নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

সোহানী

আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।

সোহানী › বিস্তারিত পোস্টঃ

বেকার বন্ধুদের জন্য ফ্রি উপদেশ (সিভি রাইটিং) ........ পর্ব-৮

৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২৫

তুমি যখন কোথাও চাকরীর জন্য এপ্লাই করো তখন তারা যেমন তোমাকে চিনে না তেমনি তুমিও তাদের চিনোনা। তোমাদের পরিচয়ের মাধ্যম একমাত্র সিভি। তাই সিভি একটি অসম্ভব প্রয়োজনীয় অধ্যায় চাকরীর বাজারে। সিভির মাধ্যমেই ব্যাক্তি তুমিকে যেমন পরিচয় করাবে তেমনি একাডেমিক ছাত্র হিসেবেও তোমার পরিচয় তুলে ধরতে হবে। তাই সিভি তৈরীতে হতে হবে সতর্ক।



আগের পর্বে সিভি রাইটিং এর ক্ষেত্রে বেসিক কিছু দিকনির্দেশ ছিল এ পর্বে কিভাবে সিভি তৈরী করবা তার কিছু বেসিক টিপস্ নিয়ে আসলাম....

সিভি সবাই তৈরী করে কিন্তু তোমার সিভি কেন সবার থেকে আলাদা হবে?? সাদামাটা সিভি সবাই তৈরী করবে আর তোমার সিভি যদি সবার থেকে আলাদা বৈশিস্ট্যের হয় তাহলে অবশ্যই তা নিয়োগকারীর চোখে পড়বে। আর প্রথমেই যদি পজিটিভ ইম্প্রেশান তৈরী করতে পারো তাহলে ইন্টারভিউতে তার ভালো এফেক্ট পড়বে নিশ্চয়।



তাহলে কি করবে সিভি তৈরীতে :

মনে রেখ মাত্র দু'পাতাতে তোমার যাবতীয় বর্ননা তুলে ধরতে হবে তাই লিখা হতে হবে নির্ভুল, সংক্ষিপ্ত কিন্তু সঠিক বর্ননা সহকারে।

প্রথমেই প্যারাতে তোমার নাম, বর্তমান এড্রেস, টেলিফোন নাম্বার দিতে পারো বুলেট আকারে।

দ্বিতীয় প্যারাতে তুমি তোমার এডুকেশানাল ডিটেইলস্ দিবে। লাস্ট কোয়ালিফিকেশান থেকে পুরাতনগুলা দিবা। ইচ্ছা হলে বক্স আকারে দিতে পারো। তবে অবশ্যই ডিগ্রি, ইয়ার, ইন্সটিটিউশান নাম, ইউনিভার্সিটি বা কলেজের নাম, তুমি কোন এরিয়া তা উল্লেখ করবা। মোটামুটি রেজাল্ট হলে তা ও উল্লেখ করতে পারো কিন্তু রেজাল্ট এ থার্ড ক্লাস থাকলে উল্লেখ না করাটা ভালো এতে প্রথমে ইম্প্রেশান খারাপ হলেও হতে পারে।



তারপর প্যারাতে তোমার অবজেক্টিভ বা তোমার কি কম্পিটেন্সি লিখতে পারো। এতে তুমি তোমার সম্পর্কে ভালো ভালো কথা লিখবে। নিজের ঢোল নিজে না পিটালে অন্যের কাছে দিলে তা ফাটিয়ে ফেলতে পারে। তবে এতো বেশি ঢোল পিটাবে না যে নিজেই তা ফাটিয়ে ফেলবা.... এই প্যারাতে তুমি কত বছর ধরে কাজ করছো, কোন কোন অর্গানিজেশানে কাজ করছো ও কোন কোন এরিয়াতে তোমার কম্পিটেন্সি আছে তা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারো। সর্বোচ্চ ৫০ থেকে ৭০ শব্দ লিখবা। খুব ডিটেইলসে যাবে না।

তারপর প্যারাতে তোমার সাক্সেস হিস্ট্রি বর্ননা করবা। অর্থাৎ তোমার চাকরী জীবনের এচিভমেন্ট বর্ননা করবা। কি কি কাজে তুমি সাক্সেস হয়েছো তা বুলেট আকারে দিতে পারো। আর যারা চাকরীতে নতুন তারা এ প্যারা এভোয়েড করতে পারো। তবে বানিয়ে কিছু লিখতে যাবে না। অতি চাপাবাজির ফল ভালো হয় না। চাকরী জীবনের শুরুতে সাক্সেস হিস্ট্রি না থাকাই স্বাভাবিক। তবে ধীরে ধীরে তা হবে। তবে এ ধরনের কোন এচিভমেন্ট থাকলে তুমি প্রমান রেখে দিতে পারো।

তাহলে সাক্সেস হিস্ট্রি বলতে কি বুঝি??? যেমন, তুমি কোন ওয়ার্কশপ এ্যারেন্জ করেছো তোমার অর্গানিজেশানের হয়ে... তার বর্ননা বা তুমি কোন এ্যাপ্রিশিয়েশান পেয়েছো অথবা তোমার নতুন কোন আইডিয়া এ্যাক্সেপ্ট হয়েছে.... তার বর্ননা ও দিতে পারো।



তারপর প্যারাতে তুমি তোমার ট্রেনিং এর বর্ননা দিতে পারো অর্থাৎ তুমি তোমার চাকরী জীবনে বা তার বাইরে যত ট্রেনিং পেয়েছো তার বর্ননা দিবা। কি ট্রেনিং, কোথায় পেয়েছো, কতদিন, কে অর্গানাইজ করেছে ইত্যাদি ইত্যাদি। যদি এতে তোমার কোন এচিভমেন্ট বা আইটস্টেন্ডিং রেজাল্ট থাকে তা ও বলতে পারো।

আজ থাক ... বাকী কথা পরের পর্বে বলি .. কি বলো...........

আর হাঁ ছবিগুলো বোনাস......

.. আগের পর্ব যাদি পড়তে চাও.........

http://www.somewhereinblog.net/blog/belablog/29933596

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ৯:১১

একলা ফড়িং বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু ! আমার জন্য একদম সময়োপযোগী পোস্ট B-) B-)

০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৭

সোহানী বলেছেন: হুম.... পরের পর্ব আরো ভালোভাবে লিখবো আশা করি......

২| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১১:২২

এহসান সাবির বলেছেন: দারুন পোস্ট।

ব্লগার সবাই বোধ হয় ভালো চাকুরী করে না হলে দু'একজন কমেন্ট করত। ৭৬ পঠিত #:-S

০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৮

সোহানী বলেছেন: আরে চাকরী করে বলেই তো ব্লগার..... নতুবা সারাদিনতো ওই ধান্দায় থাকতে হতো.......... অনেক ধন্যবাদ............

৩| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১২:৩১

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: +++

০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৮

সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ............

৪| ০১ লা এপ্রিল, ২০১৪ ভোর ৪:২২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো লাগলো । কাজের জিনিস। ++++++

০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৯

সোহানী বলেছেন: আপনাদের জন্যই এ ক্ষুদ্র প্রচেস্টা .........অনেক অনেক ধন্যবাদ............

৫| ০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৭

ইখতামিন বলেছেন:
দরকারী পোস্ট :)

০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১১:০০

সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ............

৬| ০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল পোষ্ট । কাজে দিবে ।

০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৩

সোহানী বলেছেন: হুমমম্ ধন্যবাদ..............

৭| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভালো উপদেশ!!

০৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৩

সোহানী বলেছেন: মেনি থ্যাংকস্ ...............

৮| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৩

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: আপু , বেকারদের চেয়ে বেশি জরুরি শেষ বর্ষের স্টুডেন্টদের :) :)
যাতে করে তারা বেকার না থাকে ;)

অনেক ভালোলাগা !

০৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৫

সোহানী বলেছেন: হাঁ ঠিক তাই.... তোমরা শেষ বর্ষ থেকেই নিজেকে আপডেট রাখবা। পাশ করে চাকরীর পিছনে ছুটলে অনেক দেরী হয়ে যাবে।

৯| ০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৮

আজীব ০০৭ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ.............

০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৫

সোহানী বলেছেন: ধন্যবাদ আপনাকেও..............

১০| ১২ ই মে, ২০১৪ রাত ২:৩৬

ঘূণে পোকা বলেছেন: আপু আপনি তো দেখছি অনেক বুদ্ধিমান :) কোন কিছুই একবারে দিতে চাচ্ছেন না , ধাপে ধাপে দিচ্ছেন এতে অবশ্য আপনার লাভ ই হচ্ছে সবাই আপনার নেক্সট লেখাটাও পড়বে ভালোভাবেই আশা করা যায়।

১২ ই মে, ২০১৪ সকাল ৮:৫২

সোহানী বলেছেন: ঠিক তা না। একবারে দিলে অনেক বড় হয়ে যায় লিখাটা, তাতে পড়ার ধৈয্য থাকে না। ছোট করে দিলে মনোযোগ দিয়ে পড়া যায়।

আর হাঁ, কেউ আমার নেক্সট্ লিখাটা পড়লে আমার কিভাবে লাভ হবে? মারাত্বক ব্যস্ততার মাঝে ও আমি লিখছি কোন লাভের আশার নয় নিশ্চয় কারন এটি আমার ইনকাম সোর্স নয়। এ সময়টুকু আমি অন্য কোন কিছুতে দিলেও আমার ইনকাম হতো।

লিখালিখি আমার পেশা নয় এটি আমার ভালোবাসা।

ধন্যবাদ।

১১| ১২ ই মে, ২০১৪ বিকাল ৫:০৫

ঘূণে পোকা বলেছেন: আপু দেখি রেগে গেলেন । আমি তো বলি নাই এটা আপনার ইনকামের সবচেয়ে বড় পন্থা । যাই হোক ভাল লিখেছেন লেখাটা :) উপকারে আসবে আশা করা যায় :)

১৪ ই মে, ২০১৪ সকাল ৯:০৭

সোহানী বলেছেন: রাগিনি জাস্ট সত্যটা বললাম......

১২| ১২ ই মে, ২০১৪ বিকাল ৫:২৮

নীল ভোমরা বলেছেন: হুমম......... নমুনা হিসেবে আপানার সিভি-টা পোস্টে যুক্ত করলে বুঝতে আরও সুবিধা হতো!...... ;)

১৪ ই মে, ২০১৪ সকাল ৯:০৯

সোহানী বলেছেন: তারপর !!!!!

১৩| ১৪ ই মে, ২০১৪ বিকাল ৫:০৮

নীল ভোমরা বলেছেন: তার আর পর নেই!...নেই কোন দুষ্টুমির ইচ্ছা!

১৫ ই মে, ২০১৪ সকাল ৯:১৩

সোহানী বলেছেন: হা হা হা................ :-0 :-0 :-0 :-0 :-0

১৪| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৭

খায়রুল আহসান বলেছেন: আপনার এ সিরিজটা পড়ে আপনাকে এক কথায় পরার্থে আত্মনিবেদিতা মনে হয়। কতটা আন্তরিকতার সাথেই না অন্যের উপকারের জন্য এসব কথা লিখে চলেছেন!
ঢোল ফাটানোর কথাগুলো (নিজের এবং অন্যের দ্বারা) চমৎকার লেগেছে। :) :)
অতি চাপাবাজির ফল ভাল হয় না - যথার্থ সাবধানবাণী!
লিখালিখি আমার পেশা নয় এটি আমার ভালোবাসা (১০ নং প্রতিমন্তব্য) - যথার্থ! কোন সন্দেহ নেই! :)
পোস্টে প্লাস + +।

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৩:৩৬

সোহানী বলেছেন: আসলে দেশের সবচেয়ে যে সমস্যার দিকে চোখ দেয়া উচিত তা আমরা মোটেও তাকাই না। অবশ্য কি বলবো, সমস্যায় জর্জরিত আমরা, কোনটা ছেড়ে কোনটা ধরবো। তবে যাই হোক শিক্ষিত বেকারদের দু:খ কষ্ট বোঝার মতো একটি মানুষও নেই দেশে যা খুবই দু:খজনক।

আবারো পুরোনো পোস্টে মন্তব্য রাখার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.