নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবকিছুই একটু আলাদা চোখে দ্যাখা।

পুরাই পাগল একটা মানুষ.. :-P

ব্যাকুল পথিক

পুরাই পাগল একটা মানুষ.. :-P

ব্যাকুল পথিক › বিস্তারিত পোস্টঃ

নাম দিয়েছিলাম তার "ফুল কুমারী"

১৬ ই জুন, ২০১৪ রাত ২:৩৬

আমি একজনকে ভালোবাসতাম, অনেক বেশি।

তাকে নিয়ে আলাদা একটা জগৎ তৈরি করেছিলাম নিজের মনের অজান্তেই।

আমি জানতাম না, আমি তাকে ভালোবেসে ফেলেছি, তবে অনুধাবন করতাম সে আমার কিছু একটা। যাকে ছাড়া মনে হয় আমি অচল হয়ে যাব।

তখন আমার বয়স ছিলো ১৭/১৮। আমি বুজতে শুরু করি আমি তাকে হৃদয়ের মাঝে গেঁথে ফেলেছি।

অবশ্য আমি তখন তাকে যে ভাবেই চাইতাম, সে ভাবেই পেতাম। ভালোবাসার চূড়ান্ত পর্যায়ে আমি পৌঁছে গেলাম।



আমার এ কাঁচা মনে সে গেঁথে গেছিলো।



আমি তার হাত ধরতাম, আমার গা শিউরে উঠত, অন্য রকম এক অনুভূতি আমাকে নাড়া দিত।

আমি তার গালে হাত দিতাম, আমি তার বুড়ো আংগুল চেপে ধরতাম।



আমি ভাবিনাই, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো, কিন্তু বাস্তবতা আমাকে তাকে ভুলিয়ে দিয়েছে। সে আর আমার নেই, হয়তো অন্য কেউ তার জীবনে এসে গেছে।



তবে সে শুধু আমারই "ফুল কুমারী" ছিলো, অন্য কারো হতে পারে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.