নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

bdmarriage.com বাংলাদেশের বৃহত্তম এবং নিরাপদ অনলাইন বিবাহ সাইটগুলির মধ্যে একটি। ব্যবহারে সহজ এবং একচেটিয়াভাবে অনলাইন প্রিমিয়াম ম্যাট্রিমনি পরিষেবাগুলি আমাদের অন্যান্য বৈবাহিক সাইটগুলির মধ্যে একটি পার্থক্যকারী করে তোলে। আমরা আমাদের সকল সদস্যকে একটি নিরাপ

বিডি ম্যারিজ

bdmarriage.com বাংলাদেশের বৃহত্তম এবং নিরাপদ অনলাইন বিবাহ সাইটগুলির মধ্যে একটি। ব্যবহারে সহজ এবং একচেটিয়াভাবে অনলাইন প্রিমিয়াম ম্যাট্রিমনি পরিষেবাগুলি আমাদের অন্যান্য বৈবাহিক সাইটগুলির মধ্যে একটি পার্থক্যকারী করে তোলে। আমরা আমাদের সকল সদস্যকে একটি নিরাপদ, ব্যবহারে সহজ এবং সুবিধাজনক বৈবাহিক ম্যাচমেকিং অভিজ্ঞতা প্রদানে বিশ্বাস করি।

বিডি ম্যারিজ › বিস্তারিত পোস্টঃ

বিডি ম্যারেজ-এ আমার গল্প

২৪ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:০৬

অনেক দিন ধরেই বিয়ে বিষয়টি মাথায় ঘুরপাক খাচ্ছে। আবার পরিবারের দিক থেকেও একটি বাড়তি চাপ ছিল। বিয়েটা মনে হয় এবার করতেই হবে। কিন্তু বিয়েতো এত সহজ ব্যাপার না চাইলাম আর করে ফেললাম। এটা টের পেলাম যখন কনে খোজঁ করা শুরু হলো। একদিক দিয়ে মিলে তো আর একদিক দিয়ে মিলে না। ঘটক ভাই, অমুক ভাই, তমুক ভাই কেউই বাদ গেল না। টাকার টাকা তো গেলই, সময়ও যা নষ্ট হওয়ার তা হল।কিন্তু কাজের কাজ কিছুই হলো না।

অবশেষে ঠিক করলাম নিজে নিজেই একটু চেষ্টা করে দেখিনা। এরই মাঝে আমার এক বন্ধু আমাকে বলল bdmarriage.com-এ একটু চেষ্টা করে দেখতে পার।বেছে নিলাম bdmarriage.com কে।নিজের একটি প্রোফাইল করে ফেললাম। প্রোফাইলটি এ্যাকটিভ হওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম আমার সঙ্গে ম্যাচ করে এমন অনেকগুলো প্রফাইল আমার এখানে দেখাচ্ছে। বিভিন্ন জেলা, বয়স ইত্যাদি অনেক গুরত্বপূর্ন বিষয় নির্বাচন করা যায়। অনেক গুলো প্রোফাইলের মাঝ থেকে তিনটি প্রোফাইল বেছে নিলাম। যখারীতি এস এম এস পাঠালাম ও চ্যাটিং করলাম।তিন জনের মধ্যে একজনকেই বেশি মনে ধরে গেল।কথা চালিয়ে গেলাম এবং পারিবারিকভাবে দেখা করার সিদ্ধান্ত নিলাম। একটি নির্দিষ্ট দিন ঠিক করে দুই পরিবার একত্রিত হয়ে দেখা করলাম।লক্ষ্য করলাম দুই পরিবারের মধ্যেই অন্যরকম একটি খুশির রেশ বয়ে যাচ্ছে।

কনে পক্ষের দিক থেকে আমাকে ওরা খুব পছন্দ করল, আমার পক্ষের লোকজনও কনে দেখে খুব পছন্দ করল। বাস আর কি, সব যখন ঠিকঠাক দেরি করে আর লাভ কি। এভাবেই আসলে ঘটা করে আমাদের বিয়ে নামক মূল্যবান কাজটি সেড়ে ফেললাম। আর এই মূল্যবান কাজটি সহজে সম্পন্ন করতে পেরেছি bdmarriage.com এর জন্য। গল্পটি সৈয়দ মাশরুর ইসলাম এবং জান্নাতআরার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.