![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জং শব্দের অর্থ যুদ্ধ।
আর জঙ্গী শব্দের অর্থ যোদ্ধা।শব্দ গুলা বাংলা নয়। উর্দু। মুসলিম রা জাতিগত ভাবে যোদ্ধা।মুসলিমদের জাতিয় পেশা সৈনিকের।মুসলিম রা আল্লাহর সৈনিক।একজন সৈনিক কে যোদ্ধা মানে জঙ্গী বল্লে কোন মুসলিমের গায়ে লাগার কিছু আছে কি? তা নিয়ে ভাবার আছে।কুফফাররা মুসলিম ভূমিতে আক্রম করে সব কিছু ধংস্ব করে দেওয়ার পর যখন কিছু মুসলিম ঘুরে দাড়ায়, তখন কুফফারদের চোখে সে "জঙ্গী" হয়ে যায়।যদিও মুসলিম মূল থেকেই "জঙ্গী"। কুফফারদের সুরে সুর মিলিয়ে নামদারী দুনিয়া পূজারী নুনু কাটা মুসলিমরা ও ভেদা মাছের মত মুখ করে বলে ইসলাম শান্তির ধর্ম, ইসলামে জঙ্গীবাদ নাই।জঙ্গীরা ফিৎনাবাজ(?) এতক্ষন তো উর্দু শব্দ নিয়ে বললাম। যদি আরবী শব্দ "জিহাদ" মানে কি? জিজ্ঞাস করেন, তাহলে বলবে জিহাদ মানে প্রচেষ্টা,মানে ইসলাম প্রচার করতে নমনিয় হয়ে স্বর্বোচ্চ প্রচেষ্টা করে যাওয়া(এটা আমার কথা নয় যে নমনিয় হয়ে স্বর্বোচ্চ প্রচেষ্টা করে ইসলাম প্রচারের নাম জিহাদ! এক মহা জ্ঞানী!! মুসলিমের এই ব্যাখ্যা)আবার প্রশ্ন আসবে নমনিয় হয়ে স্বর্বোচ্চ প্রচেষ্টা মানে জিহাদ কেমনে করব?জবাবে বলবেঃআল্লাহর নবী মক্কায় কিভাবে নমনিয় হয়ে প্রথমে জিহাদ (প্রচেষ্টা)
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
চলেপথিক বলেছেন: ইসলাম ধর্ম সম্পর্কে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে এই ধর্মের মৌলিক ধারণা এসেছে ইহুদী ধর্ম থেকে । আর এরসাথে মিলন ঘটেছে আরব বেদুইনদের পৌত্তলিক কিছু প্রথার নতুন যে দুটি বিষয় সংযোজিত হয়েছে তা হল জাকাত আর জিহাদ ।
নবী এই দুইটি বিষয়কে ব্যবহার করেছেন ইসলাম প্রতিষ্ঠার জন্য এবং তাতে তিনি সফল হয়েছেন । ইসলাম আরবে প্রতিষ্ঠিত হয়ে যাওয়ায় এই দুটির বাস্তব প্রয়োজনও ফুরিয়ে যায় । পরবর্তীতে এ দুটিকে ভিন্ন ব্যখ্যায় রাখা হয় ্দারিদ্রতা বিমোচনে জাকাত এবং মনের পশুত্ব নিয়ন্ত্রনে জিহাদ ।
বর্তমান মুসলমানদের একটি অংশ ক্ষমতা ও অর্থের লোভে এই দুটিকে ব্যবহার করার কারনে জঙ্গি শব্দটির আবির্ভাব ঘটে । এই সহজ বিষয়টি বোঝার জন্য ইসলামিক পণ্ডিত হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না ।
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
নক্শী কাঁথার মাঠ বলেছেন: গোলাপকে যে নামেই ডাকা হোক তা সে গোলাপই। তবে মেশিনগানের নাম গোলাপ রেখে কেউ যদি তা দিয়ে নিরপরাধ মানুষ মারতে থাকে, তাহলে সেই কলঙ্ক তখন গোলাপ নামেও লাগবে। জঙ্গি কুত্তারা জিহাদের নামে যা শুরু করেছে, তা গোটা মুসলিম জাতির জন্যই কলঙ্ক তৈরি করেছে। সারা বিশ্ব আজ মুসলিমদের ঘৃণা করে।