্তরে বলেছি ১৬০০০ টাকা দিয়েতো মোবাইলই কেনা যায়।
দোকানীও উত্তর দিলো তা হলে ১৬০০০ টাকার মোবাইলই ব্যবহার করেন। এটায় খামোখা পয়সা ঢালবেন কেনো?
অর্থা‍‍‍‍ত আনলকের জন্য আরো কিছু খরচ করতে হবে।
সত্যি সত্যি কিছু ডলার ব্যয় হয় যে দেশের মাধ্যমে আনলক করবেন সেই দেশে।
যেমন আমি আমারটা আবার ফেরত পাঠাই ইংল্যান্ডে, কান্ট্রি আনলক করা হয় ২০ পাউন্ডে। (প্রমাণ স্বরূপ ভাউচারও পেয়েছি), যে ভাই আমাকে প্রথমবার পাঠিয়েছিল উনি এ ব্যাপারে অজ্ঞ ছিলেন বলে আনলক ছাড়াই পাঠিয়েছিলেন।
ঢাকা থেকে সম্ভবত ৬০/৭০ ডলার প্রকৃত ব্যয় হয় যার ভাউচার চাইলে দোকানী আপনাকে ঐ বিদেশী কোম্পানীর প্যাডে দিতে পারবে। এর বেশী যা, তা তার ব্যবসায়ীক লাভ।
চালানো না গেলে বুঝবেন আনলক নয়।

৩১ শে মে, ২০১৩ রাত ১১:৩৯

ভদ্র ছেলে বলেছেন: বলেছেন: সিম কার্ড দিয়ে যেহেতু কল করা তাই মনে হল সেটটা ফ্যাক্টরি আনলকই হবে। তবে আমার ভয় অন্য যায়গায় সেটা হলো্ 2/3মাস সেটটা চালানোর পর যদি সেট লক হয়ে যায়? যে সেটটা বিক্রি করবে আইফোন সম্পর্কে তার কোন ধারনাই নাই। তবে সেটদুটো প্রায় নতুনের মত। কোন স্পট নাই। তবে ফোনের সাথে কোন হেটফোন,ক্যাবল,চার্জার নাই। আগামীকাল বসুন্ধরা সিটিতে নিয়ে যাবো দেখি তারা কি বলে। আচ্ছা ভাইয়া বসুন্ধরা সিটিতে কোন দোকানে দেখালে সবচেয়ে ভাল ফল পাওয়া যাবে?

৪| ৩১ শে মে, ২০১৩ রাত ১১:৩১

দি সুফি বলেছেন: ৩০ হাজার টাকা দিয়া অ্যান্ড্রয়েড ফোন কিনেন। বেশি কামে দিব।

৩১ শে মে, ২০১৩ রাত ১১:৪৬

ভদ্র ছেলে বলেছেন: ৩/৪ চার মাস আ্ইফোন চালানোর পর এটা বিক্রি করে গ্যালাক্সি এস৪ কেনার ইচ্ছা আছে। দেখি তখন টাকা হয় কিনা।
এই রিভিওটা পরার পর এস ফোরের ব্যাপারে একটু সন্দিহান। তার পরেও সেট টা আমার কাছে জোশ লেগেছে।
আচ্ছা এন্ড্রয়েডের মধ্যে এস৪,এক্সপেরিয়া জেড,এইচটিসি ওয়ান কোন সেটটা সবচেয়ে ভাল?

৫| ৩১ শে মে, ২০১৩ রাত ১১:৫০

হিরম্ময় কারিগর বলেছেন: ভাই আপনি দুইটা ফোনই কিনে ফেলেন। একটা আমারে বেচে দিয়েন। আমি এক হাজার টাকা লাভ দেব।

০১ লা জুন, ২০১৩ রাত ১২:০০

ভদ্র ছেলে বলেছেন: আসলে ভাই তার কাছে আফোন৩,৪,৪এস,৫ এইসেট গুলো আছে।৩,৪ এর ব্যাপারে কোন আগ্রহনাই বলে এদের বাদ দিয়েছি। আর সে প্রথমে আইফোন ফাইভটা বিক্রি করতে চায় নাই। ওটা নাকি সে নিজে ইউস করবে।পরে আমি বলছি আপনি ৪এস টাই ব্যাবহার করেন আর আমার কাছে ফাইভ টা বিক্রি করেন। পরে সে রাজি হয়েছে। যাইহোক আমি এ আর প্লাজায় একটা দোকান আছে যেখানে সেকেন্ড হ্যান্ড মোবাইল, ট্যাব বিক্রি করে সেই দোকানে আইফোন ৪এসটা আমার কাছে ৩১০০০টাকা দাম চেয়েছিল। সেই তোলনায় এইদাম আমার কাছে কমই মনে হয়েছে।

৬| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:২২

হিরম্ময় কারিগর বলেছেন: ৪০ হাজারের মধ্যে হলে আইফোন ৫ চোখ বুজে নিয়ে নিন।

০১ লা জুন, ২০১৩ রাত ১২:২৯

ভদ্র ছেলে বলেছেন: আগামিকাল বসুন্ধরাতে দেখিয়ে তারপর আপনাদের জানাবো

৭| ০১ লা জুন, ২০১৩ ভোর ৪:০৮

দি সুফি বলেছেন: লেখক বলেছেন: আচ্ছা এন্ড্রয়েডের মধ্যে এস৪,এক্সপেরিয়া জেড,এইচটিসি ওয়ান কোন সেটটা সবচেয়ে ভাল?

একেকজন একেকটা কয়। তবে আমি ইনশাআল্লাহ এস৪ কিনে ফেলব এক মাস পর।

৮| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৩:৩৯

অলস_ছেলে বলেছেন: ভাই আমাকে যে কোনো একটা দেন। আমি কিনতে রাজি আছি। মেইল: [email protected]

৯| ০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

আলাপচারী বলেছেন: সরি দেরিতে জবাব দেওয়ার জন্য। ২/৩ মাস পরে লক হতে পারে যদি যেই নামে একাঊন্ট রেজিষ্টার তরা হয়েছে অ্যাপ নামানোর জন্য সেই একাউন্টের ভালিডিটি শেষ হয়ে যায়।
এরও আছে সমাধান।
আগের একাউন্ট আর পাসওয়ার্ড বিক্রেতা থেকে জেনে রাখুন।
সুযোগ মতো বিকল্প একাউন্ট ওপেন করুন।

১০| ০১ লা জুন, ২০১৩ রাত ১০:১২

ভদ্র ছেলে বলেছেন: basundarate niye gecilam sob ok. 64gb memory
Os v 6.1.4(10B350)
Carrier 14.0(ata abar ki?)
Serial number F2LJX4MUF39C
imei 01 334700 274830 9
Iccid 8947 0072 1120 8808 519
Modern firmware 3.04.25

১১| ০২ রা জুন, ২০১৩ রাত ১১:৩৮

ভদ্র ছেলে বলেছেন: শেষে 35000 টাকাই পে করতে হবে। কেনানা মেমরি বেশি হওয়ার কারনে এই অতিরিক্ত দাম দিতে হল। তয় ফোনটা কিন্তু আমার অসম্ভব পছন্দ হয়েছে। ফোন দেখলে মনে হয় নতুন মার্কেট থেকে কেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.