![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরাই পাগল একটা মানুষ.. :-P
ওরা মরে ভেসে ওঠে
ক্রমে ক্রমে ফুলতেই থাকে
ভাপসা গন্ধে চারিদিক ছেয়ে যায়
কাকেরা মানুষের স্বাদ নিতে আসে।
শিয়াল কুকুরগুলো তীরে বসে-
আগমনী গান গেয়ে ওঠে।
ওদের কারো, পায়ে নূপুর-
নিঃশব্দে নিশ্চুপ দুলতে থাকে
ঢেউয়ের শব্দের সাথে জনতার ভীরের মাঝে-
গোপনে গোপনে হু-হু শব্দের সাথে
অদৃশ্য এক সুর মেলায়।
ওদের কারো সাদা চেক শার্টের
ছোটছোট বুতামগুলো টানটান থাকে-
মনে হয়,
বুতাম ছিড়ে শরীর বের হতে চায়,
চুলগুলো কেমন যেন অগোছালো মনে হয়।
গোছানো জীবনটা নিশব্দে চুপ হয়ে যায়।
ওদের কেউ আবার গান শুনছে-
মনে হয় জীবনের সেরা গানটা-
কলকল সুরে ওদের জীবনের সাথে মিশে গেছে।
এক কানসহ অর্ধেক মুখটা মনে হয়-
সেই গানের মাঝে ডুবে গেছে।
ওদের কেউ আবার-
এক হাত উপরে তুলে ধরে রেখেছে
মনে হয় এপাড়ের মানুষের হাত ধরবে।
ওপাড় থেকে এপাড়ে যে আসা যায় না
ও হয়তোবা ভুলে গেছে।
ওদের কেউ আবার মুখ দেখাতে লজ্জা পাচ্ছে,
১৮ কি ১৯ বছর বয়স হতে পারে।
বালিকাটি উপুর হয়ে-
নদীর পানির নিচে মুখ লুকিয়েছে।
এ জগতের মানুষের সাথে রাগ করেছে-
অনিয়মের মুখে সে থুথু মেরেছে।
ওদের সবাই পিনাক-৬ এ চড়েছে
মহাযাত্রার যাত্রী হয়েছে
পৃথিবী পাড়ি দিয়ে সর্গে গিয়েছে
মিছে এ বেড়াজাল থেকে মুক্তি পেয়েছে
সকল ব্যস্ততা ছেড়ে শান্তি পেয়েছে
সকল অনিয়মকে শিক্ষা দিয়েছে
চায়ের দোকানের নতুন গল্প বানিয়েছে
জীবন দিয়ে জীবনের মূল্য শিখিয়েছে।
উৎসর্গঃ আগস্ট ৪, ২০১৪ তারিখে মুন্সিগঞ্জের মাওয়া-কাওড়াকান্দি নৌপথে মাওয়া ঘাটে পদ্মা নদীতে পিনাক-৬ লঞ্চ ডুবিতে মারা যাওয়া সকল যাত্রীদের।
©somewhere in net ltd.