![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরাই পাগল একটা মানুষ.. :-P
আমি একজনকে ভালোবাসতাম, অনেক বেশি।
তাকে নিয়ে আলাদা একটা জগৎ তৈরি করেছিলাম নিজের মনের অজান্তেই।
আমি জানতাম না, আমি তাকে ভালোবেসে ফেলেছি, তবে অনুধাবন করতাম সে আমার কিছু একটা। যাকে ছাড়া মনে হয় আমি অচল হয়ে যাব।
তখন আমার বয়স ছিলো ১৭/১৮। আমি বুজতে শুরু করি আমি তাকে হৃদয়ের মাঝে গেঁথে ফেলেছি।
অবশ্য আমি তখন তাকে যে ভাবেই চাইতাম, সে ভাবেই পেতাম। ভালোবাসার চূড়ান্ত পর্যায়ে আমি পৌঁছে গেলাম।
আমার এ কাঁচা মনে সে গেঁথে গেছিলো।
আমি তার হাত ধরতাম, আমার গা শিউরে উঠত, অন্য রকম এক অনুভূতি আমাকে নাড়া দিত।
আমি তার গালে হাত দিতাম, আমি তার বুড়ো আংগুল চেপে ধরতাম।
আমি ভাবিনাই, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো, কিন্তু বাস্তবতা আমাকে তাকে ভুলিয়ে দিয়েছে। সে আর আমার নেই, হয়তো অন্য কেউ তার জীবনে এসে গেছে।
তবে সে শুধু আমারই "ফুল কুমারী" ছিলো, অন্য কারো হতে পারে না।
©somewhere in net ltd.