![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রাচীন ও মনোরম শহর স্ট্রাসবুর্গ
কিছুদিন আগে এসেছি স্ট্রাসবুর্গ। শহরটি বেশ সুন্দর ও মনোরম। তাই শহরটি সম্পর্কে লেখার লোভ সংবরণ করতে পারলাম না। ফ্রান্সের একটি ছোট্ট শহর স্ট্রাসবুর্গ। প্রায় দুই হাজার বছরের পুরোনো। খ্রিষ্টের জন্মের ১২ বছর আগে শহরটি স্থাপিত। প্যারিস থেকে ৪৮০ কিলোমিটার দূরে। জার্মান সীমান্তবর্তী। শহরটি ফ্রান্সের আলসাস অঞ্চলের সবচেয়ে ব্যস্ততম ও পর্যটনশিল্প এলাকা। এখানে রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন এর পার্লামেন্ট হাউস ও ইউরোপিয়ান কাউন্সিলের সদর দপ্তর। পর্যটকদের দেখার মতো অন্যতম স্থান ইউরোপিয়ান পার্লামেন্ট, ইউরোপিয়ান কোর্ট অব হিউমান রাইটস, ইউরোপিয়ান ইন্সটিটিউট, ক্যাথেড্রাল নটর ডেম, পেতিত ফ্রান্স, মিউজিয়াম অব মডার্ন অ্যান্ড কন্টেমপোরারি আর্ট, অ্যাস্ট্রনমিক্যাল ঘড়ি, পিলার অব এঞ্জেলস, কামের জেল হাউস ও স্ট্রাসবুর্গ বিশ্ববিদ্যালয়। ফরাসি অণুজীববিজ্ঞানী ও রসায়নবিদ লুই পাস্তুর, যিনি জলাতঙ্ক রোগের প্রতিরোধের জন্য ভ্যাক্সিন আবিষ্কার করেন। তিনি স্ট্রাসবুর্গ বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক ছিলেন। এই শহরের মধ্য দিয়ে প্রবাহিত অনেক ছোট ছোট ক্যানেল। নৌকায় ভ্রমনের জন্য রয়েছে বিশেষ সুবিধা। প্রতিবছর ইউরোপিয়ান পার্লামেন্টের অধিবেশন উপলক্ষে লাখ লাখ পর্যটকের আগমন ঘটে থাকে এই শহরে। সেন্ট্রাল স্ট্রাসবুর্গ রেলষ্টেশনটি ফ্রান্সের পূর্বাঞ্চলের অন্যতম ট্রানজিট ও ব্যস্ততম ষ্টেশন। এই ষ্টেশন থেকে সরাসরি জার্মানির ফ্রাঙ্কফুট, মিউনিখ, স্টুটগার্ট, অফেনবুর্গ, সুইজারল্যান্ডের বাসেল ও বেলজিয়ামের ব্রাসেল যাওয়া যায়। এছাড়া এখান থেকে প্যারিসে যেতে প্রতি ৩০ মিনিট পর পর ট্রেন পাওয়া যায়। স্ট্রাসবুর্গ শহরে বাঙালিদের বসবাস তেমন একটা নেই। অল্পসংখ্যক বাংলাদেশি যারা আছেন, তারা এখানে ব্যবসা-বাণিজ্য ও পড়াশোনা করেন। বাঙালি কেউ এখানে ভ্রমনে এলে দেখা হয়ে যেতে পারে আমাদের কারও সঙ্গে।
মোহাম্মাদ রাসেল আহমেদ
প্রবাসী লেখক, স্ট্রাসবুর্গ, ফ্রান্স।
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:১৩
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর শহর । সুন্দর ছবি ব্লগ ভ্রাতা ।
ভালো থাকবেন