![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাত্রা এখন কর শুরু
হে নওজোয়ান,
নবযুগ তোমায় ডাকছে আজ
বসে তেকনা আর করে অভিমান।
উত্থানে তোমার দূর হবে কুহেলি
রুদ্ধ হবে বাতিলের দ্বার,
কাননের কলিকা ফোটবে
থাকবে না কোন হাহাকার।
দহলিজে বসে হে নওজোয়ান
কি পাবে কল্পলতা পড়ে,
তার চেয়ে এসো,সত্যের দিঠি খোঁজি
পাবো শান্তি যদিও যাই মরে।
নওজোয়ান তুমি যদি হও মাতৃমন্ত্রী
হও যদি জাতির কান্ডারী,
দুরন্ত সংঘাত এ জাতি কে
দেবে নাহি কখন হুশিয়ারী।
অমায় ঘেরা এই বসুন্ধরায়
শুধু মুসলিম-ই হচ্ছে মজলুমান,
কবিলাসের সুখ আসবে ধরায়
যাত্রা কর শুরু নওজোয়ান।
©somewhere in net ltd.