নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সবুজ ডাইনি...

কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ

বেলা্যেত

চলচ্চিত্র নির্মাণ করছি, চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছি, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনার সম্পাদনা করছি এবং চলচ্চিত্র বিষয়ক প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের কর্মী। আগ্রহের ক্ষেত্রটি মূলত সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে কাজ করার, সেটাই করার চেষ্টা করছি।

বেলা্যেত › বিস্তারিত পোস্টঃ

মতিঝিলকে 'মধ্যযুগ চত্বর' বলা যেতেই পারে...

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১২

একই সময়ে একই স্থানে অবস্থান করেও একদল মানুষ মানসিকভাবে বিভিন্ন সময়ে বাস করতে পারে। আর পারে বলেই একই সমাজভুক্ত একই সময়ের মানুষ এতটা পৃথক পৃথক আচরণ করতে পারে। ফটিকছড়িতে নির্বিচারে উৎসবের মুডে 'একদল প্রাণীর' মানুষহত্যার ভিডিওটি দেখে মনে হয়েছে আমরা শারীরিকভাবে ২০১৩ তে থাকলেও মানসিকভাবে বর্বর যুগে বাস করছি। আমরা সবাই না হলেও আমাদের অনেকেই বর্বর যুগ, মধ্যযুগ এবং কেউ কেউ এক শতাব্দী আগেও বাস করছেন। শাহবাগ যদি 'প্রজন্ম চত্বর' হয় তো মতিঝিলকে 'মধ্যযুগ চত্বর' বলা যেতেই পারে।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২১

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: আহ, অসাধারণ মানবতাবাদী হাজির, যখন ১৭০ জনকে গুলি করে মারা হইছিলো, যখন চেয়ারম্যানকে লাঠি দিয়া সাপ পেটানোর মত মারা হইছিলো, যখন বুড়া লোকগুলাকে পিটিয়ে রক্তাক্ত করা হইছিলো, তখন এই বাকশালী কুকুরগুলারে দেখি নাই মানবতার কথা বলতে।
আর যখন জনগণের প্রতিরোধ শুরু হইছে তখন কুকুরগুলার ম্যাতকার শুরু হইছে। ওয়েট করো মাইর এখনও ভালো করে শুরু হয় নায়।

২| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৫

নিরব বাংলাদেশী বলেছেন: আমি এক্ষান নতুন চত্বর পাইসি তয় নাম দিতে পারতাসি না
Click This Link

কারো সাধ্যি থাইকলে নামখান বসিয়ে দেবেন

৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৮

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:

জীবনে সুশীল হইতে পারবেন না - মাইনষ্যে চুশীল কইবোওও


৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০৭

মির্জা জুনায়েদ বলেছেন: মানুষহত্যা?? ছাত্রলীগ আবার মানুষ হইল কবে??

৫| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৪

বর্ণান্ধ বলেছেন: কালো কে কালো বলতে শিখুন। লগি বৈঠা দিয়ে যারা মানুষ মেরেছিল, যে চেয়ারম্যানের কথা বললেন তাকে যখন মারা হয়েছিল, এবং এখন যখন ফটিকছড়িতে পিটিয়ে মানুষ মারা হয় সবগুলো হত্যাকান্ডই অসমর্থনযোগ্য। এই প্রত্যেকটি ঘটনাই মানুষের বর্বরতার সাক্ষী বহন করে। আফসোস, কিছু মানুষ একটি হত্যাকান্ড দিয়ে আর একটি হত্যাকান্ডকে জাস্টিফাই করে। এইসব মানুষগুলো সমাজে ঘৃণা টিকিয়ে রাখে। এইসব মানুষগুলোই একএকটা হত্যাকান্ডের পেছনে বসে 'মাইরা ফালা, মাইরা ফালা' বলে উৎসাহ দিয়ে থাকে। লেখককে ধন্যবাদ জানাই উনি অন্ততঃ একটি হত্যাকান্ডের প্রতিবাদ করেছেন। মজার বিষয় হচ্ছে, উনি কিন্তু অন্য কোন হত্যাকান্ডকে সমর্থন করেননি, অথচ হত্যাকান্ডের প্রতিবাদ করায় রোষানলের শিকার। কয়েকটি কমেন্ট দেখে খুব খুব ঘৃণা হচ্ছে। আসুন প্রত্যেকটি হত্যাকান্ডের প্রতিবাদ জানাই, মানুষের জীবন সৃষ্টিকর্তার সবচেয়ে দামী উপহার।

৬| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৫

মুহসিন বলেছেন: ছাত্রলীগও মানুষ, জামাত শিবিরও মানুষ। যে কোন পরিস্থিতিই হোক, আইন নিজের হাতে তুলে নিয়ে নির্বিচারে মানুষ মারার অধিকার কারো নেই। যত তাড়াতাড়ি এদেশের মানুষ পরস্পর সংঘাত সংঘর্ষ পরিত্যাগ করবে দেশের জন্য ততই মঙ্গল। নাহলে এদেশে শান্তিপ্রিয় মানুষের বাস করাই অসম্ভব হয়ে পড়বে।

৭| ১৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৬

অনার্য পথিক বলেছেন: মধ্যযুগ বলতে আমরা কী বুঝি? সেটা কি ইসলামের যুগ অর্থাৎ ১৪শ বছর আগের যুগ? তাহলে ১৪শ বছর আগের কোনো অভ্যাস কি আমাদের মধ্যে নেই? কিংবা কোনো সেই সময়কার কোনো নিয়মকানুন?

মূলত যারা মধ্যযুগ আর প্রগতিযুগ বলে ঝগড়া করছেন তারা এক ধরণের অন্ধত্বের মধ্যে বসবাস করেন।
উদহারণ টেনে বলি, আসুন শাহবাগে যে প্রতিদিন ফাসি চাই ফাসি চাই বলে গলা ফাটানো হচ্ছে সেটা কোন যুগ? ফাসি চাওয়াটা কি মধ্যযুগীয় নয়। নিজের মতের সঙ্গে না মিললেই কোনো কিছুকে অবজ্ঞা করা আমাদের এই নীতিটাই আসলে অসুস্থ্য যুগ। অর্থাৎ আমরা এখন অসুস্থ যুগ পার করছি।

লেখক বিষয়টি নিয়ে তেমন বিশ্লেষণ করেননি। করলে হয়তো তিনি এসব বিষয় ভাবতে পারতেন। কেউ যদি এ বিষয়গুলো একটু ভেবে চিন্তে মন্তব্য ঝাড়েন তাতে খুশি হবো কীনা বলতে পারবো না তবে উপকৃত হবো।

৮| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:০০

জাতির চাচা বলেছেন: @ বর্ণান্ধ।সমাজে ঘৃণা টিকিয়ে কারা রাখছে??? শাহবাগীরা অবিরাম ঘৃণা ছড়াচ্ছে সেটা দেখতে পাননা? কিভাবে দেখবেন আপনিতো বর্ণান্ধ।সার্থক নিক আপনার।ফটিকছড়ির গণপ্রতিরধকে বর্বরতা মনে হচ্ছে,আর বিগত ৩০ বছরের নির্যাতন!!! সেগুলো কিচ্ছুনা।সুশীল !হায়রে সুশীল!!

৯| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০২

দিশার বলেছেন: রাজাকার দের জন্য ঘৃনা না তো কি প্রেম ছড়াতে হবে শাহাবাগ থেকে ?

১০| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১২

উদাসী স্বপ্ন বলেছেন: বেশ কিছু নিক দেখি জামাত শিবিরকে বাচানোর জন্য লগি বৈঠার মতো একটা সুন্দর সময়কেও কলুষিত করছে!

বাঙ্গালীর জীবনে ২৮ শে অক্টোবর যে কতটা জরুরী সেটা বলে বোঝানো যাবে না

১১| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২০

আহমেদ রিজভী বলেছেন: শাহবাগের সমাবেশ ছিল সমাজের কিছু নষ্ট ভ্রষ্ট পতিতা আর তার খদ্দরদের সমাবেশ । এইটা আমার কথা না প্রথম আলুর কথা যারা এক সময এই শাহবাগকে ফুলাইয়া ফাফাইয়া প্রচারণা চালিয়ছে ।

১২| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২২

উদাসী স্বপ্ন বলেছেন: আহমেদ রিজভী বলেছেন: শাহবাগের সমাবেশ ছিল সমাজের কিছু নষ্ট ভ্রষ্ট পতিতা আর তার খদ্দরদের সমাবেশ । এইটা আমার কথা না প্রথম আলুর কথা যারা এক সময এই শাহবাগকে ফুলাইয়া ফাফাইয়া প্রচারণা চালিয়ছে ।



ও আচ্ছা তাই? তাহলে ওখানে যারা নিজ চোখে গিয়ে দেখলো বা যারা গেলো তারা সবাই কি পতিতা?

এই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্যই কিন্তি ২০১০ সালে মাদ্রাসার জঙ্গি পোলাপান গুলা রাস্তায় নেমেছিলো, আর এখন তারাই এই শাহবাগকে এই কথা বলছে?

এক জীবনে আর কত হিপোক্রেসী আর মিথ্যে কথা বলবেন আপনারা?

১৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩০

মুর্তজা হাসান খালিদ বলেছেন:
আমরা কেউ হই শাপলা চত্বরীয় বর্বর আর কেউ হই শাহবাগীয় বর্বর

নিজ আদর্শের অনুকুলে থাকলে আমার যুগটা সভ্য
নিজ আদর্শের বাইরে গেলেই এই বা সেই যুগটা বর্বর

সব যুগেই ভালো মানুষ ছিলো, ভালো চিন্তা করতে পারতো, যুগ তার ধারা অনুযায়ী অতিবাহিত হয়ে যেতে থাকলো

ভালো মানুষরা ভালো পথেই ধরাধাম ত্যাগ করলেন
খারাপের ভাগ্যে আর ভালো হবার সুযোগ ঘটলোনা

সভ্য যুগের গরীব গরীবই থেকে গেলো, বর্বর যুগে এসে সে আর ধনী হলো না


দীর্ঘশ্বাস, হায় আফসুস !

১৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫০

আহমেদ রিজভী বলেছেন: @ উদাসী স্বপ্ন হিপোক্রেসী আমাদের মাঝে নাই ঐটা আপনাদের স্বভাব । ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির কথা বলছেন ঐটা আপনার বাবার একার প্রতিষ্ঠান না যে ঐখানে খালি অপনারাই পড়বেন ! সময় সুযোগ থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস ও লক্ষ্য উদ্দেশ্য জেনে নিয়েন । মাদ্রাসার ছাত্ররা হল জঙ্গী আলো মতিরা যখন এই প্রচারণা চালায় তখন তা চোখ বন্ধ করে বিশ্বাস করেন অথচ একই মতি ভাই যখন শাহবাগীদের পতিতা ও পতিতার খদ্দর বলে প্রচারণা চালায় তখন রে রে করে উঠেন কেন ভাই এইটা কি হিপোক্রেসী নয় ? আপনাদের মত জ্ঞানপাপীদের জন্য করুনা হয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.