নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার দেশকে ভালোবাসি

আমি নিজের সম্পর্কে উদাসীন হলেও আমার দেশ সম্পর্কে সচেতন

বেলাল তামজীদ

আমার প্রবাস জীবনের প্রতিটিদিন আমি আমার সোনার বাংলাকে মিস করছি

বেলাল তামজীদ › বিস্তারিত পোস্টঃ

চায়নাতে জীবনযাপন :)

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৮

নি হাও... এটাই আমার প্রথম শেখা চাইনিজ শব্দ যার অর্থ “হ্যালো।চায়না এসেছি প্রায় ২ মাস, থাকি Hubei প্রদেশের yichang city, পড়ি China Three Gorges University তে।গত মার্চ মাসের ২৯ তারিখ ঢাকা থেকে রওনা হয়ে ঐ দিনই গুয়াংজু হয়ে yichang এসে পৌছি। তবে এয়ারপোর্ট থেকে আজ পর্যন্ত লক্ষ করতেছি চাইনিজদের মধ্যে খুব কমই ইংরেজি জানে বা শিখতে আগ্রহী । এ ব্যাপারটা এখন পর্যন্ত বুঝলাম না...এটা তাদের মাতৃভাষার প্রতি মমতা নাকি ইংরেজি শিখতে অনীহা। তবে চাইনিজদের সততা এবং কর্মঠ মনোভাব আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করে। এরা সকাল ৬ টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত কাজ করে। ওদের সততার একটা উদাহরণ দেই ...আমার এক বাঙ্গালী বন্ধু তার বেশ কিছু টাকা এবং মূল্যবান কাগজপত্রসহ মানিব্যাগ হারিয়ে ফেলে।এর এক সপ্তাহ পরে আমরা সবাই নিশ্চিত হয়ে যায় যে এটা আর পাওয়া যাবে না। তবে কয়েক দিন পর থানা থেকে ফোন আসে ওর মোবাইলে(মানিব্যাগ এ ফোন নাম্বার ছিল) এবং ওর মানিব্যাগটা নিয়ে যেতে বলে; কে নাকি ঐদিন সকালে মানিব্যাগ থানায় দিয়ে যায়।আমরা চিন্তা করলাম কাগজপত্র পাওয়া গেলেও টাকা পাওয়া যাবে না, কিন্তু যখন মানিব্যাগ নিয়ে দেখি সব কিছু আগের মতই আছে্‌, একটা টাকাও খোয়া যাই নি।এবার নিজেদের কথা বলি এই ইউনিভারসিটিতে আমরা আছি ৪০ জন বাঙ্গালী। এখানে ১লা বৈশাখের মত দিন গুলো সবাই মিলে পালন করি আর মহাসেন এর মত দুর্যোগ যাতে বাংলাদেশে আঘাত না হানে সে জন্য রাত জেগে প্রার্থনা করি। হাসি-কান্না, সুখ-দুঃখ,পড়ালেখা, মান-অভিমান, সব মিলিয়ে ভালোই আছি।এই যেন চায়নার বুকে একখন্ড বাংলাদেশ। zai jian ও হে অর্থটা বলে যায় “বিদায়”।



@বেলাল তামজীদ

China Three Gorges University, yichang, Hubei, China

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

বেলাল তামজীদ বলেছেন: কেউ নাই?

২| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৭

আবুল মোকারম বলেছেন: চমতকার লিখেছেন, চালিয়ে যান।

০৮ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৪

বেলাল তামজীদ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। আমার লেখাটা কস্ট করে পড়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.