![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরাই পাগল একটা মানুষ.. :-P
তিন দিন আগে আমি বিকেলে ঘুরতে বের হই, আকাশে কালো মেঘেরা বাসা বেঁধেছিল। চারিদিক কেমন যেন একটু অন্ধকার অন্ধকার লাগছিল।
ভাবছিলাম বৃষ্টিকে একটু ফোন দেই, ওর সাথে একটু কথা বললে ভাল লাগবে। হুম, ফোন দিলাম কিন্তু রিসিভ করলো না। বেশ কয়েকবার ফোন দিলাম কিন্তু কাজ হল না।
আমি একটা লেগুনায় চড়ে মনিপুর স্কুলের সামনে থেকে মিরপুর- ১০ চলে গেলাম।
লেগুনা থেকে নামতে নামতেই বৃষ্টি শুরু হল। আমি খানিকটা ভিজে গেলাম, ১০ নাম্বার ফুট ওভারের উপর গিয়ে দাঁড়ালাম। শুরু হল প্রচন্ড আকারের বর্ষণ, ইতিমধ্যে বাংলাদেশ বনাম ভারতের প্রথম এক দিনের ক্রিকেট খেলা বন্ধ হয়ে গেল।
আমি ১০ নাম্বার ফুট ওভারের উপর দাঁড়িয়ে স্টেডিয়ামের ফ্লাশ লাইটের দিকে তাকিয়ে রইলাম। এর মধ্যে আমার পিছনের অংশ পুরোটাই ভিজে যায়।
যাই হোক এক বৃষ্টকে ফোন দিলাম সে রিসিভ করলো না, কিন্তু আরেক বৃষ্টি নিজে এসে আমাকে ভিজিয়ে গেল।
এরই মধ্যে একজন চা নিয়ে আসলেন, দুই কাপ রং চা ১০ টাকা দিয়ে কিনে বেশ তৃপ্তি সহকারে পান করলাম।
আমি আবার বৃষ্টিকে ফোন দিলাম কিন্তু এবারও সেই এক ফলাফল।
ভাবছিলাম আমি এই বৃষ্টিতে ভেজার খবরটা তাকে বলব কিন্তু সে ফোনটাই রিসিভ করল না।।
কেমন যেন খুব বেশি প্রয়োজনীয় মনে করছিলাম তখন তাকে।
যাই হোক আমার এই বৃষ্টি নামের বন্ধুটি পৃথিবীর সেরা বন্ধু।
আমি ধন্য, জীবনে বৃষ্টির মতন বৃষ্টি নামক এক বন্ধু পেয়ে।
©somewhere in net ltd.