নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সবুজ ডাইনি...

কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ

বেলা্যেত

চলচ্চিত্র নির্মাণ করছি, চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছি, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনার সম্পাদনা করছি এবং চলচ্চিত্র বিষয়ক প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের কর্মী। আগ্রহের ক্ষেত্রটি মূলত সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে কাজ করার, সেটাই করার চেষ্টা করছি।

বেলা্যেত › বিস্তারিত পোস্টঃ

'চলচ্চিত্র পাঠচক্রে নিবন্ধনের শেষ তারিখ ৩০ এপ্রিল ২০১৩

২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫০

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে আয়োজিত 'চলচ্চিত্র পাঠচক্র ২০১৩'



চলচ্চিত্র কি? কেমন করে চলচ্চিত্র দেখতে হয়? চলচ্চিত্র পাঠের প্রয়োজনীয়তা কি? চলচ্চিত্র-তত্ত্ব পাঠ কিভাবে হয়? চলচ্চিত্র ও অন্যান্য শিল্পমাধ্যমের আন্ত:সম্পর্ক কেমন, ভিন্ন ভিন্ন মাধ্যমের পাথর্ক্যই বা কোথায়? চলচ্চিত্রের ভাষা কিভাবে গড়ে ওঠে? চলচ্চিত্র কিভাবে চলচ্চিত্র-সাহিত্য গড়ে তোলে অথবা চলচ্চিত্র-সাহিত্য কি? চলচ্চিত্রের সাথে মানুষ, সমাজ এবং রাষ্ট্রের সম্পর্ক কিভাবে নির্ধারিত হয়? রাষ্ট্র এবং সরকার কেন চলচ্চিত্র ‘সেন্সর’ করে বা করতে চায়? চলচ্চিত্র কিভাবে রাজনীতি এবং সমাজব্যবস্থাকে প্রভাবিত করে? জনপ্রিয় চলচ্চিত্র কেমন করে দুনিয়াব্যাপি জনরুচিকে নিয়ন্ত্রণ করে এবং স্থানীয় জনসংস্কৃতির চেহারা বদলে দেয়? চলচ্চিত্র কিভাবে সমাজ বদলের হাতিয়ার হয় বা হতে চায়?



এমন অনেক বিষয় আলোচনার, পঠন-পাঠনের এবং বিশ্লেষনের প্রয়োজনে ‘চলচ্চিত্র পাঠচক্র’। বিষয়-সংশ্লিষ্ট ধ্রুপদী ও সমকালীন চলচ্চিত্র প্রদর্শনী, প্রয়োজনীয় পাঠ্যক্রম এবং বিষয়-সংশ্লিষ্ট শিক্ষকদের পাঠদানের মধ্য দিয়ে ৩ মাসের ‘চলচ্চিত্র পাঠচক্র’ অনুষ্ঠিত হবে।





প্রতি শুক্রবার দিনব্যাপী (সকাল ১০ টা থেকে রাত ৮টা) ও শনিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত পাঠচক্র চলবে।



পাঠদান করবেন

চলচ্চিত্রকার সৈয়দ সালাউদ্দিন জাকী

চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের

আলোকচিত্রশিল্পী এবং চলচ্চিত্রগ্রাহক আনোয়ার হোসেন

চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম

চলচ্চিত্রকার মানজারেহাসিন মুরাদ

শব্দ-প্রকৌশলী রতন পাল

কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুর

অধ্যাপক ফাহমিদুল হক

চলচ্চিত্র নির্মাতা সামির আহমেদ

মনঃস্তত্ত্ববিদ ডা. সালাউদ্দিন কাওসার বিপ্লব

শিল্পী সব্যসাচী হাজরা

অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী

অধ্যাপক মোহাম্মদ আজম

নির্মাতা সাইফুল ওয়াদুদ হেলাল

স্থপতি রাজন দাশ

নির্মাতা রাজীবুল হোসেন

আলোকচিত্রশিল্পী তানভীর মুরাদ তপু

নির্মাতা সাইফুল ইসলাম জার্নাল



পাঠচক্র পরিকল্পক এবং সমন্বয়ক

বেলায়াত হোসেন মামুন



সহ-সমন্বয়কারী

কামরুল হাসান কাইউম। আলাউদ্দিন মো. রাজু



সাক্ষাৎকার গ্রহণের মধ্যদিয়ে পাঠচক্রে তরুণ এবং শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। পাঠচক্র শেষে সনদ প্রদান ছাড়াও আগ্রহীদের ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সদস্যপদ প্রদান করা হবে।



পাঠচক্র শুরু হবে ৪ মে ২০১৩



নিবন্ধনের শেষ তারিখ ৩০ এপ্রিল ২০১৩



নিবন্ধনের জন্য যোগাযোগ:

(প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত)

কক্ষ নং ৭০১ (লিফটের ছয়), জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচা, ঢাকা।

০১৬৭৫ ৩৩৮ ৬২২, ০১৮১৫ ১১০ ২৮২, ০১৬৭৫ ৬৪২ ৭৭৭

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.