নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বই এমন একটা বস্তু যেটাতে মনের ভাব প্রকাশ করা যায়। এবং নিজের জ্ঞান ও বারানো যায়। আমি নিয়মিত বই পড়তে পছন্দ করি। তাই আপনাদের সাথে ও শেয়ার করছি। ধন্যবাদ।

বই এর পাগল

বই এমন একটা বস্তু যেটাতে মনের ভাব প্রকাশ করা যায়। এবং নিজের জ্ঞান ও বারানো যায়। আমি নিয়মিত বই পড়তে পছন্দ করি। তাই আপনাদের সাথে ও শেয়ার করছি। ধন্যবাদ।

বই এর পাগল › বিস্তারিত পোস্টঃ

বইঃ এপার বাংলা ওপার বাংলা লেখক শঙ্কর

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫১


বইয়ের শিরোনামঃ এপার বাংলা ওপার বাংলা
লেখেছেন ইন্ডিয়ান লেখক মুনিশঙ্কর
বইয়ের নেট মূল্যঃ Tk. 280

লেখকের জীবনীঃ
শংকর একজন ভারতীয় বাঙালি লেখক । তাঁর আসল নাম মণিশংকর মুখোপাধ্যায়। বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় তাঁর সীমাবদ্ধ এবং জন অরণ্য কাহিনী অবলম্বনে ছবি বানিয়েছেন । তাঁর চৌরঙ্গী উপন্যাসটিও সিনেমা হয়েছে । মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন উত্তম কুমার।সেই প্রসঙ্গে শংকর বললেন, ‘সত্যজিৎই আমাকে সকলের কাছে পৌঁছে দিয়েছে, ছড়িয়ে দিয়েছে।’

১৯৩৩ সালের ৭ ডিসেম্বর যশোরের বনগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। আইনজীবী বাবা হরিপদ মুখোপাধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগেই চলে যান কলকাতার ওপারে হাওড়ায়। সেখানেই শংকরের বেড়ে ওঠা, পড়াশোনা ও সাহিত্য সাধনার শুরু। জীবনের শুরুতে কখনো ফেরিওয়ালা, টাইপরাইটার ক্লিনার, কখনো প্রাইভেট টিউশনি, কখনো শিক্ষকতা অথবা জুট ব্রোকারের কনিষ্ঠ কেরানিগিরি করেছেন। এক ইংরেজের অনুপ্রেরণায় শুরু করেন লেখালেখি।

‘বোধোদয়’ উপন্যাস প্রকাশের পর শংকর-কে উৎসাহ-বাণী পাঠান শরদিন্দু বন্দ্যোপাধ্যায়: ‘ব্রাইট বোল্ড বেপরোয়া’। ভাবনা বা প্রকাশভঙ্গিতে এ-উপন্যাস নিজের অন্য লেখালেখি থেকে অনেকটাই অন্য রকম হওয়ায় তখন তা পড়তে দিয়েছিলেন মুম্বইবাসী শরদিন্দুকে, পড়ে তিনি বলেছিলেন ‘তোমার এই লেখায় জননীজন্মভূমিকেই আমি সারাক্ষণ উপলব্ধি করলাম।’ পাঠকমহলের ‘নিন্দা ও প্রশংসার ডালি নিয়ে আমি নিজেও একসময় বোধোদয়-কে ভালবাসতে শুরু করেছি’, জানালেন মণিশংকর মুখোপাধ্যায়। সত্তর দশকের অশান্ত কলকাতা নিয়ে তাঁর ‘স্থানীয় সংবাদ’ উপন্যাসটি এবং ‘সুবর্ণ সুযোগ’— এই তিনটি উপন্যাস মিলিয়ে আগে প্রকাশিত হয়েছিল যে উপন্যাস-সংগ্রহ জন্মভূমি , সম্প্রতি বেরোল তার ১০২তম সংস্করণ। (সংগ্রহীত)

বইটি পিডিএফ আকারে ডাউনলোড করুন এখান থেকে
এপার বাংলা ওপার বাংলা পিডিএফ বই


ধন্যবাদ সবাইকে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩০

বই এর পাগল বলেছেন: আপনাকে ও অশংখ ধন্যবাদ

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১২

বিজন রয় বলেছেন: ভালই তো। অনেকে হয়তো জানতেন না।
আপনার পোস্ট থেকে জেে নিতে পারবেন।

শুভকামনা।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

বই এর পাগল বলেছেন: শুভেচ্ছা রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.