![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীল নবঘনে গ্রীষ্মগগনে সুরুযের ঠাই দেখ বাহিরে
ওরে আজ তোরা জলদি যা ঘরের বাহিরে।
দমকা বায়ু বাজে সরসর, গাছের পাতা উড়িছে ফরফর,
ধবল সাদা মেঘে চারপাশের আঁধার, ঢেকেছে দেখ চাহিরে...
ওরে আজ তোরা জলদি যা ঘরের বাহিরে।
পাখি ডাকে শোনো কেন ঘনঘন, বসে চরে জলমহালে
উঠিবে সুরুয ক্ষন সময়টুকু পোহালে।
চোখদু'টো মেলে তুমি খুঁজেছো কি
রনে গেছে যারা তারা ফিরেছি কি?
ফুলগুলো সব ফুটেছে আবার কেন হারাবে ঐ আঁধারে
মন পবনের নাও এখনো কেন বাধারে?
কান পেতে শোনো, বুক ফুলে বলে, উঠেছে জেগে সব যুবা'রে,
দশের সেবায় ঝাপিছেতারা আজি রে।
ঘরে আর নয়, বাহিরে আলোর ঢেউ,
পিছনে পড়ে বাকি আছে কি কেউ?
তরতর করে বইছে সময়, তরা করে তারে ডাকো আজি রে।
দশের সেবায় ঝাপাতে হবে যে গাজী রে!
ওগো, আজ তোরা ফেরাস নে গো, ফেরাসনে কোরআন মাঝি'রে।
আকাশে নেই আঁধার, বেলা সবে শুরু বাহিরে।
০৮ ই মে, ২০১৪ রাত ২:৫৮
বিদেশী বাঙালী বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো। রবীদা মাইন্ড করতেন বলে মনে হয় না।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৯
আমিনুর রহমান বলেছেন:

কবিতা ভালো রিমিক হইছে। রবী ঠাকুর দেখলে ফিট খাইতো