নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাগো মানুষ আজ জাগো, ভেবনা তুমি বাঙালী কি বাংলাদেশী....কেটে যাবে রোদ ভাঙ্গবে আঁধার, আমি দেখব মাগো তোমার মুখের হাসি

বিদেশী বাঙালী

সাতটি মহাদেশ, আরো পাঁচটি মহাসাগরের ভিড়ে, পদ্মা আর মেঘনা, সুরমা-যমুনার তীরে, বঙ্গোপসাগরের ফেনিল প্রান্তরে, আমার জন্মভূমি.........

বিদেশী বাঙালী › বিস্তারিত পোস্টঃ

গ্রীষ্ম [সময়ের প্রয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের পদ্যটি'র নতুন রূপ]

১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৬

নীল নবঘনে গ্রীষ্মগগনে সুরুযের ঠাই দেখ বাহিরে

ওরে আজ তোরা জলদি যা ঘরের বাহিরে।

দমকা বায়ু বাজে সরসর, গাছের পাতা উড়িছে ফরফর,

ধবল সাদা মেঘে চারপাশের আঁধার, ঢেকেছে দেখ চাহিরে...

ওরে আজ তোরা জলদি যা ঘরের বাহিরে।



পাখি ডাকে শোনো কেন ঘনঘন, বসে চরে জলমহালে

উঠিবে সুরুয ক্ষন সময়টুকু পোহালে।

চোখদু'টো মেলে তুমি খুঁজেছো কি

রনে গেছে যারা তারা ফিরেছি কি?

ফুলগুলো সব ফুটেছে আবার কেন হারাবে ঐ আঁধারে

মন পবনের নাও এখনো কেন বাধারে?



কান পেতে শোনো, বুক ফুলে বলে, উঠেছে জেগে সব যুবা'রে,

দশের সেবায় ঝাপিছেতারা আজি রে।

ঘরে আর নয়, বাহিরে আলোর ঢেউ,

পিছনে পড়ে বাকি আছে কি কেউ?

তরতর করে বইছে সময়, তরা করে তারে ডাকো আজি রে।

দশের সেবায় ঝাপাতে হবে যে গাজী রে!

ওগো, আজ তোরা ফেরাস নে গো, ফেরাসনে কোরআন মাঝি'রে।

আকাশে নেই আঁধার, বেলা সবে শুরু বাহিরে।













মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৯

আমিনুর রহমান বলেছেন:



কবিতা ভালো রিমিক হইছে। রবী ঠাকুর দেখলে ফিট খাইতো :P

০৮ ই মে, ২০১৪ রাত ২:৫৮

বিদেশী বাঙালী বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো। রবীদা মাইন্ড করতেন বলে মনে হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.