![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরাই পাগল একটা মানুষ.. :-P
অনুভূতি যখন বৃষ্টি-
ক্ষনিকের স্তব্ধতা, তারপর রিমঝিম
টিনের চালে বৃষ্টির নৃত্য।
তার সাথে আলোকচ্ছটা-
চোখ ধাঁধানো মনোরম দৃশ্য।
এ কি সাজানো মঞ্চ-
নাকি এক স্বপ্নলোকের দৃশ্য?
অনুভূতিতে বৃষ্টি-
নৃত্যের তালে অদৃশ্য আসক্তি।
হুম, একটু শীতল-
এক ফোঁটা স্পর্শ।
রিমঝিম নৃত্যের মাঝে-
আমায় ছুঁয়ে গেল বৃষ্টি।
আমি আসক্ত-
আমি নেশাগ্রস্ত।
আমি অসংজ্ঞায়িত-
নৃত্যের তালে আমার হৃদ স্পন্দিত।
অনুভূতিতে বৃষ্টি-
আমায় দিল একফোঁটা স্বস্তি।
শীতল স্পর্শে জেগেছে
এক অন্য রকম আসক্তি।
©somewhere in net ltd.