নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবকিছুই একটু আলাদা চোখে দ্যাখা।

পুরাই পাগল একটা মানুষ.. :-P

ব্যাকুল পথিক

পুরাই পাগল একটা মানুষ.. :-P

ব্যাকুল পথিক › বিস্তারিত পোস্টঃ

"তামাকের উপর কর বাড়ান, রোগ মৃত্যুর হার কমান।"

৩১ শে মে, ২০১৪ রাত ১১:৩৯

"তামাকের উপর কর বাড়ান,

রোগ মৃত্যুর হার কমান"



এটা একটা স্লোগান "তামাক মুক্ত দিবস" হিসেবে আজকে বারডেম হাসপাতালের সামনে একটা প্রচারণার দেখলাম।

কিন্তু এই প্রচারণা কি আদৌও যৌক্তিক?? এই বিষয়ে আমার সন্দেহ আছে।

তবে তার আগে যারা সিগারেট বা তামাক জাতীয় দ্রব্য সেবন করেন তাদের কাছে আমার একটা কথা জানার ছিলো।

"আপনার কি সিগারেটের দাম বাড়ালে সিগারেট খাওয়া বাদ দিবেন?"

যদি তাতে তারা সিগারেট খাওয়া বাদ দেন তাহলে আমার এই সন্দেহ একদম অযৌক্তিক।

কিন্তু আমার মনে হয় যারা সিগারেট পান করেন তারা সিগারেটের দাম বাড়ালেও সিগারেট পান করবেন। এতে করে সাধারন মানুষ বেশি দাম দিয়ে সিগারেট কিনে তাদের টাকা বেশি খরচ করছে। আর এর প্রভাব পরছে তার পরিবারের উপর।

আসলে সরকার কি তাদের উপকারের জন্য এই স্লোগান প্রচার করছে নাকি তাদের টাকা হাতিয়ে নেওয়ার একটা পদক্ষেপ নিলেন।

আপনারা মুখের সামনে মধু রাখবেন আর তা খেতে মানা করবেন, এইটা কেমন কথা বলুনতো?

যদি পারেন বাংলাদেশ থেকে সিগারেট বিলুপ্ত করুন, আর তা না হলে কনডমের মত বিনামূল্যে সিগারেট বিতরন করুন।

এতে সাধারন মানুষ উপকৃত হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.